ETV Bharat / sports

UEFA EURO 2020 : গ্রুপ অফ ডেথে হাঙ্গেরি বনাম পর্তুগাল , ইতিহাসের সামনে রোনাল্ডো - Goup F Match

মঙ্গলবার ইউরোয় মহারণ বুদাপেস্টে মুখোমুখি হাঙ্গেরি ও পর্তুগাল । দুই দলের লড়াইতে যদিও এনেকটাই এগিয়ে পর্তুগাল । গ্রুপ অফ ডেথের প্রথম ম্যাচেই কিংবদন্তির নামাঙ্কিত স্টেডিয়ামে কিংবদন্তির জাদু উপহার দিতে চায় হাঙ্গেরি শিবির । এদিকে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার নজিরের সামনে রোনাল্ডো ।

UEFA EURO 2020
UEFA EURO 2020
author img

By

Published : Jun 14, 2021, 8:54 PM IST

14 বুদাপেস্ট, 14 জুন : মঙ্গলবার হাঙ্গেরির (Hungary) বিরুদ্ধে ইউরো (UEFA EURO 2020) অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল (Portugal) । বুদাপেস্টের পুসকাস এরিনায় (Puskas Arena) ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে নটায় । দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে পর্তুগাল । আগের 13 বারের সাক্ষাতে এক বারও জয় পায়নি হাঙ্গেরি । 9 বার জিতেছে ইউরোপিয়ন সেলেসাওরা , চারটি ম্যাচ ড্র ।

ইউরোর বাছাই পর্ব ও মূল পর্ব মিলিয়ে মোট 3 বার মুখোমুখি হয়েছে হাঙ্গেরি ও পর্তুগাল । 2 টি ম্যাচ জিতেছে পর্তুগাল ও 1 টি ম্যাচ ড্র হয়েছে । এর মধ্যে রয়েছে 2016 সালের গ্রুপ পর্বের ম্যাচে । লিয়ঁর প্রাক অলিম্পিক স্টেডিয়ামে তিন বার পিছিয়ে পড়েও সেই ম্যাচ ড্র করে পর্তুগাল । জোড়া গোল করে ম্যাচের নায়ক হন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ।

এদিকে বিশ্বকাপের মূলপর্ব ও যোগ্যতা নির্ণায়ক পর্ব মিলিয়ে মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও হাঙ্গেরি । পাঁচ বারই শেষ হাসি হেসেছে পর্তুগিজ শিবির । 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের মূলপর্বের গ্রুপ পর্যায়ে ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হয় দুই পক্ষ । সেই বার 3-1 গোলে হাঙ্গেরিয়ানদের উড়িয়ে দিয়েছিল পর্তুগাল । জোড়া গোল করেছিলেন পর্তুগালের হোজে অগাস্তু (Jose Augusto) , একটি গোল করেছিলেন তরেস (Torres) । অন্যদিকে হাঙ্গেরির হয়ে একমাত্র গোলটি করেছিলেন বেনে (Bene) ।

বিশ্বকাপ ও ইউরো ছাড়াও 5 বার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে পর্তুগাল ও হাঙ্গেরি । সেখানেও দাপট ধরে রেখেছে পর্তুগাল । 2 বার জিতেছে পর্তুগাল , 3টি ম্যাচ ড্র হয়েছে । দুইদলের মুখোমুখি লড়াইয়ে তিন বার 3-0 গোলে জয় পেয়েছে পর্তুগাল । কাকতালীয় ভাবে তিনটে ম্যাচই হয়েছিল লিসবনে ।

দুই দলের 13 বারের লড়াইয়ে সর্বোচ্চ 4 টি গোল করেছেন পর্তুগালের বর্তমান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । দু'টি করে গোল করেছেন আন্দ্রে সিলভা (Andre Silva) ও রুই কোস্তা (Rui Costa) । পরিসংখ্যানেই পরিস্কার দুই দলের লড়াইতে পর্তুগাল এগিয়ে রয়েছে কয়েক যোজন ।

