লন্ডন, 21 এপ্রিল : রবিবার বিশ্বের বড় বড় ক্লাবগুলিতে নিয়ে ইউরোপিয়ান সুপার লিগ নামে একটি টুর্নামেন্টের কথা ঘোষণা হতেই হইচই পড়ে যায় বিশ্ব ফুটবলে ৷ ইউরোপের বারোটি বড় বড় ক্লাব এই সুপার লিগে টাকা বিনিয়োগের কথা জানান ৷ এই ক্লাবগুলির মধ্যে ছিল ইপিএলের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুর, টটেনহ্যাম এবং চেলসি ৷ এছাড়াও ইতালির সিরিয়া এ থেকে জুভেন্টাস, এসি মিলান এবং স্পেনের লা লিগা থেকে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ এই লিগে বিনিয়োগ করে অংশগ্রহণের কথা জানান ৷ পাপা পেরেজ়ের এই লিগে বড় অঙ্কের লাভ হবে বিনিয়োগকারী দলগুলির ৷ জানা গিয়েছে, লিগ থেকে প্রাপ্ত লাভের পুরো টাকাই ভাগ করে দেওয়া হবে বিনিয়োগকারী 15 দলের মধ্যে ৷ আগের মতো ফিফা কিংবা অন্য কোথাও রাজস্ব দিতে হবে না ৷ ইউইএফা ফ
ইউএফএ চ্যাম্পিয়নস লিগের জন্য প্রত্যেক ক্লাবকে যোগ্যতা অর্জন করতে হত ৷ কিন্তু এই সুপার লিগে 15 টি স্থান সীমাবদ্ধ ৷ এই 15 স্থানেই 15 টি দল খেলবে যারা এই লিগের জন্য বিনিয়োগ করবে ৷ এই লিগ ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন ফুটবলাররা ৷ এতে ক্ষতি হবে ফুটবলের বলে মনে করেন সমর্থকদের একাংশ ৷ এই লিগের বিরোধে সরব হন প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবাল থেকে ক্লাব গুলি ৷ টাকার কাছে ফুটবলকে বিক্রি করতে নারাজ হয়ে পড়েন ফুটবলের এক বড়ো অংশ ৷ নেট দুনিয়ায় ওঠে ঝড় ৷ টটেনহ্যামের ম্যানেজার মোরিনহো প্রতিবাদ করায় তাঁকে চাকরি হারাতে হয় ৷ ইউইএফএর তরফ থেকে ঘোষণা করা হয় যে সমস্ত খেলোয়াড়রা এই সুপার লিগ খেলবেন, তাঁরা ফিফার অনুষ্ঠিত অন্য কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না ৷ ইউইএফএ চ্যাম্পিয়নস লিগ, ফিফা আয়োজিত বিশ্বকাপ, ইউরো কাপ কোনও কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না সেই সমস্ত খেলোয়াড়রা ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত ধোনির মা-বাবা, ভরতি হাসপাতালে
এরপরই ধীরে ধীরে সুপার নাম লিগ থেকে নাম তুলতে থাকে ক্লাবগুলি ৷ দর্শকদের জন্যই যে ফুটবল, তা বোঝাতে পিছিয়ে আসতে থাকে দলগুলি ৷ এবার প্রিমিয়ার লিগের ছয় দল নিজেদের নাম তুলে নিল ৷ অন্যদিকে বার্সেলোনার তরফ থেকে টুইটে জানানো হয়েছে সদস্যদের ভোট করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে যে সুপার লিগে তারা অংশগ্রহণ করবে কি না ৷