ঢাকা, 22 ডিসেম্বর : জাপানের কাছে সেমিফাইনালে অপ্রত্যাশিত হারের পরদিন নিজেদের শুধরে নিল ভারতীয় হকি দল ৷ বুধবার তৃতীয়স্থান নির্ণায়ক ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পোডিয়াম ফিনিশ করল মনপ্রীত অ্য়ান্ড কোম্পানি (India beat Pakistan to secure bronze in Asian Champions Trophy Hockey) ৷ ব্রোঞ্জ পদকের ম্যাচে 4-3 গোলে থ্রিলার জয় পেল ভারত ৷ চলতি টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্বেও পাকিস্তানকে 3-1 গোলে পরাজিত করেছিল ভারতীয় দল ৷ ওই ম্যাচে জোড়া গোল এসেছিল ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত সিং'য়ের স্টিক থেকে ৷
তৃতীয়স্থান নির্ণায়ক ম্যাচেও এদিন গোল করলেন রক্ষণভাগের এই খেলোয়াড় ৷ এছাড়াও ভারতের হয়ে স্কোরশিটে নাম তুললেন সুমিত, বরুণ কুমার এবং আকাশদীপ সিং (Harmanpreet Singh, Sumit, Varun Kumar and Akashdeep Singh score for India) ৷ তবে রাউন্ড রবিন পর্বের মতো একপেশে ম্যাচে জয় আসেনি ভারতের ৷ পদকজয়ের ম্যাচে অলিম্পিকে ব্রোঞ্জজয়ীদের কড়া প্রতিদ্বন্দ্বীতা ছুঁড়ে দেয় পাকিস্তান ৷ টুর্নামেন্টে হরমনপ্রীতের অষ্টম গোলে ভারত প্রথমে এগিয়ে গেলেও প্রথমার্ধ 1-1 শেষ হয় ৷ তবে তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ফের গোল পেয়ে যায় পাক দল ৷
1-2 পিছিয়ে থাকা ভারত ম্যাচে সমতায় ফেরে তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার তিন সেকেন্ড আগে ৷ এরপর চতুর্থ তথা অন্তিম কোয়ার্টারে ভারতীয়দের দাপটে ম্যাচ থেকে হারিয়ে যায় চিরপ্রতিদ্বন্দ্বীরা ৷ ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে বরুণ কুমারের গোলে এগিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়নরা ৷ একমিনিট বাদে ফের গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন ফরোয়ার্ড আকাশদীপ ৷
-
Congratulations to the #MenInBlue for clinching the 3rd place in the Hero Men’s Asian Champions Trophy Dhaka 2021. 🏆
— Hockey India (@TheHockeyIndia) December 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Well played, team 🇮🇳.👏🤩#IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/j7UDwYoins
">Congratulations to the #MenInBlue for clinching the 3rd place in the Hero Men’s Asian Champions Trophy Dhaka 2021. 🏆
— Hockey India (@TheHockeyIndia) December 22, 2021
Well played, team 🇮🇳.👏🤩#IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/j7UDwYoinsCongratulations to the #MenInBlue for clinching the 3rd place in the Hero Men’s Asian Champions Trophy Dhaka 2021. 🏆
— Hockey India (@TheHockeyIndia) December 22, 2021
Well played, team 🇮🇳.👏🤩#IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/j7UDwYoins
আরও পড়ুন : Asian Champions Trophy Hockey : সেমিতে জাপানের কাছে অসহায় আত্মসমর্পণ মনপ্রীতদের
57 মিনিটে পাকিস্তান ব্যবধান কমালে ম্যাচ ফের উত্তেজক মোড় নেয় ৷ তবে শেষের কয়েকমিনিট 'মেন ইন ব্লু'র রক্ষণ আর ভেদ করতে পারেনি পাক দল ৷ 4-3 জিতে ব্রোঞ্জ জিতে মাঠ ছাড়ে গ্রাহাম রেইডের দল ৷ গতকাল 3-5 গোলে সেমিতে জাপানের কাছে হারে ভারতীয় দল ৷ অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কাছে পাকিস্তান হারে 5-6 গোলে ৷