কলকাতা, 16 নভেম্বর : ইস্টবেঙ্গলের সৌমিত্র স্মরণ। চব্বিশ ঘণ্টা আগে প্রবাদপ্রতিম অভিনেতা পরলোকগমন করেছেন। রবীন্দ্রসদনে তাঁর মরদেহে লাল হলুদ পতাকা চড়িয়ে শেষশ্রদ্ধা জানিয়ে ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গল ক্লাব এবং লাল হলুদ জার্সি নিয়ে তাঁর সুপ্ত গৌরব ছিল। সোমবার ক্লাব সরকারি ভাবে সৌমিত্র স্মরণ করল। ক্লাব প্রাঙ্গণে পতাকা অর্ধনমিত রাখা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করা হয়।
ক্লাব সচিব কল্যাণ মজুমদার বলেছেন, "সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু একটি নাম নয়, বাংলা চলচিত্র এবং সাংস্কৃতিক জগতের ধ্রুবতারা । সত্যজিৎ রায়ের অপু হয়ে পথ চলা শুরু করে, ফেলুদার মগজাস্ত্র ব্যবহার করে, ক্ষিদ্দদার লড়াই এবং ময়ুরবাহনের মধ্যে বাঙালি খোঁজ পেয়েছে তাদের প্রাণের মুখ সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রবীন্দ্রনাথ তাঁর অনুপ্রেরণা আর মানুষের উৎসাহ ছিল তাঁর ছায়াসঙ্গী।"
ক্লাবের নিরানব্বইতম জন্মদিনে প্রধান অতিথি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেখানেই নিজের লাল হলুদ জার্সি নিয়ে চাপা আকর্ষণের কথা প্রকাশ করেছিলেন। বন্ধু প্রদীপ ব্যানার্জির ইস্টবেঙ্গল কোচ হিসেবে সাফল্য তাঁকে যে আনন্দ দিত, তা সেদিন তিনি সবার সামনে বলেন । সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতার সঙ্গে ক্লাবের তারকা এই সদস্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য ইস্টবেঙ্গলের।