ETV Bharat / sports

Euro Cup 2020 : আজ ফর্মে থাকা ডেনমার্কের মুখোমুখি ফিনল্যান্ড, ঘরের মাঠের সুবিধা এরিকসনদের - ইউরো কাপ

2020-তে নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলেছে ডেনমার্ক ৷ সম্প্রতি জার্মানির সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে 1-1 ড্র করেছে তারা ৷ অন্যদিকে শেষ 6টি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ফিনল্যান্ডকে ৷

today on Euro Cup 2020 Finland will face inform Denmark
today on Euro Cup 2020 Finland will face inform Denmark
author img

By

Published : Jun 12, 2021, 3:30 PM IST

পারকেন (ডেনমার্ক), 12 জুন : ইউরো কাপের ( Euro Cup 2020) দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি ডেনমার্ক-ফিনল্যান্ড (Denmark and Finland) ৷ টুর্নামেন্টের গ্রুপ বি-র খেলাটি হবে ডেনমার্কের পারকেন শহরে ৷ ফলে ঘরের মাঠের সুবিধা পাবে এরিকসনরা ৷ দুই দলের মধ্যে ফুটবল শক্তি ও ঐতিহ্যেও ডেনমার্ক এগিয়ে ৷ ফলে শনিবারের ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু করবে হোস্ট টিম ৷

ফিনল্যান্ডের তুলনায় ডেনমার্ক বড় দল হলেও অতীতের দাপট অনেকটাই ম্লান ৷ 1992 সালে ইউরোপিয়ান চাম্পিয়ানশিপ জিতেছিল ডেনমার্ক ৷ 2004 সালে তারা কোয়াটার ফাইনাল অবধি পৌঁছায় ৷ যদিও 2012 ও 16-র টুর্নামেন্টে বিচ্ছিরি ফল করে ৷ 2012-তে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয় তাদের ৷ আরও খারাপ ফল করে 2016 সালে ৷ সেবার ইউরো কাপের যোগ্যতা নির্ধারণকারী টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় স্কিমিচেলদের দেশকে ৷ তবে 2020-তে অনেকটাই নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলেছে ডেনমার্ক ৷ সম্প্রতি অন্যতম শক্তিশালী দল জার্মানির সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে 1-1 ড্র করেছে ৷

অন্যদিকে ইউরো কাপের প্রস্তুতি ম্যাচে ভাল খেলেনি ফিনল্যান্ড ৷ সম্প্রতি সুইডেন ও এসতোনিয়ার সঙ্গে দুটি ফ্রেন্ডলি ম্যাচে হার হয়েছে তিমু পুক্কিদের ৷ 2020 সালের শেষের দিকের ম্যাচগুলিতে ফিনল্যান্ড ভাল ফল করলেও সুইডেন ও এসতোনিয়া-সহ শেষ 6টি ম্যাচে হারের মুখ দেখেছে দলটি ৷

আরও পড়ুন: Euro Cup 2020 : তুরস্ককে 3-0-এ উড়িয়ে শুরু ইতালির ইউরো অভিযান

চোট আঘাতের নিরিখেও ভাল অবস্থায় রয়েছে ডেনমার্ক ৷ তারা এই মুহূর্তে চোট আঘাত শূন্য ৷ অ্যান্দ্রিয়াস ক্রিসটেনশন, পিয়েরি-এমিল হজজের্গ, কাস্পর স্কিমিচেল, ক্রিস্টেন এরিকসনদের নিয়ে তৈরি শক্তিশালী দলটি আজ ইউরোর আসরে নিজেদের যাচাই করতেই নামবে ৷ অপরপক্ষে ফিনল্যান্ড ফরোয়ার্ড লাইনের অন্যতম ভরসা প্রিমিয়ার লিগে নরউইচ সিটির স্ট্রাইকার তিমু পুক্কির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ তিমুর গোড়ালিতে চোট রয়েছে ৷

ইউরো কাপের দ্বিতীয় ম্যাচ ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলে শুরু হবে ভারতীয় সময় রাতে সাড়ে 9টা থেকে ৷

পারকেন (ডেনমার্ক), 12 জুন : ইউরো কাপের ( Euro Cup 2020) দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি ডেনমার্ক-ফিনল্যান্ড (Denmark and Finland) ৷ টুর্নামেন্টের গ্রুপ বি-র খেলাটি হবে ডেনমার্কের পারকেন শহরে ৷ ফলে ঘরের মাঠের সুবিধা পাবে এরিকসনরা ৷ দুই দলের মধ্যে ফুটবল শক্তি ও ঐতিহ্যেও ডেনমার্ক এগিয়ে ৷ ফলে শনিবারের ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু করবে হোস্ট টিম ৷

ফিনল্যান্ডের তুলনায় ডেনমার্ক বড় দল হলেও অতীতের দাপট অনেকটাই ম্লান ৷ 1992 সালে ইউরোপিয়ান চাম্পিয়ানশিপ জিতেছিল ডেনমার্ক ৷ 2004 সালে তারা কোয়াটার ফাইনাল অবধি পৌঁছায় ৷ যদিও 2012 ও 16-র টুর্নামেন্টে বিচ্ছিরি ফল করে ৷ 2012-তে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয় তাদের ৷ আরও খারাপ ফল করে 2016 সালে ৷ সেবার ইউরো কাপের যোগ্যতা নির্ধারণকারী টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় স্কিমিচেলদের দেশকে ৷ তবে 2020-তে অনেকটাই নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলেছে ডেনমার্ক ৷ সম্প্রতি অন্যতম শক্তিশালী দল জার্মানির সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে 1-1 ড্র করেছে ৷

অন্যদিকে ইউরো কাপের প্রস্তুতি ম্যাচে ভাল খেলেনি ফিনল্যান্ড ৷ সম্প্রতি সুইডেন ও এসতোনিয়ার সঙ্গে দুটি ফ্রেন্ডলি ম্যাচে হার হয়েছে তিমু পুক্কিদের ৷ 2020 সালের শেষের দিকের ম্যাচগুলিতে ফিনল্যান্ড ভাল ফল করলেও সুইডেন ও এসতোনিয়া-সহ শেষ 6টি ম্যাচে হারের মুখ দেখেছে দলটি ৷

আরও পড়ুন: Euro Cup 2020 : তুরস্ককে 3-0-এ উড়িয়ে শুরু ইতালির ইউরো অভিযান

চোট আঘাতের নিরিখেও ভাল অবস্থায় রয়েছে ডেনমার্ক ৷ তারা এই মুহূর্তে চোট আঘাত শূন্য ৷ অ্যান্দ্রিয়াস ক্রিসটেনশন, পিয়েরি-এমিল হজজের্গ, কাস্পর স্কিমিচেল, ক্রিস্টেন এরিকসনদের নিয়ে তৈরি শক্তিশালী দলটি আজ ইউরোর আসরে নিজেদের যাচাই করতেই নামবে ৷ অপরপক্ষে ফিনল্যান্ড ফরোয়ার্ড লাইনের অন্যতম ভরসা প্রিমিয়ার লিগে নরউইচ সিটির স্ট্রাইকার তিমু পুক্কির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ তিমুর গোড়ালিতে চোট রয়েছে ৷

ইউরো কাপের দ্বিতীয় ম্যাচ ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলে শুরু হবে ভারতীয় সময় রাতে সাড়ে 9টা থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.