ETV Bharat / sports

আরও পরিশ্রম করতে চান, জানালেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ - দেবজিৎ মজুমদার

আইএসএল শেষে শহরে ফিরেছেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদার ৷ আইএসএলে রবি ফাওলারের কোচিংয়ে খেলার অনুভূতি থেকে ভারতীয় দলে সুযোগ না পাওয়া ৷ সব নিয়েই কথা বললেন ইটিভি ভারতের সঙ্গে ৷

sc-east-bengal-goalkeeper-debjit-majumder-on-his-perfornmance-in-isl
আরও পরিশ্রম করতে চান, জানালেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ
author img

By

Published : Mar 10, 2021, 4:39 PM IST

কলকাতা, 10 মার্চ : সুব্রত পাল এসসি ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেওয়ার পর আর দলে সুযোগ পাননি দেবজিৎ মজুমদার ৷ কিন্তু, তাঁর আগে দলের হয়ে প্রায় সব ম্যাচেই ভরসা জুগিয়েছেন দেবজিৎ মজুমদার ৷ তবে, শেষের দিকে সুযোগ না পাওয়া নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করতে নারাজ তিনি ৷ জানালেন, যে কটা ম্যাচে সুযোগ পেয়েছেন, নিজের সেরাটা দিয়েছেন ৷ তবে, দল সেমি ফাইনালে উঠতে পারেনি বলে আক্ষেপের সুর দেবজিৎ মজুমদারের গলায় ৷

আরও পরিশ্রম করতে চান, জানালেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ

রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গল লক্ষ্য পূরণে ব্যর্থ । তবে কয়েকজন ফুটবলার তাদের ব্যক্তিগত স্তরে সফল । সেই তালিকায় অবশ্যই প্রথম নাম গোলরক্ষক দেবজিৎ মজুমদারের । চলতি আইএসএল ছিল তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ। প্রথম ম্যাচ থেকে লাল হলুদের তেকাঠির তলায় নির্ভরতা দিয়েছিলেন দেবজিৎ। তবে, সুব্রত পালের অর্ন্তভুক্তির পরে তাঁকে প্রথম একাদশে দেখা যায়নি । কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই দেবজিতের অভাব অনুভব হয়েছে। আইএসএলে নিজের দলের খেলা শেষ হওয়ার পরে শহরে ফিরেছেন দেবজিৎ। কোনও বিতর্কিত প্রশ্নের উত্তর দিতে রাজি হননি । তবে নিজের লক্ষ্য পূরণের যে অনেকটাই সফল তা জানিয়েছেন।

‘‘আমি আমার মতো করে চেষ্টা করেছি । তবে, দল সাফল্য পায়নি । নবম স্থানে শেষ করেছে । আমি ফাইনাল সেমিফাইনাল খেলার অনুভূতি জানি । তাই সফল হতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে । নতুন মরসুমে যে দলেই খেলি না কেন, আমার সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম হবে শেষ কথা,’’ বলছিলেন দেবজিৎ মজুমদার । লকডাউনের পরে মাঠে ফিরে ছন্দ খুঁজে পেতে বেশিরভাগ ফুটবলার সমস্যায় পড়েছিলেন । কিন্তু দেবজিৎ প্রথম থেকেই ফর্মে ছিলেন । বরং আরও বেশি পরিণত । লকডাউনের পরে ফুটবল ফিরলে অসুবিধায় যাতে পড়তে না হয় ৷ সেজন্য নিজের মতো করে বাড়তি অনুশীলন করেছিলেন । তারই ফল পেয়েছেন বলে জানালেন তিনি । আইএসএলে পারফরম্যান্সের বিচারে ভারতীয় দলে ডাক পড়েছে ফুটবলারদের । কিন্তু দেবজিৎ মজুমদার সেই তালিকায় নেই ।

আরও পড়ুন : প্রশংসা করলেও দেবজিৎকে ম্যাচের সেরা মানছেন না ফাওলার

তবে, ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে দেবজিৎ হতাশ নন ৷ জানিয়েছেন, ‘‘আমি ভেঙে পড়িনি এবং হতাশ হইনি । বলতে পারি নতুন ভাবে আরও বাড়তি পরিশ্রম করে মেলে ধরতে চাই নিজেকে । যাতে পরেরবার সুযোগ পাই ।’’ আইএসএলে রবি ফাওলারের মত কিংবদন্তীর অধীনে খেলার অভিজ্ঞতার প্রশ্নে বাঙালি গোলরক্ষক বলছেন বিদেশি কোচেদের কাছে নতুন কিছু শেখা যায়।