তবে ফুটবল মানেই অনিশ্চয়তা । যে কোনও দিন বদলে যেতে পারে ইতিহাস । যেরকম 2016 সালের ইউরোয় প্রায় হতে হতে হয়নি । সৌজন্যে সিআরসেভেন । এবার তাই গ্রুপ অফ ডেথের প্রথম ম্যাচেই চামক দিতে চাইছে হাঙ্গেরি । যদিও নবীন-প্রবীণের ভারসাম্যকে হাতিয়ার করে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে পর্তুগালও । এই লড়াইয়ে ফারনান্দো স্যান্তোসের (Fernando Santos) ট্রাম্প কার্ড যে রোনাল্ডোই তা আর বলার অপেক্ষা রাখে না । একটি গোল করলেই ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনাল্ডো । বর্তমানে মিশেল প্লাতিনির (Michel Platini) (9 গোল) সঙ্গে এক আসনে রয়েছেন সিআরসেভেন (9 গোল ) ।

আরও পড়ুন : Copa America : আজ অভিযানে নামছে আর্জেন্টিনা, করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত মেসি

চোট আঘাতের সমস্যা নেই পর্তুগাল শিবিরে । দলে ভারসাম্য বাড়াতে ও রোনাল্ডোর উর চাপ কমাতে হোয়াও ফেলিক্স ও দিয়েগো জোটার উপর ভরসা রাখছেন পর্তুগাল কোচ । এদিকে ম্যাঞ্চেস্টার সিটির ত্রয়ী রুবেন ডায়াস , বার্নার্দো সিলভা ও হোয়াও ক্যান্সেলো দলের গভীরতা অনেকটাই বাড়িয়েছে । এদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্ডেজকে দলে নিয়ে চমক দিয়েছেন ফারনান্দো স্যান্তোস ।

টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য ধাক্কা খেয়েছে হাঙ্গেরি শিবির । কুঁচকির চোটে আরবি লেইপজিগের মিডফিল্ডার ডমিনিক জোবোসলাইকে (Dominik Szoboszlai) ছাড়াই ইউরো অভিযান সুরু করতে হবে হাঙ্গেরি কোচ মার্কো রোসিকে ( Marco Rossi ) । কোয়ালিফায়ারে আইসল্যান্ডের বিরুদ্ধে 20 গজ দুর থেকে দুরন্ত শটে জালে বল জড়িয়ে হাঙ্গেরিকে ইউরোর মূলপর্বের টিকিট এনে দিয়েছিলেন ডমিনিক জোবোসলাই । তাঁর বদলে হাঙ্গেরির ভরসা হতে পারেন অ্যাডাম জালাই (Adam Szalai)। গ্রুপ অফ ডেথের প্রথম ম্যাচেই কিংবদন্তির নামাঙ্কিত স্টেডিয়ামে কিংবদন্তির জাদু উপহার দিতে চায় হাঙ্গেরি শিবির ।

আরও পড়ুন : Sourav Ganguly : মহারাজের উদ্যোগে 150-র বেশি মানুষকে টিকা

পর্তুগাল সম্ভাব্য একাদশ (4-2-3-1) : রুই প্যাট্রিসিও (Rui Patricio) (গোলরক্ষক), নেলসন সেমেদো (Nelson Semedo) , পেপে (Pepe) , রুবেন ডায়াস (Ruben Dias) , রাফায়েল গুরেইরো (Raphael Guerreiro) , দানিলো পেরইরা (Danilo Pereira) , হোয়াও মউতিনহো (Joao Moutinho) , বার্নার্দো সিলভা (Bernardo Silva) , ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes) , দিয়েগো জোটা (Diogo Jota) , ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo) ।

