ETV Bharat / sports

সুব্রতর শব্দব্রহ্ম থামাতে চামারোই ভরসা মোহনবাগানে ! - kivu vicuna

সবুজ মেরুন ডাগ আউটেই শুধু নয় ভারতীয় ক্লাব ফুটবলেও অভিষেক হতে চলেছে স্প্যানিশ কোচের । ডুরান্ডের মতো পুরোনো টুর্নামেন্টে নামার আগে হোমওয়ার্ক সারা তাঁর । এখনও পর্যন্ত মোহনবাগানের ঘরে ডুরান্ড 16 বার উঠেছে জানেন । কলকাতার মাটিতে সেই সংখ্যাটা বাড়াতে চান । তাই ডুরান্ড ও কলকাতা লিগের জন্য দল তৈরি বলে ঘোষণা করে দিয়েছেন । গত একমাস ধরে দলের প্রস্তুতিতে খুশি কিবু ভিকুনা বলছেন দলটা নতুন । তাই সময় দরকার।

কিবু
author img

By

Published : Aug 2, 2019, 9:42 AM IST

Updated : Aug 2, 2019, 9:48 AM IST

কলকাতা, 2 অগাস্ট : সুব্রত ভট্টাচার্য শব্দব্রহ্মে মোহনবাগানের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ছেন, তখন সালভো চামারোকে নিয়ে অঙ্ক কষছেন কিবু ভিকুনা । সবুজ মেরুন ডাগ আউটেই শুধু নয় ভারতীয় ক্লাব ফুটবলেও অভিষেক হতে চলেছে স্প্যানিশ কোচের । ডুরান্ডের মতো পুরোনো টুর্নামেন্টে নামার আগে হোমওয়ার্ক সারা তাঁর । এখনও পর্যন্ত মোহনবাগানের ঘরে ডুরান্ড 16 বার উঠেছে জানেন । কলকাতার মাটিতে সেই সংখ্যাটা বাড়াতে চান । তাই ডুরান্ড ও কলকাতা লিগের জন্য দল তৈরি বলে ঘোষণা করে দিয়েছেন । গত একমাস ধরে দলের প্রস্তুতিতে খুশি কিবু ভিকুনা বলছেন দলটা নতুন । তাই সময় দরকার। যেভাবে দল অনুশীলন করেছে তাতে কোচ হিসেবে খুশি ।

দেখুন প্যাকটিসে ভিডিয়ো

মোহনবাগানের ডাগ আউটে এবার চার বিদেশি স্পেনের । সালভো চামারো, ফ্রান মোরান্তে, ফ্রান গঞ্জালেস ও বেইটের মধ্যে যেকোনও তিনজন খেলবেন । তবে সেই তিন কারা তা ভাঙেননি । বন্ধ দরজার আড়ালে শেষ প্রস্তুতি সেরেছেন । তবে প্রতিপক্ষ মহমেডানের ডাগ আউটে মুসা, ওমোলোজার মতো বিদেশি রয়েছে জানেন । এমন কী, তীর্থঙ্কর সরকারের মত সবুজ মেরুন প্রাক্তনীর খবরও রয়েছে কিবু ভিকুনার নোটবুকে। প্রতি তিনদিনে একটি করে ম্যাচ খেলা ঝক্কির তা মানছেন । অজুহাত না দিয়ে দলের তিরিশজন ফুটবলারের দক্ষতায় আস্থা রাখতে চান । স্প্যানিশ ফুটবলের সৌন্দর্য বলের দখল ও পাসিং ফুটবলে । কিবু ভিকুনা বলছেন, আক্রমণাত্মক ফুটবলে ভর দিয়ে গোল মুখ খোলাই পাখির চোখ তাঁর ।

কলকাতা, 2 অগাস্ট : সুব্রত ভট্টাচার্য শব্দব্রহ্মে মোহনবাগানের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ছেন, তখন সালভো চামারোকে নিয়ে অঙ্ক কষছেন কিবু ভিকুনা । সবুজ মেরুন ডাগ আউটেই শুধু নয় ভারতীয় ক্লাব ফুটবলেও অভিষেক হতে চলেছে স্প্যানিশ কোচের । ডুরান্ডের মতো পুরোনো টুর্নামেন্টে নামার আগে হোমওয়ার্ক সারা তাঁর । এখনও পর্যন্ত মোহনবাগানের ঘরে ডুরান্ড 16 বার উঠেছে জানেন । কলকাতার মাটিতে সেই সংখ্যাটা বাড়াতে চান । তাই ডুরান্ড ও কলকাতা লিগের জন্য দল তৈরি বলে ঘোষণা করে দিয়েছেন । গত একমাস ধরে দলের প্রস্তুতিতে খুশি কিবু ভিকুনা বলছেন দলটা নতুন । তাই সময় দরকার। যেভাবে দল অনুশীলন করেছে তাতে কোচ হিসেবে খুশি ।

