ETV Bharat / sports

হায়দরাবাদের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম গোলের খোঁজে এসসি ইস্টবেঙ্গল - SC East Bengal looking for the first goal of the tournament

প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি সম্পর্কে সমীহের সুর লাল হলুদ কোচের গলায় । অ্যারিড্রেন স্যানটানা দলের অন্যতম সেরা গোল স্কোরার । সুব্রত পালের মতো দক্ষ গোলরক্ষক শুধু লাস্ট লাইন অব ডিফেন্স নয়, পুরো দলের কাছে অনুপ্রেরণা ।

রবি ফাওলার
রবি ফাওলার
author img

By

Published : Dec 14, 2020, 9:17 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : জামশেদপুর এফসির বিরুদ্ধে লড়াকু ড্র থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে চায় এসসি ইস্টবেঙ্গল । মঙ্গলবার পাঁচ নম্বর ম্যাচে রবি ফাওলারের দলের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । শেষ ম্যাচে নিজামের শহরের দলটি দাপুটে পারফরম্যান্স মেলে ধরে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেছে ।

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ড্র তাঁদের ছয় নম্বরে তুলে নিয়ে এসেছে । ফলে মানসিকভাবে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে লাল হলুদ হেডস্যার রবি ফাওলার বলছেন,"শেষ ম্যাচে প্রমাণ করেছি যে কোনও দলের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের রয়েছে । কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ার ক্ষমতা রয়েছে সেটাও আমরা দেখিয়েছি । প্রতিটি ম্যাচে আমরা সুযোগ তৈরি করেও গোল করতে পারিনি । এবার গোল করা আমাদের পাখির চোখ । একই সঙ্গে নিয়মিত জয় তুলে নেওয়া অভ্যাস করতে চাই ।"

প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি সম্পর্কে সমীহের সুর লাল হলুদ কোচের গলায় । অ্যারিড্রেন স্যানটানা দলের অন্যতম সেরা গোল স্কোরার । সুব্রত পালের মতো দক্ষ গোলরক্ষক শুধু লাস্ট লাইন অফ ডিফেন্স নয়, পুরো দলের কাছে অনুপ্রেরণা । আকাশ মিশ্র, হোলিচরণ নার্জারি, লিস্টন কোলাসোরা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন ৷ পিছিয়ে পড়েও পয়েন্ট কেড়ে নিয়েছেন । লড়াকু প্রতিপক্ষ সম্পর্কে ফাওলার বলছেন,"হায়দরাবাদ ইতিমধ্যে কিছুটা হলেও ফল পেয়েছে । কিন্তু এবার তাদের কাছে সম্পূর্ণ নতুন ম্যাচ । দল ধীরে ধীরে ফিট হয়ে উঠেছে । কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি । লিগে লম্বা দৌড় । এখানে যেকোনও দল যেকোনও দিন যেকোনও প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে ।"

দলের পারফরম্যান্স উন্নত হওয়া ইস্টবেঙ্গলের কাছে আশার আলো । একই সঙ্গে চোট আঘাত সমস্যা লাল হলুদ শিবিরের বড় সমস্যা । ড্যানিয়েল ফক্সের মাঠে ফিরতে সময় লাগবে । অ্যারন হ্যালোওয়ে অনুশীলনে নামলেও ম্যাচ ফিট হয়েছেন কি না তা বড় প্রশ্ন । এর পাশাপাশি গোলরক্ষক শংকর রায় চোট পেয়ে শেষ ম্যাচে বেরিয়ে গিয়েছিলেন । ফাওলার বলছেন, যেকোনও ফুটবলারের দলে সুযোগ পাওয়ার বিষয়টি তিনি কতটা ফিট তার ওপর নির্ভর করবে । রেফারিং নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে ইস্টবেঙ্গল । পাশাপাশি বলবন্ত সিং,জেজে, সি কে বিনীথ গোলের রাস্তা খুঁজে পাবেন । দলের তিন ভারতীয় স্ট্রাইকার কে নিয়ে ইতিমধ্যে অতিরিক্ত সময় অনুশীলনে ব্যয় করেছেন ফাওলার । এখন দেখার পয়েন্টের খাতা খোলার পরে ইস্টবেঙ্গল গোলের রাস্তা খুলতে পারে কি না ।

