কলকাতা, 1 জানুয়ারি : চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পয়েন্ট হারানোর খামতি নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের থেকে মেটাতে চাইছে এটিকে মোহনবাগান । বর্ষবরণের আনন্দ দেশজুড়ে চললেও সবুজ-মেরুন শিবিরে তার রেশ নেই । বরং তিরি, প্রীতম কোটাল, প্রণয় হালদাররা জয়ের সরণিতে প্রত্যাবর্তনের সঙ্গে নতুন বছরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ।
তিরি বলেন,"নতুন বছরে আমার লক্ষ্য অনুশীলনে বাড়তি পরিশ্রম করে নিজের ভুল শুধরে নেওয়া । দলের জন্য নিজেকে উজার করে দেওয়া পাখির চোখ । নতুন বছরে আমরা এক নম্বরে থাকা অবস্থায় খেলতে নামব । তা বলে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই । বাড়তি সুবিধা পাব না । একইভাবে কোনও চাপও নেই । শুধু সতর্ক থাকতে হবে ভুল শুধরে নেওয়ার ব্যাপারে । নর্থ ইস্টের বিরুদ্ধে খেলার পরে আমাদের মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে । কিন্তু আমাদের ধাপে ধাপে এগোতে চাই ।"
মুম্বই সিটি এফসির সঙ্গে টক্কর দেওয়ার কথা বলছেন প্রীতম কোটাল । তবে তার আগে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়কে পাখির চোখ করেছেন । কারণ এই ম্যাচের তিন পয়েন্ট সবার আগে জরুরি । রবিবারের প্রতিপক্ষকে নিয়ে কাটাছেঁড়া চলছে সবুজ মেরুন শিবিরে । প্রীতম বলছেন,"দল হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড শক্তিশালী । বিশেষ করে রক্ষণ জমাট করে খেলে ওরা । তাই আমাদের সতর্ক থাকার পাশাপাশি সেটপিস থেকে গোল করার উপর নজর দিতে হবে । লিগ শীর্ষে জাকিয়ে বসতে আমাদের আরও সতর্ক থাকতে হবে । তবে চেন্নায়িনের বিরুদ্ধে ড্র নিয়ে ভাবছি না । কোনও সন্দেহ নেই আমরা ওই ম্যাচে খারাপ খেলেছি । তবে তা নিয়ে বসে থাকতে চাই না । সামনে তাকাতে চাই । আর এত বড় লিগে দুই একটা ম্যাচ ড্র হওয়া বড় ঘটনা নয় ।"
আরও পড়ুন : ম্যাচ সেরার পুরস্কার ‘‘মা’’-কে উৎসর্গ অরিন্দমের
প্রণয় হালদার নতুন বছরে ভারতীয় দলে ডাক পাওয়ার প্রত্যাশায় । এটিকে মোহনবাগানের হয়ে সেরাটা দিতে চান । তার জন্য নিজেকে ফিট রাখাও লক্ষ্য প্রণয়ের । তবে নতুন বছরের প্রথম ম্যাচ নিয়ে পরিকল্পনাও রয়েছে তাঁর মাথায় । "চেন্নায়িনের বিরুদ্ধে আমরা খারাপ খেলিনি । ম্যাচটা ট্যাকটিকাল ম্যাচ হয়েছিল । তাই এক পয়েন্ট খারাপ নয় । তবে সামনের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড শক্তিশালী দল । উইং দিয়ে আক্রমণ তুলে নিয়ে আসে । আমাদের সতর্ক থাকতে হবে । কারণ শীর্ষস্থান ধরে রাখতে সেটা জরুরি," বলেছেন আত্মবিশ্বাসী প্রণয় ।