দেখুন প্যাকটিসে ভিডিয়ো

মোহনবাগানের ডাগ আউটে এবার চার বিদেশি স্পেনের । সালভো চামারো, ফ্রান মোরান্তে, ফ্রান গঞ্জালেস ও বেইটের মধ্যে যেকোনও তিনজন খেলবেন । তবে সেই তিন কারা তা ভাঙেননি । বন্ধ দরজার আড়ালে শেষ প্রস্তুতি সেরেছেন । তবে প্রতিপক্ষ মহমেডানের ডাগ আউটে মুসা, ওমোলোজার মতো বিদেশি রয়েছে জানেন । এমন কী, তীর্থঙ্কর সরকারের মত সবুজ মেরুন প্রাক্তনীর খবরও রয়েছে কিবু ভিকুনার নোটবুকে। প্রতি তিনদিনে একটি করে ম্যাচ খেলা ঝক্কির তা মানছেন । অজুহাত না দিয়ে দলের তিরিশজন ফুটবলারের দক্ষতায় আস্থা রাখতে চান । স্প্যানিশ ফুটবলের সৌন্দর্য বলের দখল ও পাসিং ফুটবলে । কিবু ভিকুনা বলছেন, আক্রমণাত্মক ফুটবলে ভর দিয়ে গোল মুখ খোলাই পাখির চোখ তাঁর ।

Intro:সুব্রত ভট্টাচার্য্য যখন শব্দব্রহ্মে মোহনবাগানের উদ্দেশ্য চ্যালেঞ্জ ছুড়ছেন।তখন সালভো চামারোকে নিয়ে অঙ্ক কষছেন কিবু ভিকুনা। সবুজ মেরুন ডাগ আউটেই শুধু নয় ভারতীয় ক্লাব ফুটবলেও অভিষেক হতে চলেছে স্প্যানিশ কোচের। ডুরান্ডের মত পুরানো টুর্নামেন্টে নামার আগে হোমওয়ার্ক সারা তার। এখনও পর্যন্ত মোহনবাগানের ঘরে ডুরান্ড 16বার উঠেছে জানেন। কলকাতার মাটিতে সেই সংখ্যাটা বাড়াতে চান। তাই ডুরান্ড ও কলকাতা লিগের জন্যে দল তৈরি বলে ঘোষনা করে দিয়েছেন। গত একমাস ধরে দলের প্রস্তুতি তে খুশি কিবু ভিকুনা বলছেন দলটা নতুন। তাই সময় দরকার। যেভাবে দল অনুশীলন করেছে তাতে কোচ হিসেবে খুশি। মোহনবাগানের ডাগ আউটে এবার চার বিদেশি স্পেনের। সালভো চামারো, ফ্রান মোরান্তে, ফ্রান গঞ্জালেস ও বেইটের মধ্যে যেকোনও তিনজন খেলবেন। তবে সেই তিন কারা তা ভাঙেননি। বন্ধ দরজার আড়ালে শেষ প্রস্তুতি সেরেছেন। তবে প্রতিপক্ষ মহমেডানের ডাগ আউটে মুসা, ওমোলোজা র মত বিদেশি রয়েছেন জানেন। এমনকি তীর্থঙ্কর সরকারের মত সবুজ মেরুন প্রাক্তনী র খবরও রয়েছে কিবু ভিকুনার নোটবুকে। প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলা ঝক্কির তা মানছেন। অজুহাত না তুলে দলের তিরিশ জন ফুটবলারের দক্ষতায় আস্থা রাখতে চান।স্প্যানিশ ফুটবলের সৌন্দর্য বলের দখল ও পাসিং ফুটবলে। কিবু ভিকুনা বলছেন আক্রমনাত্মক ফুটবলে ভর দিয়ে গোল মুখ খোলাই পাখির চোখ তার।


Body:ডুরান্ড


Conclusion:
Last Updated : Aug 2, 2019, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.