ETV Bharat / sports

আই লিগে দেশীয় ফুটবলারদের নৈপুণ্যে আস্থা রাখছে সুদেভা এফসি - আই লিগে সুদেভা এফসি

দল গড়তে সুদেভা কর্তাদের লক্ষ্য, অ্যাকাডেমির প্রতিভাবান এবং অভিজ্ঞ ভারতীয় ফুটবলাররা । ক্লাবের প্রেসিডেন্ট নীরজ গুপ্তা বলেন, ‘‘প্রত্যেকেই জানি ভারতীয় ফুটবলাররা প্রাক মরশুমে কতটা কঠিন পরিশ্রম করছে । সেই কারণে আমরা দেশীয় ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়ে মাঠে নামব ।"

author img

By

Published : Aug 20, 2020, 10:05 PM IST

কলকাতা, 20 অগাস্ট : বিদেশি ফুটবলারের উপর নির্ভর করে নয়, দেশীয় ফুটবলারদের নৈপুণ্যে আস্থা রেখে আই লিগে বাজিমাত করতে চায় সুদেভা FC । প্রথমবার আই লিগে খেলার সবুজ সংকেত পেয়েছে এই ক্লাব ।

দল গড়তে সুদেভা কর্তাদের লক্ষ্য, অ্যাকাডেমির প্রতিভাবান এবং অভিজ্ঞ ভারতীয় ফুটবলাররা । ক্লাবের প্রেসিডেন্ট নীরজ গুপ্তা বলেন, ‘‘প্রত্যেকেই জানি ভারতীয় ফুটবলাররা প্রাক মরশুমে কতটা কঠিন পরিশ্রম করছে । সেই কারণে আমরা দেশীয় ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়ে মাঠে নামব । এমনকী কোনও বিদেশি কোচও নিয়োগ করব না ।’’

ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন দেশীয় ফুটবলারের উপস্থিতি সাজঘরের পরিবেশ স্বাস্থ্যকর থাকবে বলে মনে করছেন সুদেভা FC । সেক্ষেত্রে দলের জুনিয়র ফুটবলাররা সাজঘরে স্বাচ্ছন্দ্য বোধ করবে । মরশুমের প্রথম দিন থেকে একটা পরিবার হিসেবে দলকে গড়ে তোলাই সুদেভা কর্তাদের লক্ষ্য । প্রথমবার আই লিগে জায়গা করে নিয়ে ভালো পারফরম্যান্স পাখির চোখ দলের কর্তাদের । নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আই লিগের বল গড়াবে । ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি শুরু করেছে ।

কলকাতা, 20 অগাস্ট : বিদেশি ফুটবলারের উপর নির্ভর করে নয়, দেশীয় ফুটবলারদের নৈপুণ্যে আস্থা রেখে আই লিগে বাজিমাত করতে চায় সুদেভা FC । প্রথমবার আই লিগে খেলার সবুজ সংকেত পেয়েছে এই ক্লাব ।

দল গড়তে সুদেভা কর্তাদের লক্ষ্য, অ্যাকাডেমির প্রতিভাবান এবং অভিজ্ঞ ভারতীয় ফুটবলাররা । ক্লাবের প্রেসিডেন্ট নীরজ গুপ্তা বলেন, ‘‘প্রত্যেকেই জানি ভারতীয় ফুটবলাররা প্রাক মরশুমে কতটা কঠিন পরিশ্রম করছে । সেই কারণে আমরা দেশীয় ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়ে মাঠে নামব । এমনকী কোনও বিদেশি কোচও নিয়োগ করব না ।’’

ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন দেশীয় ফুটবলারের উপস্থিতি সাজঘরের পরিবেশ স্বাস্থ্যকর থাকবে বলে মনে করছেন সুদেভা FC । সেক্ষেত্রে দলের জুনিয়র ফুটবলাররা সাজঘরে স্বাচ্ছন্দ্য বোধ করবে । মরশুমের প্রথম দিন থেকে একটা পরিবার হিসেবে দলকে গড়ে তোলাই সুদেভা কর্তাদের লক্ষ্য । প্রথমবার আই লিগে জায়গা করে নিয়ে ভালো পারফরম্যান্স পাখির চোখ দলের কর্তাদের । নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আই লিগের বল গড়াবে । ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.