হাঙ্গেরি সম্ভাব্য একাদশ (3-5-2) : পিটার গুলাকসি (Peter Gulacsi) (গোলরক্ষক) , অ্যাডাম ল্যাঙ (Adam Lang) , উইলি অরবান (Willi Orban) , আট্টিলা জালাই (Attila Szalai), জার্গো লভরেঙ্কসিক্স ( Gergo Lovrencsics) , লাসলো ক্লেইলহেইসলার (Laszlo Kleinheisler) , অ্যাডাম নেগি (Adam Nagy) , ডেভিড সিগার (David Siger) , অট্টিলা ফিয়োলা (Attila Fiola) , অ্যাডাম জালাই (Adam Szalai) , নেমনজা নিকোলিচ (Nemanja Nikolic) ।

14 বুদাপেস্ট, 14 জুন : মঙ্গলবার হাঙ্গেরির (Hungary) বিরুদ্ধে ইউরো (UEFA EURO 2020) অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল (Portugal) । বুদাপেস্টের পুসকাস এরিনায় (Puskas Arena) ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে নটায় । দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে পর্তুগাল । আগের 13 বারের সাক্ষাতে এক বারও জয় পায়নি হাঙ্গেরি । 9 বার জিতেছে ইউরোপিয়ন সেলেসাওরা , চারটি ম্যাচ ড্র ।

ইউরোর বাছাই পর্ব ও মূল পর্ব মিলিয়ে মোট 3 বার মুখোমুখি হয়েছে হাঙ্গেরি ও পর্তুগাল । 2 টি ম্যাচ জিতেছে পর্তুগাল ও 1 টি ম্যাচ ড্র হয়েছে । এর মধ্যে রয়েছে 2016 সালের গ্রুপ পর্বের ম্যাচে । লিয়ঁর প্রাক অলিম্পিক স্টেডিয়ামে তিন বার পিছিয়ে পড়েও সেই ম্যাচ ড্র করে পর্তুগাল । জোড়া গোল করে ম্যাচের নায়ক হন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ।

এদিকে বিশ্বকাপের মূলপর্ব ও যোগ্যতা নির্ণায়ক পর্ব মিলিয়ে মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও হাঙ্গেরি । পাঁচ বারই শেষ হাসি হেসেছে পর্তুগিজ শিবির । 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের মূলপর্বের গ্রুপ পর্যায়ে ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হয় দুই পক্ষ । সেই বার 3-1 গোলে হাঙ্গেরিয়ানদের উড়িয়ে দিয়েছিল পর্তুগাল । জোড়া গোল করেছিলেন পর্তুগালের হোজে অগাস্তু (Jose Augusto) , একটি গোল করেছিলেন তরেস (Torres) । অন্যদিকে হাঙ্গেরির হয়ে একমাত্র গোলটি করেছিলেন বেনে (Bene) ।

বিশ্বকাপ ও ইউরো ছাড়াও 5 বার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে পর্তুগাল ও হাঙ্গেরি । সেখানেও দাপট ধরে রেখেছে পর্তুগাল । 2 বার জিতেছে পর্তুগাল , 3টি ম্যাচ ড্র হয়েছে । দুইদলের মুখোমুখি লড়াইয়ে তিন বার 3-0 গোলে জয় পেয়েছে পর্তুগাল । কাকতালীয় ভাবে তিনটে ম্যাচই হয়েছিল লিসবনে ।

দুই দলের 13 বারের লড়াইয়ে সর্বোচ্চ 4 টি গোল করেছেন পর্তুগালের বর্তমান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । দু'টি করে গোল করেছেন আন্দ্রে সিলভা (Andre Silva) ও রুই কোস্তা (Rui Costa) । পরিসংখ্যানেই পরিস্কার দুই দলের লড়াইতে পর্তুগাল এগিয়ে রয়েছে কয়েক যোজন ।

