ETV Bharat / sports

দেশকে বিশ্বকাপে খেলতে দেখাই স্বপ্ন সন্দেশ ঝিঙ্গানের

বর্তমান ভারতীয় দলের সদস্য হিসেবে তাঁর চুড়ান্ত স্বপ্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জন । সেই জন্য AFC এশিয়ান কাপে নিয়মিত অংশগ্রহণ করে বিশ্বের প্রথম একশোতে জায়গা করে নেওয়ার কথা বলছেন তিনি ।

সন্দেশ ঝিঙ্গান
সন্দেশ ঝিঙ্গান
author img

By

Published : Aug 30, 2020, 7:00 AM IST

কলকাতা, 29 অগাস্ট : দেশকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে দেখাই স্বপ্ন অর্জুন পুরস্কার জয়ী সন্দেশ ঝিঙ্গানের । জাতীয় ক্রীড়া দিবসে অর্জুন সম্মানে সম্মানিত হয়েছেন ভারতীয় দলের এই ডিফেন্ডার ।

এই সম্মান পাওয়ার পর বছর সাতাশের ডিফেন্ডার বলেছেন, ‘‘স্বপ্নপূরণ হল । খেলা শুরু করার সময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই পাখির চোখ ছিল । কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নের বদল হয়েছে । অর্জুন পুরস্কার প্রাপ্তি সেই স্বপ্নের বাস্তবায়ন ৷’’

তবে বর্তমান ভারতীয় দলের সদস্য হিসেবে তাঁর চুড়ান্ত স্বপ্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জন । সেই জন্য AFC এশিয়ান কাপে নিয়মিত অংশগ্রহণ করে বিশ্বের প্রথম একশোতে জায়গা করে নেওয়ার কথা বলছেন তিনি । তারপর প্রথম পঞ্চাশে জায়গা করে নেওয়ার পাশাপাশি ঘরে বাইরে ম্যাচ জেতার অভ্যাস করার কথা সন্দেশ ঝিঙ্গানের মুখে । এর জন্য দলকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে বলে মনে করেন তিনি । জেতার খিদের কথাও বলেছেন ।

এই সম্মান সন্দেশ ঝিঙ্গান তাঁর বাবা-মা এবং ভাই সহ পরিবারকে উৎসর্গ করেছেন । বলেন, ‘‘আগামীকাল থেকে আমার পরিবারের সকলে আরও মাথা উঁচু করে বাইরে বেরোবে । এই পুরস্কার প্রাপ্তি তাঁর কাছে চাপ নয়, বাড়তি দায়িত্ব বলে মনে করেন তিনি । তাঁর নাম মনোনয়নের জন্য ফেডারেশনের প্রেসিডেন্ট এবং সচিবকে ধন্যবাদ দিয়েছেন সন্দেশ ঝিঙ্গান ।

কলকাতা, 29 অগাস্ট : দেশকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে দেখাই স্বপ্ন অর্জুন পুরস্কার জয়ী সন্দেশ ঝিঙ্গানের । জাতীয় ক্রীড়া দিবসে অর্জুন সম্মানে সম্মানিত হয়েছেন ভারতীয় দলের এই ডিফেন্ডার ।

এই সম্মান পাওয়ার পর বছর সাতাশের ডিফেন্ডার বলেছেন, ‘‘স্বপ্নপূরণ হল । খেলা শুরু করার সময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই পাখির চোখ ছিল । কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নের বদল হয়েছে । অর্জুন পুরস্কার প্রাপ্তি সেই স্বপ্নের বাস্তবায়ন ৷’’

তবে বর্তমান ভারতীয় দলের সদস্য হিসেবে তাঁর চুড়ান্ত স্বপ্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জন । সেই জন্য AFC এশিয়ান কাপে নিয়মিত অংশগ্রহণ করে বিশ্বের প্রথম একশোতে জায়গা করে নেওয়ার কথা বলছেন তিনি । তারপর প্রথম পঞ্চাশে জায়গা করে নেওয়ার পাশাপাশি ঘরে বাইরে ম্যাচ জেতার অভ্যাস করার কথা সন্দেশ ঝিঙ্গানের মুখে । এর জন্য দলকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে বলে মনে করেন তিনি । জেতার খিদের কথাও বলেছেন ।

এই সম্মান সন্দেশ ঝিঙ্গান তাঁর বাবা-মা এবং ভাই সহ পরিবারকে উৎসর্গ করেছেন । বলেন, ‘‘আগামীকাল থেকে আমার পরিবারের সকলে আরও মাথা উঁচু করে বাইরে বেরোবে । এই পুরস্কার প্রাপ্তি তাঁর কাছে চাপ নয়, বাড়তি দায়িত্ব বলে মনে করেন তিনি । তাঁর নাম মনোনয়নের জন্য ফেডারেশনের প্রেসিডেন্ট এবং সচিবকে ধন্যবাদ দিয়েছেন সন্দেশ ঝিঙ্গান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.