ETV Bharat / sports

আইএফএ-তে বিক্ষোভ, সচিব-প্রেসিডেন্ট তরজা মেটাতে আসরে ক্রীড়ামন্ত্রী

author img

By

Published : Dec 28, 2020, 10:23 PM IST

জয়দীপ মুখোপাধ্যায়ের পদত্যাগের রেশ ধরে আইএফএর তিন ভাইস প্রেসিডেন্ট পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়, তনুময় বসু এবং শ্যামল মিত্রও পদত্যাগ করেছেন । শোনা যাচ্ছে, আইএফএ গভর্নিং বডিতে জেলা প্রতিনিধিরাও একই পথে হাঁটতে চলেছেন ।

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়
আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়

কলকাতা, 28 ডিসেম্বর : পদত্যাগ করতে চলা সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের সমর্থনে আইএফএতে বিক্ষোভ দেখালেন মহমেডান স্পোর্টিংয়ের একদল সমর্থক । তাঁদের দাবি, কলকাতা তথা বাংলার ফুটবলের স্বার্থে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার সচিবের পদে জয়দীপ মুখোপাধ্যায়কে দরকার ৷ যাদের জন্য বা যার জন্য এই সমস্যা প্রয়োজনে তাঁকে চলে যেতে হবে । তিন প্রধানের একটি ক্লাবের সমর্থকদের এই দাবি এককথায় নজির বিহীন ।

শুধু এখানেই শেষ নয়, জয়দীপ মুখোপাধ্যায়ের পদত্যাগের রেশ ধরে আইএফএর তিন ভাইস প্রেসিডেন্ট পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়, তনুময় বসু এবং শ্যামল মিত্রও পদত্যাগ করেছেন । শোনা যাচ্ছে, আইএফএ গভর্নিং বডিতে জেলা প্রতিনিধিরাও একই পথে হাঁটতে চলেছেন । ফলে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার প্রশাসনিক স্তরে সচিব এবং প্রেসিডেন্টের মতানৈক্য ঘিরে অচলাবস্থা সৃষ্টি হতে চলেছে । 9 জানুয়ারি থেকে আই লিগের মূলপর্ব শুরু হতে চলেছে । জয়দীপ মুখোপাধ্যায় যদিও বলেছেন তিনি আই লিগ শেষ হলে সরে যাবেন । সরাসরি না বললেও আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ তাঁর স্বাধীন কাজের অন্তরায় । যা তাঁকে দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে সরে দাঁড়াতে বাধ্য করছে ।

কন্যাশ্রী কাপে এসসি ইস্টবেঙ্গলকে অবৈধভাবে ফুটবল খেলানোয় যাবতীয় গন্ডগোলের সূত্রপাত । আইএফএ প্রেসিডেন্ট নিজে ইস্টবেঙ্গলের হয়ে সওয়াল করেছিলেন । নিয়মবিরুদ্ধভাবে মহিলা ফুটবলের সেমিফাইনালে পুলিশ এসির বিরুদ্ধে তিনজন আন্তঃরাজ্য ফুটবলার খেলিয়েছিল লাল হলুদ । সেই ম্যাচে সেমিফাইনালে পুলিশ এসিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল । কিন্তু খেলা শেষ হওয়ার পরে পুলিশ এসসি প্রতিবাদ করে । বিষয়টি আইএফএর টেবিলে এলে সমস্যা সামনে আসে ।

দেখা যায় মীনা খাতুন, গতবছর মুম্বইয়ের হয়ে খেলা ফুটবলারটি আন্তঃরাজ্য ছাড়পত্র নিয়ে এসে ইস্টবেঙ্গলের পক্ষে সই করেছেন । ইস্টবেঙ্গল আবার তাঁর নাম মীনা বেগম করে স্থানীয় ফুটবলার হিসেবে সই করিয়েছে । কিন্তু সিআরএস সিস্টেমে নাম রয়েছে মীনা খাতুনের । আশ্চর্যের বিষয় হল ইস্টবেঙ্গলের প্লেয়ার্স কার্ডে সই নেই আইএফএ সচিবের । সেখানে তাঁর পরিবর্তে সই আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়ের ।

আরও পড়ুন :-বর্ষসেরা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি

আইএফএর বৈঠকে বিষয়টিতে জালিয়াতি হয়েছে বলে মেনে নেন সকলে । কিন্তু আইএফএ প্রেসিডেন্ট তা মানতে চাননি । সেখানে তিনি ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সদস্যের মতো ভূমিকা পালন করেন । যা আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় মানতে পারেননি । তারপরেই মতবিরোধ এবং পদত্যাগ ।

সোমবার এই তরজা মেটাতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ প্রেসিডেন্ট এবং সচিবকে নিয়ে আলোচনায় বসেছিলেন । প্রেসিডেন্ট যেহেতু মুখ্যমন্ত্রীর দাদা তাই বিতর্কের গন্ধ রয়েছে । তাই মিটিয়ে ফেলার বাড়তি উদ্যোগ রয়েছে । কিন্তু মন্ত্রী একটি জরুরি কাজে বেরিয়ে যাওয়ায় মিটিং সম্পূর্ণ হয়নি । ফলে ময়দানের রাজনৈতিক অঙ্কের হিসেব নিকেশ চলছে । পাশাপাশি নতুন সমীকরণের জন্ম হচ্ছে ।

