ETV Bharat / sports

আট বদলেও হারের অন্ধকারে এসসি ইস্টবেঙ্গল

author img

By

Published : Feb 24, 2021, 1:19 PM IST

মঙ্গলবারও আত্মঘাতী গোলের ধারাবাহিকতা বজায় রাখল লাল হলুদ। প্রথম পর্বের ম্যাচে সুরচন্দ্র সিং আত্মঘাতী গোল করেছিলেন । দ্বিতীয় পর্বে একই ভুলে দলকে পিছিয়ে দিলেন সার্থক গলুই ।

ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল

পানাজি, 24 ফেব্রুয়ারি : হারের ধাক্কা অব্যাহত লাল হলুদে । মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও হেরে গেল ফাওলার ব্রিগেড । ম্যাচের ফল 2-1 । নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষে গোল করলেন সুহের ভিপি । অন্যগোলটি আত্মঘাতী ৷ বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ালেন সার্থক গলুই ৷ যদিও ইস্টবেঙ্গলের একমাত্র গোলটিও সার্থক গলুইয়ের ।

লাল কার্ড দেখে রাজু গাইকোয়াড় বেরিয়ে যাওয়ায় শেষ পঁচিশ মিনিট গ্র্যান্টের ছেলেরা দশ জনে খেলে । কিন্তু মরিয়া লড়াই তাঁদের মধ্যে দেখা যায়নি । কলকাতা ময়দানে লাল হলুদ জার্সিতে হ্যাটট্রিকের নজির থাকা সুহের ভিপি এই ম্যাচের নায়ক ।
মঙ্গলবারও আত্মঘাতী গোলের ধারাবাহিকতা বজায় রাখল লাল হলুদ। প্রথম পর্বের ম্যাচে সুরচন্দ্র সিং আত্মঘাতী গোল করেছিলেন । দ্বিতীয় পর্বে একই ভুলে দলকে পিছিয়ে দিলেন সার্থক গলুই । আট বদলে সম্মান রক্ষার চেষ্টা করেছিলেন অ্যান্টনি গ্রান্ট ও রবি ফাওলাররা । কিন্তু মশলায় দম না থাকলে ভালো রাধুনির পক্ষেও চমৎকার রান্না অসম্ভব। তাই সময় যত গড়িয়েছে ততই লাল হলুদ ফুটবলাররা ভুলের আবর্তে জড়িয়ে পড়েছেন ।

মাঘোমা কার্ড সমস্যায় ছিলেন না । ব্রাইট,পিলকিংটন, ড্যানি ফক্সকে আঠারো জনের দলেও রাখা হয়নি । বদলে অ্যারন হ্যালোওয়ে, জেজে লালপেকলুয়াদের নামালেও আক্রমণে ধার বাড়েনি । প্রথমার্ধে মাচাডো, ব্রাউন, সুহের ভিপিকে সামলে দিলেও বিরতির পরে সময় যত গড়িয়েছে ততই লাল হলুদ মাঝমাঠে ফাঁক যেমন বেড়েছে তেমনই রক্ষণভাগের দূর্বলতা বড় হয়ে সামনে এসেছে ।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটি ভুলে যাওয়ার চেষ্টা করবেন ইস্টবেঙ্গলের সার্থক গলুই । 48মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম গোল(1-0) । ডিফেন্স চেরা পাস ধরে ম্যাচের সেরা সুহের ভিপির প্রথম গোলের সময় সার্থক গলুই জায়গায় ছিলেন না । 55মিনিটে ফের গোল খালিদ জামিলের দলের । এবার ডান দিক থেকে বাড়ানো সেন্টার সার্থক গলুই বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে ফেলেন (2-0)।

আরও পড়ুন : গোলাপি যুদ্ধের অপেক্ষায় মোতেরা ; প্রস্তুত বিরাট বাহিনী

71মিনিটে লাল কার্ড দেখেন রাজু গাইকোয়াড় । বাকি সময় দশ জন খেলে ইস্টবেঙ্গল । এই সময় ইস্টবেঙ্গল মরিয়া চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে । 86মিনিটে সার্থক গলুই ব্যবধান কমান(2-1)। একই সঙ্গে তিনি দলের প্রথম ভারতীয় ফুটবলার যিনি গোলের খাতা খুললেন । শেষ আট ম্যাচ অপরাজিত নর্থ ইস্ট ইউনাইটেড । পাঁচটি ম্যাচে জয় পেয়েছেন খালিদ জামিলের দল। এই জয় হায়দরাবাদকে পিছনে ফেলে প্রথম চারে ঢুকে পড়ল তাঁরা । আর ইস্টবেঙ্গল পড়ে রইল নয় নম্বরে।