তবে ফুটবল মানেই অনিশ্চয়তা । যে কোনও দিন বদলে যেতে পারে ইতিহাস । যেরকম 2016 সালের ইউরোয় প্রায় হতে হতে হয়নি । সৌজন্যে সিআরসেভেন । এবার তাই গ্রুপ অফ ডেথের প্রথম ম্যাচেই চামক দিতে চাইছে হাঙ্গেরি । যদিও নবীন-প্রবীণের ভারসাম্যকে হাতিয়ার করে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে পর্তুগালও । এই লড়াইয়ে ফারনান্দো স্যান্তোসের (Fernando Santos) ট্রাম্প কার্ড যে রোনাল্ডোই তা আর বলার অপেক্ষা রাখে না । একটি গোল করলেই ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনাল্ডো । বর্তমানে মিশেল প্লাতিনির (Michel Platini) (9 গোল) সঙ্গে এক আসনে রয়েছেন সিআরসেভেন (9 গোল ) ।

আরও পড়ুন : Copa America : আজ অভিযানে নামছে আর্জেন্টিনা, করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত মেসি

চোট আঘাতের সমস্যা নেই পর্তুগাল শিবিরে । দলে ভারসাম্য বাড়াতে ও রোনাল্ডোর উর চাপ কমাতে হোয়াও ফেলিক্স ও দিয়েগো জোটার উপর ভরসা রাখছেন পর্তুগাল কোচ । এদিকে ম্যাঞ্চেস্টার সিটির ত্রয়ী রুবেন ডায়াস , বার্নার্দো সিলভা ও হোয়াও ক্যান্সেলো দলের গভীরতা অনেকটাই বাড়িয়েছে । এদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্ডেজকে দলে নিয়ে চমক দিয়েছেন ফারনান্দো স্যান্তোস ।

টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য ধাক্কা খেয়েছে হাঙ্গেরি শিবির । কুঁচকির চোটে আরবি লেইপজিগের মিডফিল্ডার ডমিনিক জোবোসলাইকে (Dominik Szoboszlai) ছাড়াই ইউরো অভিযান সুরু করতে হবে হাঙ্গেরি কোচ মার্কো রোসিকে ( Marco Rossi ) । কোয়ালিফায়ারে আইসল্যান্ডের বিরুদ্ধে 20 গজ দুর থেকে দুরন্ত শটে জালে বল জড়িয়ে হাঙ্গেরিকে ইউরোর মূলপর্বের টিকিট এনে দিয়েছিলেন ডমিনিক জোবোসলাই । তাঁর বদলে হাঙ্গেরির ভরসা হতে পারেন অ্যাডাম জালাই (Adam Szalai)। গ্রুপ অফ ডেথের প্রথম ম্যাচেই কিংবদন্তির নামাঙ্কিত স্টেডিয়ামে কিংবদন্তির জাদু উপহার দিতে চায় হাঙ্গেরি শিবির ।

আরও পড়ুন : Sourav Ganguly : মহারাজের উদ্যোগে 150-র বেশি মানুষকে টিকা

পর্তুগাল সম্ভাব্য একাদশ (4-2-3-1) : রুই প্যাট্রিসিও (Rui Patricio) (গোলরক্ষক), নেলসন সেমেদো (Nelson Semedo) , পেপে (Pepe) , রুবেন ডায়াস (Ruben Dias) , রাফায়েল গুরেইরো (Raphael Guerreiro) , দানিলো পেরইরা (Danilo Pereira) , হোয়াও মউতিনহো (Joao Moutinho) , বার্নার্দো সিলভা (Bernardo Silva) , ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes) , দিয়েগো জোটা (Diogo Jota) , ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo) ।

হাঙ্গেরি সম্ভাব্য একাদশ (3-5-2) : পিটার গুলাকসি (Peter Gulacsi) (গোলরক্ষক) , অ্যাডাম ল্যাঙ (Adam Lang) , উইলি অরবান (Willi Orban) , আট্টিলা জালাই (Attila Szalai), জার্গো লভরেঙ্কসিক্স ( Gergo Lovrencsics) , লাসলো ক্লেইলহেইসলার (Laszlo Kleinheisler) , অ্যাডাম নেগি (Adam Nagy) , ডেভিড সিগার (David Siger) , অট্টিলা ফিয়োলা (Attila Fiola) , অ্যাডাম জালাই (Adam Szalai) , নেমনজা নিকোলিচ (Nemanja Nikolic) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.