ETV Bharat / sports

SC East Bengal : পিছিয়ে পড়েও ড্র, দলের লড়াকু মানসিকতায় খুশি লাল-হলুদ কোচ - দলের লড়াকু মানসিকতায় খুশি লাল-হলুদ কোচ

এর আগে তিনটি প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেলেও গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। বিরতির আগে গোল করে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। আইল্য়ান্ডারদের গোলদাতা ক্যাসিও গ্যাব্রিয়েল। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি লাল-হলুদ ফুটবলাররা।

SC East Bengal
পিছিয়ে পড়েও ড্র, দলের লড়াকু মানসিকতায় খুশি লাল-হলুদ কোচ
author img

By

Published : Nov 14, 2021, 10:01 PM IST

পানাজি, 14 নভেম্বর : 2021-22 আইএসএলে মাঠে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচটি খেলে ফেলল এসসি ইস্টবেঙ্গল ৷ 21 নভেম্বর জামশেদপুর এফসি'র বিরুদ্ধে মাঠে নামার আগে দলকে দেখে নিলেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ ৷ রবিবার পিছিয়ে পড়েও গতবারের চ্য়াম্পিয়ন মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ড্র করল এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের ফল 1-1।

এর আগে তিনটি প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেলেও গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। বিরতির আগে এদিন গোল করে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। আইল্য়ান্ডারদের গোলদাতা ক্যাসিও গ্যাব্রিয়েল। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি লাল-হলুদ ফুটবলাররা। বরং পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরেছিল তারা। এই সময় একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন পেরোসেভিচরা। বিরতির পরে সৌরভ দাস দলকে সমতায় ফেরান।

আরও পড়ুন : ডার্বি ভুলে বাগানের ভাবনায় এখন শুধুই কেরালা ব্লাস্টার্স

আর ম্য়াচ শেষে দলের এই হার না মানা মনোভাবেই খুশি এসসি ইস্টবেঙ্গলের হেডস্য়ার জোসে মানোলো দিয়াজ। আত্মবিশ্বাসী গলায় লাল হলুদ কোচ বলেন, "আমরা আইএসএলের আগে আর কোনও প্রস্তুতি ম্যাচ খেলব না। দলকে চারটে ম্যাচে দেখে নিয়েছি। দলের মধ্যে লড়াকু মানসিকতা তৈরি হয়েছে দেখে খুশি। এবার প্রথম ম্যাচ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করতে হবে। যেভাবে দল খেলছে তাতে আমি আশাবাদী ৷"

পানাজি, 14 নভেম্বর : 2021-22 আইএসএলে মাঠে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচটি খেলে ফেলল এসসি ইস্টবেঙ্গল ৷ 21 নভেম্বর জামশেদপুর এফসি'র বিরুদ্ধে মাঠে নামার আগে দলকে দেখে নিলেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ ৷ রবিবার পিছিয়ে পড়েও গতবারের চ্য়াম্পিয়ন মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ড্র করল এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের ফল 1-1।

এর আগে তিনটি প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেলেও গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। বিরতির আগে এদিন গোল করে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। আইল্য়ান্ডারদের গোলদাতা ক্যাসিও গ্যাব্রিয়েল। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি লাল-হলুদ ফুটবলাররা। বরং পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরেছিল তারা। এই সময় একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন পেরোসেভিচরা। বিরতির পরে সৌরভ দাস দলকে সমতায় ফেরান।

আরও পড়ুন : ডার্বি ভুলে বাগানের ভাবনায় এখন শুধুই কেরালা ব্লাস্টার্স

আর ম্য়াচ শেষে দলের এই হার না মানা মনোভাবেই খুশি এসসি ইস্টবেঙ্গলের হেডস্য়ার জোসে মানোলো দিয়াজ। আত্মবিশ্বাসী গলায় লাল হলুদ কোচ বলেন, "আমরা আইএসএলের আগে আর কোনও প্রস্তুতি ম্যাচ খেলব না। দলকে চারটে ম্যাচে দেখে নিয়েছি। দলের মধ্যে লড়াকু মানসিকতা তৈরি হয়েছে দেখে খুশি। এবার প্রথম ম্যাচ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করতে হবে। যেভাবে দল খেলছে তাতে আমি আশাবাদী ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.