ETV Bharat / sports

ISL-এ প্রস্তুতির ফাঁকে অনুশীলন ম্যাচ 11 দলের - SC ইস্টবেঙ্গল

রবিবার FC গোয়া প্র্যাকটিস ম্যাচ চেন্নাইয়িন FC বিরুদ্ধে খেলেছে । 10 নভেম্বর মঙ্গলবার কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে SC ইস্টবেঙ্গলের । রবি ফাওলারের দল সবার শেষে গোয়ায় পৌঁছেছে ৷

isl
isl
author img

By

Published : Nov 8, 2020, 10:03 PM IST

কলকাতা, 8 নভেম্বর : আর মাত্র 12 দিন । ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়া ঘিরে পারদ চড়তে শুরু করেছে । অংশগ্রহণকারী 11টি দল জোর কদমে প্র্যাকটিস শুরু করেছে ৷ একই সঙ্গে ম্যাচ প্র্যাকটিসেও নেমে পড়েছে তারা ।

রবিবার FC গোয়া প্র্যাকটিস ম্যাচ চেন্নাইয়িন FC বিরুদ্ধে খেলেছে । 10 নভেম্বর মঙ্গলবার কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে SC ইস্টবেঙ্গলের । রবি ফাওলারের দল সবার শেষে গোয়ায় পৌঁছেছে ৷ এমনকী অনুশীলনও সবার শেষে শুরু করেছে তারা । তবে বর্তমানে জোরকদমে অনুশীলন করছে পিলকিংটন, জেজেরা । নিজেদের মধ্যে দু’দলে ভাগ করে ম্যাচ খেলিয়েছেন রবি ফাওলার ।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ আদতে দলকে ঝালিয়ে নেওয়ার সুযোগ । মঙ্গলবার মুম্বই সিটি এবং ওড়িশা FC প্রস্তুতি ম্যাচে নামবে । বুধবার 11 নভেম্বর FC গোয়া প্রস্তুতি ম্যাচ খেলবে হায়দরাবাদ FC-র বিরুদ্ধে । বৃহস্পতিবার 13 নভেম্বর সুনীল ছেত্রীর বেঙ্গালেরু FC তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে । 14নভেম্বর আন্তেনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান তাদের একমাত্র প্র্যাকটিস ম্যাচ খেলবে FC গোয়ার বিরুদ্ধে ।

বর্তমানে বন্ধ দরজার আড়ালে সবুজ মেরুন ব্রিগেডকে কড়া অনুশীলনে ব্যস্ত রেখেছেন স্প্যানিশ হেডস্যার । 20 নভেম্বর ISLর প্রথম ম্যাচে খেলতে নামবে এটিকে মোহনবাগান । দলের প্রতিটি বিভাগের মধ্যে সমঝোতা গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন তিনি । 14 নভেম্বর কিবু ভিকুনারা তাদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলবে । প্রতিপক্ষ জামশেদপুর FC । 15 নভেম্বর ওড়িশা FC এবং চেন্নাইয়িন FC প্র্যাকটিস ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ।

কলকাতা, 8 নভেম্বর : আর মাত্র 12 দিন । ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়া ঘিরে পারদ চড়তে শুরু করেছে । অংশগ্রহণকারী 11টি দল জোর কদমে প্র্যাকটিস শুরু করেছে ৷ একই সঙ্গে ম্যাচ প্র্যাকটিসেও নেমে পড়েছে তারা ।

রবিবার FC গোয়া প্র্যাকটিস ম্যাচ চেন্নাইয়িন FC বিরুদ্ধে খেলেছে । 10 নভেম্বর মঙ্গলবার কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলবে SC ইস্টবেঙ্গলের । রবি ফাওলারের দল সবার শেষে গোয়ায় পৌঁছেছে ৷ এমনকী অনুশীলনও সবার শেষে শুরু করেছে তারা । তবে বর্তমানে জোরকদমে অনুশীলন করছে পিলকিংটন, জেজেরা । নিজেদের মধ্যে দু’দলে ভাগ করে ম্যাচ খেলিয়েছেন রবি ফাওলার ।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ আদতে দলকে ঝালিয়ে নেওয়ার সুযোগ । মঙ্গলবার মুম্বই সিটি এবং ওড়িশা FC প্রস্তুতি ম্যাচে নামবে । বুধবার 11 নভেম্বর FC গোয়া প্রস্তুতি ম্যাচ খেলবে হায়দরাবাদ FC-র বিরুদ্ধে । বৃহস্পতিবার 13 নভেম্বর সুনীল ছেত্রীর বেঙ্গালেরু FC তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে । 14নভেম্বর আন্তেনিও লোপেজ হাবাসের এটিকে মোহনবাগান তাদের একমাত্র প্র্যাকটিস ম্যাচ খেলবে FC গোয়ার বিরুদ্ধে ।

বর্তমানে বন্ধ দরজার আড়ালে সবুজ মেরুন ব্রিগেডকে কড়া অনুশীলনে ব্যস্ত রেখেছেন স্প্যানিশ হেডস্যার । 20 নভেম্বর ISLর প্রথম ম্যাচে খেলতে নামবে এটিকে মোহনবাগান । দলের প্রতিটি বিভাগের মধ্যে সমঝোতা গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন তিনি । 14 নভেম্বর কিবু ভিকুনারা তাদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলবে । প্রতিপক্ষ জামশেদপুর FC । 15 নভেম্বর ওড়িশা FC এবং চেন্নাইয়িন FC প্র্যাকটিস ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.