সেভিলা (স্পেন), 15 জুন : নিজেদের গোল স্কোরিং বুটগুলি বোধহয় ঘরেই রেখে এসেছিলেন লুই এনরিকের ছেলেরা ৷ তা না হলে এত সুযোগ তৈরি করেও গোল হয় না? ইউরো কাপ 2020-র(EURO 2020) স্পেন বনাম সুইডেন ম্যাচ গোল শূন্যভাবে শেষ হল ঠিকই ৷ তবে স্কোর বোর্ড সবসময় সঠিক খেলা প্রতিফলিত করে না ৷ তার প্রমাণ আরও একবার পাওয়া গেল ৷ পাশের ফুলঝুড়ি আর সুযোগের বন্যা সত্ত্বেও সুইডিশ ডিফেন্সের কাছে কার্যত বন্দি হয়ে গেল লা-রোজারা ৷
লুই এনরিকের দলে ছিল একাধিক চমক ৷ প্রথম একাদশে জায়গা পাননি জেরার্ড মোনেরো ও জোসে গায়া ৷ অন্যদিকে, স্প্যানিশ হেড স্যার খেলালেন অ্যালভারো মোরাতাকে ৷ জড়ি অ্যালবা খেললেন লেফ্ট ব্যাক হিসেবে ৷ একই সঙ্গে প্রথম একাদশে সুযোগ পেলেন 18 বছরের পেড্রি ৷ মিডফিল্ডে খেললেন রড্রি ও কোকের সঙ্গে ৷
প্রথম থেকেই প্রেসিং ফুটবলে বিপক্ষকে চাপে রাখার কাজ শুরু করে স্প্যানিশ আর্মাডা ৷ প্রথম সুবর্ণ সুযোগ আসে ম্যাচের 15 মিনিটে ৷ কোকের বাঁক খায়ানো ক্রস থেকে হেড করেন ড্যানি অল্মো ৷ যদিও তা আটকে দেন সুইডিশ গোলরক্ষক রবিন অলসেন ৷ এরপরও পরপর দুটি সুযোগ পায় স্পেন ৷ কোকে শট টার্গেটে রাখতে ব্যর্থ হন ৷ অন্যদিকে, মোরাতা সুইডিশ ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে বেরিয়ে গেলেও গোল করতে ব্যর্থ হন ৷
খুব অল্প সময়ই আক্রমণে এসেছে সুইডেন ৷ এমনই প্রথমার্ধের শেষ হওয়ার কিছু আগে অ্যালেক্সজান্ডার আইজ্যাক স্প্যানিশ ডিফেন্স ভেদ করলেও গোলরক্ষক ইউনাই সিমোনের হাতে বল মারেন ৷ সুইডেন সেভাবে দাগ কাটতে না পারলেও, আইজ্যাক যখনই বল পেয়েছেন, তখনই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে স্প্যানিশ ডিফেন্স ৷
আরও পড়ুন : India vs Afghanistan : আফগানদের বিরুদ্ধে দ্রুত গোল পেতে চায় সুনীলরা
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন লুই এনরিক ৷ তবে কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থ হন তাঁরা ৷ বিবর্ণ মোরাতার পরিবর্তে নামানো হয় পাবলো সারাবিয়াকে, রড্রির পরিবর্তে নামেন থিয়াগো ৷