কলকাতা, 14 ডিসেম্বর : জামশেদপুর এফসির বিরুদ্ধে লড়াকু ড্র থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে চায় এসসি ইস্টবেঙ্গল । মঙ্গলবার পাঁচ নম্বর ম্যাচে রবি ফাওলারের দলের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । শেষ ম্যাচে নিজামের শহরের দলটি দাপুটে পারফরম্যান্স মেলে ধরে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেছে ।

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ড্র তাঁদের ছয় নম্বরে তুলে নিয়ে এসেছে । ফলে মানসিকভাবে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে লাল হলুদ হেডস্যার রবি ফাওলার বলছেন,"শেষ ম্যাচে প্রমাণ করেছি যে কোনও দলের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের রয়েছে । কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ার ক্ষমতা রয়েছে সেটাও আমরা দেখিয়েছি । প্রতিটি ম্যাচে আমরা সুযোগ তৈরি করেও গোল করতে পারিনি । এবার গোল করা আমাদের পাখির চোখ । একই সঙ্গে নিয়মিত জয় তুলে নেওয়া অভ্যাস করতে চাই ।"

প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি সম্পর্কে সমীহের সুর লাল হলুদ কোচের গলায় । অ্যারিড্রেন স্যানটানা দলের অন্যতম সেরা গোল স্কোরার । সুব্রত পালের মতো দক্ষ গোলরক্ষক শুধু লাস্ট লাইন অফ ডিফেন্স নয়, পুরো দলের কাছে অনুপ্রেরণা । আকাশ মিশ্র, হোলিচরণ নার্জারি, লিস্টন কোলাসোরা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন ৷ পিছিয়ে পড়েও পয়েন্ট কেড়ে নিয়েছেন । লড়াকু প্রতিপক্ষ সম্পর্কে ফাওলার বলছেন,"হায়দরাবাদ ইতিমধ্যে কিছুটা হলেও ফল পেয়েছে । কিন্তু এবার তাদের কাছে সম্পূর্ণ নতুন ম্যাচ । দল ধীরে ধীরে ফিট হয়ে উঠেছে । কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি । লিগে লম্বা দৌড় । এখানে যেকোনও দল যেকোনও দিন যেকোনও প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে ।"

দলের পারফরম্যান্স উন্নত হওয়া ইস্টবেঙ্গলের কাছে আশার আলো । একই সঙ্গে চোট আঘাত সমস্যা লাল হলুদ শিবিরের বড় সমস্যা । ড্যানিয়েল ফক্সের মাঠে ফিরতে সময় লাগবে । অ্যারন হ্যালোওয়ে অনুশীলনে নামলেও ম্যাচ ফিট হয়েছেন কি না তা বড় প্রশ্ন । এর পাশাপাশি গোলরক্ষক শংকর রায় চোট পেয়ে শেষ ম্যাচে বেরিয়ে গিয়েছিলেন । ফাওলার বলছেন, যেকোনও ফুটবলারের দলে সুযোগ পাওয়ার বিষয়টি তিনি কতটা ফিট তার ওপর নির্ভর করবে । রেফারিং নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে ইস্টবেঙ্গল । পাশাপাশি বলবন্ত সিং,জেজে, সি কে বিনীথ গোলের রাস্তা খুঁজে পাবেন । দলের তিন ভারতীয় স্ট্রাইকার কে নিয়ে ইতিমধ্যে অতিরিক্ত সময় অনুশীলনে ব্যয় করেছেন ফাওলার । এখন দেখার পয়েন্টের খাতা খোলার পরে ইস্টবেঙ্গল গোলের রাস্তা খুলতে পারে কি না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.