কলকাতা, 10 মার্চ : সুব্রত পাল এসসি ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেওয়ার পর আর দলে সুযোগ পাননি দেবজিৎ মজুমদার ৷ কিন্তু, তাঁর আগে দলের হয়ে প্রায় সব ম্যাচেই ভরসা জুগিয়েছেন দেবজিৎ মজুমদার ৷ তবে, শেষের দিকে সুযোগ না পাওয়া নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করতে নারাজ তিনি ৷ জানালেন, যে কটা ম্যাচে সুযোগ পেয়েছেন, নিজের সেরাটা দিয়েছেন ৷ তবে, দল সেমি ফাইনালে উঠতে পারেনি বলে আক্ষেপের সুর দেবজিৎ মজুমদারের গলায় ৷

আরও পরিশ্রম করতে চান, জানালেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ

রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গল লক্ষ্য পূরণে ব্যর্থ । তবে কয়েকজন ফুটবলার তাদের ব্যক্তিগত স্তরে সফল । সেই তালিকায় অবশ্যই প্রথম নাম গোলরক্ষক দেবজিৎ মজুমদারের । চলতি আইএসএল ছিল তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ। প্রথম ম্যাচ থেকে লাল হলুদের তেকাঠির তলায় নির্ভরতা দিয়েছিলেন দেবজিৎ। তবে, সুব্রত পালের অর্ন্তভুক্তির পরে তাঁকে প্রথম একাদশে দেখা যায়নি । কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই দেবজিতের অভাব অনুভব হয়েছে। আইএসএলে নিজের দলের খেলা শেষ হওয়ার পরে শহরে ফিরেছেন দেবজিৎ। কোনও বিতর্কিত প্রশ্নের উত্তর দিতে রাজি হননি । তবে নিজের লক্ষ্য পূরণের যে অনেকটাই সফল তা জানিয়েছেন।

‘‘আমি আমার মতো করে চেষ্টা করেছি । তবে, দল সাফল্য পায়নি । নবম স্থানে শেষ করেছে । আমি ফাইনাল সেমিফাইনাল খেলার অনুভূতি জানি । তাই সফল হতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে । নতুন মরসুমে যে দলেই খেলি না কেন, আমার সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম হবে শেষ কথা,’’ বলছিলেন দেবজিৎ মজুমদার । লকডাউনের পরে মাঠে ফিরে ছন্দ খুঁজে পেতে বেশিরভাগ ফুটবলার সমস্যায় পড়েছিলেন । কিন্তু দেবজিৎ প্রথম থেকেই ফর্মে ছিলেন । বরং আরও বেশি পরিণত । লকডাউনের পরে ফুটবল ফিরলে অসুবিধায় যাতে পড়তে না হয় ৷ সেজন্য নিজের মতো করে বাড়তি অনুশীলন করেছিলেন । তারই ফল পেয়েছেন বলে জানালেন তিনি । আইএসএলে পারফরম্যান্সের বিচারে ভারতীয় দলে ডাক পড়েছে ফুটবলারদের । কিন্তু দেবজিৎ মজুমদার সেই তালিকায় নেই ।

আরও পড়ুন : প্রশংসা করলেও দেবজিৎকে ম্যাচের সেরা মানছেন না ফাওলার

তবে, ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে দেবজিৎ হতাশ নন ৷ জানিয়েছেন, ‘‘আমি ভেঙে পড়িনি এবং হতাশ হইনি । বলতে পারি নতুন ভাবে আরও বাড়তি পরিশ্রম করে মেলে ধরতে চাই নিজেকে । যাতে পরেরবার সুযোগ পাই ।’’ আইএসএলে রবি ফাওলারের মত কিংবদন্তীর অধীনে খেলার অভিজ্ঞতার প্রশ্নে বাঙালি গোলরক্ষক বলছেন বিদেশি কোচেদের কাছে নতুন কিছু শেখা যায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.