ETV Bharat / sports

2022 ফুটবলের মেগা ইভেন্ট শুরু হবে কাতারের আল বায়াত স্টেডিয়ামে - আল বায়াত স্টেডিয়াম

একদিনে খেলা হবে 4টি ম্যাচ ৷ ঘোষাম করা হল 2022 ফুটবল বিশ্বকাপের নির্ঘণ্ট ৷ কাতারের আল বায়াত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে ৷

image
কাতার বিশ্বকাপের নির্ঘণ্ট
author img

By

Published : Jul 15, 2020, 8:37 PM IST

দোহা, 15 জুলাই : 2022 সালের কাতার বিশ্বকাপের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল ৷ 32 দলের এই টুর্নামেন্ট শুরু হবে 2022 সালের 21 নভম্বর ৷ চলবে 18 ডিসেম্বর পর্যন্ত ৷ কোরোনা ভাইরাস প্যান্ডেমিকের কথা মাথায় খেলার দিন সংখ্যা কমানো হয়েছে ৷ তাই গ্রুপ স্টেজে একদিনে 4টি করে ম্যাচ খেলা হবে ৷

ম্যাচ গুলি হবে দোহা ও তার আশেপাশে ৷ যাতে একদিনে চারটি করে খেলা দেখার জন্য দর্শকরা এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে পারে ৷ দিনের প্রথম খেলাটি শুরু হবে স্থানীয় সময় বেলা 1 টার সময় ৷ এবং শেষ খেলাটি শুরু হবে রাত 10 টার সময় ৷

মেগা টুর্নামেন্টের উদ্বোধন হবে আল বায়াত স্টেডিয়ামে ৷ পুরো স্টেডিয়ামটিই ঢাকা থাকবে তাঁবুর মতো কভার দিয়ে ৷ আজ FIFA -র চিফ টুর্নামেন্ট এবং ইভেন্ট অফিসার কলিন স্মিথ বলেন, ‘‘ বিশ্বকাপ সবসময়ই ফুটবলের একটি উৎসব ৷ যারা এখানে এসে খেলা দেখবে তারা উপভোগ করবে ৷ কাতরে প্রকৃতির মধ্যে 32 দলের মেগা ইভেন্ট দুরন্ত হতে চলেছে ৷ ’’

image
আল বায়াত স্টেডিয়াম

তবে বিশ্বকাপের ফাইনাল ড্রয়ের হবে 2022 সালের মার্চ অথবা এপ্রিল মাসে ৷ তারপরই FIFA তরফে প্রতিটা ম্যাচের সময় ঘোষণা করা হবে ৷ কাতারের গরমের কথা মাথায় রেখে সাধারণত জুন-জুলাই হওয়া টুর্নামেন্ট এবার হবে নভেম্বর ডিসেম্বর মাসে ৷ এবং এবারই প্রথম ইউরোপের ফুটবল মরশুমের মাঝামাঝি বিশ্বকাপের আসর বসছে ৷

image
কাতার বিশ্বকাপের নির্ঘণ্ট

টুর্নামেন্টের আয়োজক কমিটির CEO নাসের আল খাতার বলেন, টুর্নামেন্টের সূচি সঠিক সময়ে করা হয়েছে ৷ আমাদের কাজ প্রায় 90 শতাংশ হয়ে গিয়েছে ৷ তিনি আরও বলেন, ‘‘ আমরা যদি স্টেডিয়াম নিয়ে কথা বলি তাহলে প্রায়, 85 শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে ৷ শেষ দুই বছরে আমরা বাকি কাজও সম্পন্ন করে ফেলব ৷’’

image
কাতার বিশ্বকাপের নির্ঘণ্ট

দোহা, 15 জুলাই : 2022 সালের কাতার বিশ্বকাপের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল ৷ 32 দলের এই টুর্নামেন্ট শুরু হবে 2022 সালের 21 নভম্বর ৷ চলবে 18 ডিসেম্বর পর্যন্ত ৷ কোরোনা ভাইরাস প্যান্ডেমিকের কথা মাথায় খেলার দিন সংখ্যা কমানো হয়েছে ৷ তাই গ্রুপ স্টেজে একদিনে 4টি করে ম্যাচ খেলা হবে ৷

ম্যাচ গুলি হবে দোহা ও তার আশেপাশে ৷ যাতে একদিনে চারটি করে খেলা দেখার জন্য দর্শকরা এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে পারে ৷ দিনের প্রথম খেলাটি শুরু হবে স্থানীয় সময় বেলা 1 টার সময় ৷ এবং শেষ খেলাটি শুরু হবে রাত 10 টার সময় ৷

মেগা টুর্নামেন্টের উদ্বোধন হবে আল বায়াত স্টেডিয়ামে ৷ পুরো স্টেডিয়ামটিই ঢাকা থাকবে তাঁবুর মতো কভার দিয়ে ৷ আজ FIFA -র চিফ টুর্নামেন্ট এবং ইভেন্ট অফিসার কলিন স্মিথ বলেন, ‘‘ বিশ্বকাপ সবসময়ই ফুটবলের একটি উৎসব ৷ যারা এখানে এসে খেলা দেখবে তারা উপভোগ করবে ৷ কাতরে প্রকৃতির মধ্যে 32 দলের মেগা ইভেন্ট দুরন্ত হতে চলেছে ৷ ’’

image
আল বায়াত স্টেডিয়াম

তবে বিশ্বকাপের ফাইনাল ড্রয়ের হবে 2022 সালের মার্চ অথবা এপ্রিল মাসে ৷ তারপরই FIFA তরফে প্রতিটা ম্যাচের সময় ঘোষণা করা হবে ৷ কাতারের গরমের কথা মাথায় রেখে সাধারণত জুন-জুলাই হওয়া টুর্নামেন্ট এবার হবে নভেম্বর ডিসেম্বর মাসে ৷ এবং এবারই প্রথম ইউরোপের ফুটবল মরশুমের মাঝামাঝি বিশ্বকাপের আসর বসছে ৷

image
কাতার বিশ্বকাপের নির্ঘণ্ট

টুর্নামেন্টের আয়োজক কমিটির CEO নাসের আল খাতার বলেন, টুর্নামেন্টের সূচি সঠিক সময়ে করা হয়েছে ৷ আমাদের কাজ প্রায় 90 শতাংশ হয়ে গিয়েছে ৷ তিনি আরও বলেন, ‘‘ আমরা যদি স্টেডিয়াম নিয়ে কথা বলি তাহলে প্রায়, 85 শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে ৷ শেষ দুই বছরে আমরা বাকি কাজও সম্পন্ন করে ফেলব ৷’’

image
কাতার বিশ্বকাপের নির্ঘণ্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.