ETV Bharat / sports

Manolo Diaz Resigns : মানোলো দিয়াজের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের, অস্থায়ী দায়িত্বে রেনেডি

হেড কোচ মানোলো দিয়াজের সঙ্গে অবশেষে সম্পর্ক ছিন্ন করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal part ways with head coach Manolo Diaz) ৷ চলতি আইএসএলে ধারাবাহিক ব্যর্থতার জেরে অনেকদিন আগে থেকেই টালমাটাল ছিল স্প্যানিশ কোচের ৷ মঙ্গলবার রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলার প্রাক্তনীর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল লাল-হলুদ ৷

Manolo Diaz Resigns
মানোলো দিয়াজের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের
author img

By

Published : Dec 28, 2021, 2:31 PM IST

Updated : Dec 28, 2021, 5:39 PM IST

ভাস্কো, 28 ডিসেম্বর : হেড কোচ মানোলো দিয়াজের সঙ্গে অবশেষে সম্পর্ক ছিন্ন করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal part ways with head coach Manolo Diaz) ৷ চলতি আইএসএলে ধারাবাহিক ব্যর্থতার জেরে অনেকদিন আগে থেকেই টালমাটাল ছিল স্প্যানিশ কোচের ৷ মঙ্গলবার রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলার প্রাক্তনীর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল লাল-হলুদ ৷ অস্থায়ী ভাবে কোচের দায়িত্বে থাকছেন রেনেডি সিং ৷

নেটমাধ্যমে সমর্থকদের চাপের মুখে পড়েছিলেন দিয়াজ । চাপে ছিলেন শ্রী সিমেন্ট কর্তারাও । তবে শুধু ধারাবাহিকভাবে দলের খারাপ খেলা নয় । তাঁর দল নির্বাচন, বিদেশী ফুটবলারদের মান নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে । দিনের পর দিন ব্যর্থ হওয়া রাজু গায়কোয়াড়কে নিয়মিত খেলিয়ে গিয়েছেন দিয়াজ । বারবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ‘‘রাজুর জায়গায় খেলার মত ফুটবলার লাল-হলুদে নেই ।’’ অথচ দিনের পর দিন বাইরে বসে থেকেছেন আদিল খান ।

দিয়াজের আনা বিদেশীরাও সে ভাবে দাগ কাটতে পারেননি । চিমা চুকু গোল চেনেন না । আমির দেরভিসেভিচকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে । টামিস্লাভ মার্সেলা বা ফ্রাঞ্জো পেরজে রক্ষণে ভরসা দিতে পারেননি । ড্যারেন সিডোয়েলের অবস্থাও একই রকম । আট ম্যাচে মোট আঠেরোটা গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল । অনেক ম্যাচেই প্রথমে গোল করে এগিয়ে গেলেও তিন পয়েন্ট মাঠেই ফেলে আসতে হয়েছে দিয়াজের ছেলেদের । সেই কারণে এই পদত্যাগ কিছুটা প্রত্যাশিতই ছিল । দিয়াজের সঙ্গেই পদত্যাগ করেছেন সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়াও ৷ ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, অস্থায়ী কোচ হিসেবে দলের দায়িত্ব নেবেন রেনেডি সিং ৷

আরও পড়ুন : সুযোগ মিলছে না প্রথম দলে, সবুজ-মেরুন ছাড়তে পারেন উইলিয়ামস

দিয়াজের জায়গায় এবার কে আসবেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা । অনেকেই ভেবেছিলেন এলকো সাতোরিকে কোচ করতে পারে এসসি ইস্টবেঙ্গল । তবে এখন নাম উঠে আসছে ইস্টবেঙ্গলেরই এক প্রাক্তনীর । মারিও রিভেরা । শেষবার আইলিগে খাদের কিনারা থেকে লাল-হলুদকে তুলে দ্বিতীয় করেন তিনি ।

ভাস্কো, 28 ডিসেম্বর : হেড কোচ মানোলো দিয়াজের সঙ্গে অবশেষে সম্পর্ক ছিন্ন করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal part ways with head coach Manolo Diaz) ৷ চলতি আইএসএলে ধারাবাহিক ব্যর্থতার জেরে অনেকদিন আগে থেকেই টালমাটাল ছিল স্প্যানিশ কোচের ৷ মঙ্গলবার রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলার প্রাক্তনীর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল লাল-হলুদ ৷ অস্থায়ী ভাবে কোচের দায়িত্বে থাকছেন রেনেডি সিং ৷

নেটমাধ্যমে সমর্থকদের চাপের মুখে পড়েছিলেন দিয়াজ । চাপে ছিলেন শ্রী সিমেন্ট কর্তারাও । তবে শুধু ধারাবাহিকভাবে দলের খারাপ খেলা নয় । তাঁর দল নির্বাচন, বিদেশী ফুটবলারদের মান নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে । দিনের পর দিন ব্যর্থ হওয়া রাজু গায়কোয়াড়কে নিয়মিত খেলিয়ে গিয়েছেন দিয়াজ । বারবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ‘‘রাজুর জায়গায় খেলার মত ফুটবলার লাল-হলুদে নেই ।’’ অথচ দিনের পর দিন বাইরে বসে থেকেছেন আদিল খান ।

দিয়াজের আনা বিদেশীরাও সে ভাবে দাগ কাটতে পারেননি । চিমা চুকু গোল চেনেন না । আমির দেরভিসেভিচকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে । টামিস্লাভ মার্সেলা বা ফ্রাঞ্জো পেরজে রক্ষণে ভরসা দিতে পারেননি । ড্যারেন সিডোয়েলের অবস্থাও একই রকম । আট ম্যাচে মোট আঠেরোটা গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল । অনেক ম্যাচেই প্রথমে গোল করে এগিয়ে গেলেও তিন পয়েন্ট মাঠেই ফেলে আসতে হয়েছে দিয়াজের ছেলেদের । সেই কারণে এই পদত্যাগ কিছুটা প্রত্যাশিতই ছিল । দিয়াজের সঙ্গেই পদত্যাগ করেছেন সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়াও ৷ ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, অস্থায়ী কোচ হিসেবে দলের দায়িত্ব নেবেন রেনেডি সিং ৷

আরও পড়ুন : সুযোগ মিলছে না প্রথম দলে, সবুজ-মেরুন ছাড়তে পারেন উইলিয়ামস

দিয়াজের জায়গায় এবার কে আসবেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা । অনেকেই ভেবেছিলেন এলকো সাতোরিকে কোচ করতে পারে এসসি ইস্টবেঙ্গল । তবে এখন নাম উঠে আসছে ইস্টবেঙ্গলেরই এক প্রাক্তনীর । মারিও রিভেরা । শেষবার আইলিগে খাদের কিনারা থেকে লাল-হলুদকে তুলে দ্বিতীয় করেন তিনি ।

Last Updated : Dec 28, 2021, 5:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.