কলকাতা, 28 ডিসেম্বর : পদত্যাগ করতে চলা সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের সমর্থনে আইএফএতে বিক্ষোভ দেখালেন মহমেডান স্পোর্টিংয়ের একদল সমর্থক । তাঁদের দাবি, কলকাতা তথা বাংলার ফুটবলের স্বার্থে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার সচিবের পদে জয়দীপ মুখোপাধ্যায়কে দরকার ৷ যাদের জন্য বা যার জন্য এই সমস্যা প্রয়োজনে তাঁকে চলে যেতে হবে । তিন প্রধানের একটি ক্লাবের সমর্থকদের এই দাবি এককথায় নজির বিহীন ।

শুধু এখানেই শেষ নয়, জয়দীপ মুখোপাধ্যায়ের পদত্যাগের রেশ ধরে আইএফএর তিন ভাইস প্রেসিডেন্ট পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়, তনুময় বসু এবং শ্যামল মিত্রও পদত্যাগ করেছেন । শোনা যাচ্ছে, আইএফএ গভর্নিং বডিতে জেলা প্রতিনিধিরাও একই পথে হাঁটতে চলেছেন । ফলে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার প্রশাসনিক স্তরে সচিব এবং প্রেসিডেন্টের মতানৈক্য ঘিরে অচলাবস্থা সৃষ্টি হতে চলেছে । 9 জানুয়ারি থেকে আই লিগের মূলপর্ব শুরু হতে চলেছে । জয়দীপ মুখোপাধ্যায় যদিও বলেছেন তিনি আই লিগ শেষ হলে সরে যাবেন । সরাসরি না বললেও আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ তাঁর স্বাধীন কাজের অন্তরায় । যা তাঁকে দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে সরে দাঁড়াতে বাধ্য করছে ।

কন্যাশ্রী কাপে এসসি ইস্টবেঙ্গলকে অবৈধভাবে ফুটবল খেলানোয় যাবতীয় গন্ডগোলের সূত্রপাত । আইএফএ প্রেসিডেন্ট নিজে ইস্টবেঙ্গলের হয়ে সওয়াল করেছিলেন । নিয়মবিরুদ্ধভাবে মহিলা ফুটবলের সেমিফাইনালে পুলিশ এসির বিরুদ্ধে তিনজন আন্তঃরাজ্য ফুটবলার খেলিয়েছিল লাল হলুদ । সেই ম্যাচে সেমিফাইনালে পুলিশ এসিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল । কিন্তু খেলা শেষ হওয়ার পরে পুলিশ এসসি প্রতিবাদ করে । বিষয়টি আইএফএর টেবিলে এলে সমস্যা সামনে আসে ।

দেখা যায় মীনা খাতুন, গতবছর মুম্বইয়ের হয়ে খেলা ফুটবলারটি আন্তঃরাজ্য ছাড়পত্র নিয়ে এসে ইস্টবেঙ্গলের পক্ষে সই করেছেন । ইস্টবেঙ্গল আবার তাঁর নাম মীনা বেগম করে স্থানীয় ফুটবলার হিসেবে সই করিয়েছে । কিন্তু সিআরএস সিস্টেমে নাম রয়েছে মীনা খাতুনের । আশ্চর্যের বিষয় হল ইস্টবেঙ্গলের প্লেয়ার্স কার্ডে সই নেই আইএফএ সচিবের । সেখানে তাঁর পরিবর্তে সই আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়ের ।

আরও পড়ুন :-বর্ষসেরা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি

আইএফএর বৈঠকে বিষয়টিতে জালিয়াতি হয়েছে বলে মেনে নেন সকলে । কিন্তু আইএফএ প্রেসিডেন্ট তা মানতে চাননি । সেখানে তিনি ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সদস্যের মতো ভূমিকা পালন করেন । যা আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় মানতে পারেননি । তারপরেই মতবিরোধ এবং পদত্যাগ ।

সোমবার এই তরজা মেটাতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ প্রেসিডেন্ট এবং সচিবকে নিয়ে আলোচনায় বসেছিলেন । প্রেসিডেন্ট যেহেতু মুখ্যমন্ত্রীর দাদা তাই বিতর্কের গন্ধ রয়েছে । তাই মিটিয়ে ফেলার বাড়তি উদ্যোগ রয়েছে । কিন্তু মন্ত্রী একটি জরুরি কাজে বেরিয়ে যাওয়ায় মিটিং সম্পূর্ণ হয়নি । ফলে ময়দানের রাজনৈতিক অঙ্কের হিসেব নিকেশ চলছে । পাশাপাশি নতুন সমীকরণের জন্ম হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.