পানাজি, 24 ফেব্রুয়ারি : হারের ধাক্কা অব্যাহত লাল হলুদে । মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও হেরে গেল ফাওলার ব্রিগেড । ম্যাচের ফল 2-1 । নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষে গোল করলেন সুহের ভিপি । অন্যগোলটি আত্মঘাতী ৷ বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ালেন সার্থক গলুই ৷ যদিও ইস্টবেঙ্গলের একমাত্র গোলটিও সার্থক গলুইয়ের ।

লাল কার্ড দেখে রাজু গাইকোয়াড় বেরিয়ে যাওয়ায় শেষ পঁচিশ মিনিট গ্র্যান্টের ছেলেরা দশ জনে খেলে । কিন্তু মরিয়া লড়াই তাঁদের মধ্যে দেখা যায়নি । কলকাতা ময়দানে লাল হলুদ জার্সিতে হ্যাটট্রিকের নজির থাকা সুহের ভিপি এই ম্যাচের নায়ক ।
মঙ্গলবারও আত্মঘাতী গোলের ধারাবাহিকতা বজায় রাখল লাল হলুদ। প্রথম পর্বের ম্যাচে সুরচন্দ্র সিং আত্মঘাতী গোল করেছিলেন । দ্বিতীয় পর্বে একই ভুলে দলকে পিছিয়ে দিলেন সার্থক গলুই । আট বদলে সম্মান রক্ষার চেষ্টা করেছিলেন অ্যান্টনি গ্রান্ট ও রবি ফাওলাররা । কিন্তু মশলায় দম না থাকলে ভালো রাধুনির পক্ষেও চমৎকার রান্না অসম্ভব। তাই সময় যত গড়িয়েছে ততই লাল হলুদ ফুটবলাররা ভুলের আবর্তে জড়িয়ে পড়েছেন ।

মাঘোমা কার্ড সমস্যায় ছিলেন না । ব্রাইট,পিলকিংটন, ড্যানি ফক্সকে আঠারো জনের দলেও রাখা হয়নি । বদলে অ্যারন হ্যালোওয়ে, জেজে লালপেকলুয়াদের নামালেও আক্রমণে ধার বাড়েনি । প্রথমার্ধে মাচাডো, ব্রাউন, সুহের ভিপিকে সামলে দিলেও বিরতির পরে সময় যত গড়িয়েছে ততই লাল হলুদ মাঝমাঠে ফাঁক যেমন বেড়েছে তেমনই রক্ষণভাগের দূর্বলতা বড় হয়ে সামনে এসেছে ।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটি ভুলে যাওয়ার চেষ্টা করবেন ইস্টবেঙ্গলের সার্থক গলুই । 48মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম গোল(1-0) । ডিফেন্স চেরা পাস ধরে ম্যাচের সেরা সুহের ভিপির প্রথম গোলের সময় সার্থক গলুই জায়গায় ছিলেন না । 55মিনিটে ফের গোল খালিদ জামিলের দলের । এবার ডান দিক থেকে বাড়ানো সেন্টার সার্থক গলুই বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে ফেলেন (2-0)।

আরও পড়ুন : গোলাপি যুদ্ধের অপেক্ষায় মোতেরা ; প্রস্তুত বিরাট বাহিনী

71মিনিটে লাল কার্ড দেখেন রাজু গাইকোয়াড় । বাকি সময় দশ জন খেলে ইস্টবেঙ্গল । এই সময় ইস্টবেঙ্গল মরিয়া চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে । 86মিনিটে সার্থক গলুই ব্যবধান কমান(2-1)। একই সঙ্গে তিনি দলের প্রথম ভারতীয় ফুটবলার যিনি গোলের খাতা খুললেন । শেষ আট ম্যাচ অপরাজিত নর্থ ইস্ট ইউনাইটেড । পাঁচটি ম্যাচে জয় পেয়েছেন খালিদ জামিলের দল। এই জয় হায়দরাবাদকে পিছনে ফেলে প্রথম চারে ঢুকে পড়ল তাঁরা । আর ইস্টবেঙ্গল পড়ে রইল নয় নম্বরে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.