ভাস্কো, 28 ডিসেম্বর : হেড কোচ মানোলো দিয়াজের সঙ্গে অবশেষে সম্পর্ক ছিন্ন করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal part ways with head coach Manolo Diaz) ৷ চলতি আইএসএলে ধারাবাহিক ব্যর্থতার জেরে অনেকদিন আগে থেকেই টালমাটাল ছিল স্প্যানিশ কোচের ৷ মঙ্গলবার রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলার প্রাক্তনীর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল লাল-হলুদ ৷ অস্থায়ী ভাবে কোচের দায়িত্বে থাকছেন রেনেডি সিং ৷
নেটমাধ্যমে সমর্থকদের চাপের মুখে পড়েছিলেন দিয়াজ । চাপে ছিলেন শ্রী সিমেন্ট কর্তারাও । তবে শুধু ধারাবাহিকভাবে দলের খারাপ খেলা নয় । তাঁর দল নির্বাচন, বিদেশী ফুটবলারদের মান নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে । দিনের পর দিন ব্যর্থ হওয়া রাজু গায়কোয়াড়কে নিয়মিত খেলিয়ে গিয়েছেন দিয়াজ । বারবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ‘‘রাজুর জায়গায় খেলার মত ফুটবলার লাল-হলুদে নেই ।’’ অথচ দিনের পর দিন বাইরে বসে থেকেছেন আদিল খান ।
দিয়াজের আনা বিদেশীরাও সে ভাবে দাগ কাটতে পারেননি । চিমা চুকু গোল চেনেন না । আমির দেরভিসেভিচকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে । টামিস্লাভ মার্সেলা বা ফ্রাঞ্জো পেরজে রক্ষণে ভরসা দিতে পারেননি । ড্যারেন সিডোয়েলের অবস্থাও একই রকম । আট ম্যাচে মোট আঠেরোটা গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল । অনেক ম্যাচেই প্রথমে গোল করে এগিয়ে গেলেও তিন পয়েন্ট মাঠেই ফেলে আসতে হয়েছে দিয়াজের ছেলেদের । সেই কারণে এই পদত্যাগ কিছুটা প্রত্যাশিতই ছিল । দিয়াজের সঙ্গেই পদত্যাগ করেছেন সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়াও ৷ ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, অস্থায়ী কোচ হিসেবে দলের দায়িত্ব নেবেন রেনেডি সিং ৷
আরও পড়ুন : সুযোগ মিলছে না প্রথম দলে, সবুজ-মেরুন ছাড়তে পারেন উইলিয়ামস
-
𝐂𝐥𝐮𝐛 𝐬𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭
— SC East Bengal (@sc_eastbengal) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
SC East Bengal confirms that Jose Manuel Diaz and his deputy Angel Puebla Garcia have mutually agreed to part ways due to personal reasons.
Former India captain and our assistant coach Renedy Singh has taken over charge as interim head coach. pic.twitter.com/umt5MrJSDt
">𝐂𝐥𝐮𝐛 𝐬𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭
— SC East Bengal (@sc_eastbengal) December 28, 2021
SC East Bengal confirms that Jose Manuel Diaz and his deputy Angel Puebla Garcia have mutually agreed to part ways due to personal reasons.
Former India captain and our assistant coach Renedy Singh has taken over charge as interim head coach. pic.twitter.com/umt5MrJSDt𝐂𝐥𝐮𝐛 𝐬𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭
— SC East Bengal (@sc_eastbengal) December 28, 2021
SC East Bengal confirms that Jose Manuel Diaz and his deputy Angel Puebla Garcia have mutually agreed to part ways due to personal reasons.
Former India captain and our assistant coach Renedy Singh has taken over charge as interim head coach. pic.twitter.com/umt5MrJSDt
দিয়াজের জায়গায় এবার কে আসবেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা । অনেকেই ভেবেছিলেন এলকো সাতোরিকে কোচ করতে পারে এসসি ইস্টবেঙ্গল । তবে এখন নাম উঠে আসছে ইস্টবেঙ্গলেরই এক প্রাক্তনীর । মারিও রিভেরা । শেষবার আইলিগে খাদের কিনারা থেকে লাল-হলুদকে তুলে দ্বিতীয় করেন তিনি ।