কলকাতা, 7 জানুয়ারি : ক্রোয়েশিয়ার ক্লাব সিবনিক এফসি থেকে ছাড়পত্র পেয়ে গেলেন সন্দেশ ঝিঙ্গান । আর ছাড়পত্র পেয়েই ফিরে এলেন তাঁর পুরনো দল এটিকে মোহনবাগানে । বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর সবুজ-মেরুন শিবিরে ফেরার খবর ঘোষণা করা হয় (Sandesh Jhingan returns to ATK mohun bagan )। ভারতের এই তারকা ডিফেন্ডারের প্রত্যাবর্তনে জুয়ান ফেরান্দোর দলের রক্ষণভাগ যে অনেকটাই মজবুত হল তা বোধহয় বলার অপেক্ষা রাখে না । তিরির সঙ্গে প্রীতম কোটালকে জুড়ে দিয়ে রক্ষণের ফাঁকফোকর বন্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন হাবাস, ফেরান্দো দু'জনেই । এবার সন্দেশের যোগদানে সেই খামতি মিটবে, তা ধরে নেওয়া যায় ।
রক্ষণের নড়বড়ে অবস্থার কারণে আইএসএলে দারুণভাবে শুরু করেও একনম্বর জায়গা হারাতে হয়েছে সবুজ-মেরুনকে । এমনকি হাবাসের স্ট্র্যাটেজিকেও বেশ কিছুটা নড়বড়ে করে দিয়েছিল সন্দেশের না থাকা ৷ সন্দেশ ঝিঙ্গানের প্রত্যাবর্তন প্রয়োজন মনে করলেও সরাসরি তা স্বীকার করেননি হাবাস, ফেরান্দো কেউই ৷ তবে মুম্বই এফসির বিরুদ্ধে যে 5 গোল হজম করতে হয়েছে তার বেশিরভাগই রক্ষণের দুর্বলতার কারণে । এই অবস্থায় সন্দেশকে না পাওয়া গেলে অন্তত নতুন কাউকে নিয়ে আসা হোক, এমন কথাও শোনা যাচ্ছিল । তবে এবার সিবনিক এফসি থেকে সন্দেশ ফিরে আসায় বাস্তবিকই স্বস্তির ছবি এটিকে মোহনবাগান ক্যাম্পে ।
আরও পড়ুন :মুম্বই এফসি'র কাজটা কঠিন করতে চান রেনেডি
অন্যদিকে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দু-দুবার এগিয়ে গিয়েও এক পয়েন্ট নিয়ে ফেরায় হতাশ ফেরান্দো । পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান । কিন্তু পয়েন্ট টেবিলের অবস্থানের চেয়ে সবুজ মেরুন চাণক্য দলের চোট আঘাত এবং কার্ড সমস্যা নিয়েই বেশি চিন্তিত । চোট পেয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল কার্ল ম্যাকহিউকে । যদিও আপাতত ভাল আছেন তিনি । তবে দীপক টাঙরি, অমরিন্দর সিংয়ের চোট চিন্তা বাড়াচ্ছে । বিশেষ করে অমরিন্দর সিংয়ের চোট দলের পক্ষে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে । কারণ দলের দ্বিতীয় গোলরক্ষক অভিলাষ ঘোষের আইএসএলে খেলার অভিজ্ঞতা নেই । চারটে হলুদ কার্ড দেখায় ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে পারবেন না হুগো বুমোসও । ফলে আগামীকাল ওড়িশার বিরুদ্ধে বাগানের প্রধান ভরসা সেই রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসই ।