ETV Bharat / sports

Lionel Messi: ছাপিয়ে গেলেন পেলে-কে, মেসির হ্যাটট্রিকে দুরন্ত জয় আর্জেন্টিনার

2022 সালের বিশ্বকাপ কোয়ালিফায়িং ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক মেসির ৷ জয় পেল আর্জেন্টিনা ৷ আন্তর্জাতিক গোলের নিরিখে ফুটবল কিংবদন্তি পেলেকে ছাপিয়ে গেলেন এলএম টেন ৷

Lionel Messi
ছাপিয়ে গেলেন পেলেকে, মেসির গোলে জয় আর্জেন্টিনার
author img

By

Published : Sep 10, 2021, 10:16 AM IST

বুয়েনস আইরেস, 10 সেপ্টেম্বর : 2022-এর কাতার বিশ্বকাপের কোয়ালিফায়িং ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ৷ ফের মেসি ম্যাজিকে দুরন্ত জয় পেল আর্জেন্টিনা ৷ একইসঙ্গে আন্তর্জাতিক ম্যাচে গোলের নিরিখে ফুটবল সম্রাট পেলেকেও ছাপিয়ে গেলেন তিনি ৷ ম্যাচটি 3-0 গোলে জিতেছে আর্জেন্টিনা ৷ গোটা ম্যাচে জুড়ে ছড়িয়ে রইল মেসি ম্যাজিক ৷

ম্যাচে আগাগোড়াই নিজেদের আধিপত্য জারি রেখেছিল আর্জেন্টিনা ৷ ফলে প্রবল কোণঠাসা হয়ে পড়েছিল বলিভিয়ার খেলোয়াড়রা ৷ ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে দলকে এগিয়ে দেন এলএম টেন ৷ দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন তিনি ৷ ম্যাচে 24টি শট নেয় আর্জেন্টিনা ৷ এই গোলের ফলে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের দখলে রাখতে সক্ষম হন মেসি ৷

আরও পড়ুন: ইস্তফা রবি ফাওলারের, এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ ম্যানুয়েল ডিয়াজ়

ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পায় বলিভিয়া ৷ তবে সেই সুযোগকে তেমন কাজে লাগাতে পারেনি তারা ৷ ম্যাচের 14 মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ায় মেসি ৷ এরপর আর্জেন্টিও তারকা লাউতারো মার্তিনেজ 27 মিনিটে একটি গোল দিলেও তা রেফারি অফসাইড বলে জানিয়ে দেয় ৷ দ্বিতীয়ার্ধে 64 এবং 74 মিনিটে গোল করে হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন লিও মেসি ৷ গ্যালারিতে আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনার দর্শকরা ৷

বুয়েনস আইরেস, 10 সেপ্টেম্বর : 2022-এর কাতার বিশ্বকাপের কোয়ালিফায়িং ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ৷ ফের মেসি ম্যাজিকে দুরন্ত জয় পেল আর্জেন্টিনা ৷ একইসঙ্গে আন্তর্জাতিক ম্যাচে গোলের নিরিখে ফুটবল সম্রাট পেলেকেও ছাপিয়ে গেলেন তিনি ৷ ম্যাচটি 3-0 গোলে জিতেছে আর্জেন্টিনা ৷ গোটা ম্যাচে জুড়ে ছড়িয়ে রইল মেসি ম্যাজিক ৷

ম্যাচে আগাগোড়াই নিজেদের আধিপত্য জারি রেখেছিল আর্জেন্টিনা ৷ ফলে প্রবল কোণঠাসা হয়ে পড়েছিল বলিভিয়ার খেলোয়াড়রা ৷ ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে দলকে এগিয়ে দেন এলএম টেন ৷ দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন তিনি ৷ ম্যাচে 24টি শট নেয় আর্জেন্টিনা ৷ এই গোলের ফলে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের দখলে রাখতে সক্ষম হন মেসি ৷

আরও পড়ুন: ইস্তফা রবি ফাওলারের, এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ ম্যানুয়েল ডিয়াজ়

ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পায় বলিভিয়া ৷ তবে সেই সুযোগকে তেমন কাজে লাগাতে পারেনি তারা ৷ ম্যাচের 14 মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ায় মেসি ৷ এরপর আর্জেন্টিও তারকা লাউতারো মার্তিনেজ 27 মিনিটে একটি গোল দিলেও তা রেফারি অফসাইড বলে জানিয়ে দেয় ৷ দ্বিতীয়ার্ধে 64 এবং 74 মিনিটে গোল করে হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন লিও মেসি ৷ গ্যালারিতে আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনার দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.