ETV Bharat / sports

মহামেডানের নতুন সচিব ওয়াসিম আক্রম, ফুটবল সচিব দীপেন্দু

author img

By

Published : Jul 2, 2020, 4:44 AM IST

সচিব হিসেবে নিয়ে আসা হল ওয়াসিম আক্রমকে। ফুটবল সচিব হিসেবে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে দায়িত্ব দিল মহামেডান ।

Wasim Akram is the new secretary of Mohammedan Football team
মহমেডানের নতুন সচিব ওয়াসিম আক্রম

কলকাতা, 2 জুলাই : নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে আই লিগে চোখ মহামেডানের । গতকাল ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠক শেষে কামারউদ্দিনের জায়গায় ওয়াসিম আক্রমকে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় । তিন বছর ক্লাবের সচিবের দায়িত্ব সামলানোর পর নিজের ব্যবসা সচিব পদ থেকে সরে দাঁড়ালেন কামারউদ্দিন ।

ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, ক্লাব প্রশাসনে নতুন রক্ত এবং ভাবনা আমদানি করতেই একঝাঁক নতুন মুখ তুলে আনার চেষ্টা হয়েছে ।ফলে কার্যকরী সমিতির মধ্যেই বেশ কয়েকটি অদলবদল করা হয়েছে । যার জেরে সচিব হিসেবে নিয়ে আসা হয়েছে ওয়াসিম আক্রমকে । ফুটবল সচিব হিসেবে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে । যার হাত ধরে শক্তিশালী দল গড়ার চেষ্টা করবে মহামেডান ।

বেশ কয়েক বছরের ব্যবধানে ইস্তেয়াক আমেদ রাজুকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নিয়ে আসা হল । কামারউদ্দিনের হাত থেকে সচিবের ব্যাটন নিয়ে ওয়াসিম আক্রম বলেন, শক্তিশালী দল গঠন করার পাশাপাশি আই লিগে জায়গা করে নেওয়া লক্ষ্য । সেভাবেই পরিকল্পনা সাজাতে চান । 40 বছর আগে শেষবার কলকাতা লিগ জিতেছিল মহামেডান । এবার কলকাতা লিগ আয়োজন সম্ভব হলে ফের চ্যাম্পিয়ন হতে চায় তারা ।

শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাবের ইতিহাসে প্রথমবার কোনও প্রাক্তন ফুটবলারের হাতে সচিবের দায়িত্ব দেওয়া হল । কলকাতা ময়দানে দীপেন্দু বিশ্বাসের আগে সত্যজিৎ চট্টোপাধ্যায় একমাত্র ফুটবলার যিনি মোহনবাগানের সচিব হয়েছিলেন । সাদা কালো শিবিরের নতুন ফুটবল সচিবের কথাতেও আই লিগে জায়গা করে নেওয়ার কথা । গত মরশুমে মাহমেডানের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব সামলে যথেষ্ট সফল তিনি ।

কলকাতা, 2 জুলাই : নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে আই লিগে চোখ মহামেডানের । গতকাল ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠক শেষে কামারউদ্দিনের জায়গায় ওয়াসিম আক্রমকে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় । তিন বছর ক্লাবের সচিবের দায়িত্ব সামলানোর পর নিজের ব্যবসা সচিব পদ থেকে সরে দাঁড়ালেন কামারউদ্দিন ।

ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, ক্লাব প্রশাসনে নতুন রক্ত এবং ভাবনা আমদানি করতেই একঝাঁক নতুন মুখ তুলে আনার চেষ্টা হয়েছে ।ফলে কার্যকরী সমিতির মধ্যেই বেশ কয়েকটি অদলবদল করা হয়েছে । যার জেরে সচিব হিসেবে নিয়ে আসা হয়েছে ওয়াসিম আক্রমকে । ফুটবল সচিব হিসেবে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে । যার হাত ধরে শক্তিশালী দল গড়ার চেষ্টা করবে মহামেডান ।

বেশ কয়েক বছরের ব্যবধানে ইস্তেয়াক আমেদ রাজুকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নিয়ে আসা হল । কামারউদ্দিনের হাত থেকে সচিবের ব্যাটন নিয়ে ওয়াসিম আক্রম বলেন, শক্তিশালী দল গঠন করার পাশাপাশি আই লিগে জায়গা করে নেওয়া লক্ষ্য । সেভাবেই পরিকল্পনা সাজাতে চান । 40 বছর আগে শেষবার কলকাতা লিগ জিতেছিল মহামেডান । এবার কলকাতা লিগ আয়োজন সম্ভব হলে ফের চ্যাম্পিয়ন হতে চায় তারা ।

শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাবের ইতিহাসে প্রথমবার কোনও প্রাক্তন ফুটবলারের হাতে সচিবের দায়িত্ব দেওয়া হল । কলকাতা ময়দানে দীপেন্দু বিশ্বাসের আগে সত্যজিৎ চট্টোপাধ্যায় একমাত্র ফুটবলার যিনি মোহনবাগানের সচিব হয়েছিলেন । সাদা কালো শিবিরের নতুন ফুটবল সচিবের কথাতেও আই লিগে জায়গা করে নেওয়ার কথা । গত মরশুমে মাহমেডানের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব সামলে যথেষ্ট সফল তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.