কলকাতা, 7 মে : করোনা যুদ্ধে সামিল কলকাতার দুটি ফুটবল ক্লাব ৷ গোটা দেশে যখন করোনা টিকার অভাব দেখা দিয়েছে ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা লিগের দুটি ক্লাব সাদার্ন সমিতি এবং কালীঘাট মিলন সংঘ ৷ বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছে দুটি ক্লাব ৷ তাদের এই উদ্যোগে সামিল হয়েছে আইএফএ-ও ৷
সাদার্ন সমিতি, কালীঘাট মিলন সংঘ এবং আইএফএয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই টিকাকরণ কর্মসূচি ৷ এই বিষয়ে সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল বলেন, "আমাদর ক্লাব অফিসের কাছে একটি ক্লিনিক রয়েছে ৷ রোজ সেখানে লাইন লেগে থাকে ৷ যাঁরা আসেন তাঁদের অধিকাংশই গরিব পরিবারের ৷ ওঁদের হয়তো ভ্যাকসিন কেনার মতো ক্ষমতা নেই ৷ ওঁদের দেখে বিনামূল্যে এই টিকাকরণ কর্মসূচি শুরু করার কথা চিন্তা করি ৷"
আরও পড়ুন : কোভিড মোকাবিলায় বিরুষ্কার দান 2 কোটি
প্রাথমিকভাবে গরিব মানুষের পাশাপাশি ফুটবলের সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যাঁরা জড়িত, তাঁদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে ক্লাবগুলি ৷ সৌরভবাবু বলেন, "ফুটবলের সঙ্গে জড়িত 45 বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন, যেমন রেফারি, ক্লাব কর্তা এবং অন্যান্য স্টাফদের ভ্যাকসিন দেওয়ার কথা ভেবেছি ৷ প্রাথমিকভাবে 300 থেকে 400 জন মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার ইচ্ছে রয়েছে ৷"
সাদার্ন সমিতির সচিব আরও বলেন, "আমরা কালীঘাট মিলন সংঘ এবং আইএফএকে এই টিকাকরণ কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম ৷ প্রয়োজনের সময় তারা এগিয়ে আসায় অনেক ধন্যবাদ ৷"