ETV Bharat / sports

Derby Countdown : ডার্বির আগে লাল-হলুদ রক্ষণকে বাড়তি সমীহ কৃষ্ণার - Roy Krishna respects SC East Bengal defense before the derby

কেরালা ব্লাস্টার্স ম্যাচে রয় কৃষ্ণা (Roy Krishna ) এবং হুগো বুমোসের জুটি হাবাসের দলের শক্তি বাড়িয়েছে। ডার্বিতে ফরাসি এবং ফিজিয়ান জুটি মানোলো দিয়াজের চিন্তা বাড়াবে। কৃষ্ণা বলছেন, "হুগো বুমোস প্লে-মেকার । গোলের বল তৈরি করে। আমি ওর সঙ্গে খেলা উপভোগ করি। ডার্বিতেও ভাল কিছু স্মৃতি তৈরি করতে চাই ৷"

Derby Countdown
ডার্বির আগে লাল-হলুদ রক্ষণকে বাড়তি সমীহ কৃষ্ণার
author img

By

Published : Nov 24, 2021, 10:44 PM IST

পানাজি, 24 নভেম্বর : ডার্বির (SC East Bengal v ATK Mohun Bagan) আগে কি চাপ কমাতে নয়া পন্থা বাছলেন বাগানের গোল মেশিন ৷ কারণ বড় ম্য়াচের আগে হঠাতই ইস্টবেঙ্গল রক্ষণের প্রশংসা রয় কৃষ্ণার (Roy Krishna) মুখে (Roy Krishna respects sc east bengal defense before the derby)। এটিকে মোহনবাগানের তিন অধিনায়কের অন্যতম ফিজিয়ান ফুটবলার বলছেন তিনি এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখেছেন এবং তিনি মনে করেন লাল-হলুদ ব্রিগেড গতবছরের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

ফিজিয়ান বলছেন, "এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ যথেষ্ট শক্তিশালী এবং গতবছরের সেরা গোলরক্ষক হিসেবে অরিন্দম ভট্টাচার্য রয়েছেন। সেটাই ওদের অ্যাডভান্টেজ ৷" সবুজ-মেরুন গোল মেশিন আইএসএলের প্রথম ম্যাচ থেকে গোল করতে শুরু করেছেন। গতবছরের দুটো ডার্বিতেই গোল রয়েছে তাঁর। শনিবারও কৃষ্ণার পা থেকে ফের গোল চাইছেন সমর্থকরা। প্রত্যাশার চাপ নিয়ে বলতে গিয়ে ফিজিয়ান স্ট্রাইকার বলেছেন, "আমার প্রথম লক্ষ্য দলের জয়ে সাহায্য করা। সেটা গোল করে হোক বা গোল করতে সাহায্য করে হোক। দলের জয়ে গোল করে সাহায্য করা আমার অন্যতম লক্ষ্য। পাশাপাশি নিজের গোলসংখ্যা বাড়ানো এবং প্রতিটি ম্যাচে নিজের খেলার উন্নতির দিকেও নজর থাকবে।"

কেরালা ব্লাস্টার্স ম্যাচে রয় কৃষ্ণা এবং হুগো বুমোসের জুটি হাবাসের দলের শক্তি বাড়িয়েছে। ডার্বিতে ফরাসি এবং ফিজিয়ান জুটি মানোলো দিয়াজের চিন্তা বাড়াবে। কৃষ্ণা বলছেন, "হুগো বুমোস প্লে-মেকার । গোলের বল তৈরি করে। আমি ওর সঙ্গে খেলা উপভোগ করি। ডার্বিতেও ভাল কিছু স্মৃতি তৈরি করতে চাই ৷" সবমিলিয়ে ইস্টবেঙ্গলের নিরিখে বলা যায় যে, একা কৃষ্ণে রক্ষে নেই এবার দোসর বুমোস।

আরও পড়ুন : Derby Countdown : বিদেশিরাও ডার্বির গুরুত্ব বুঝে গিয়েছে, বলছেন অরিন্দম

এটিকে মোহনবাগানের আক্রমণভাগ যে প্রতিপক্ষের চিন্তা বাড়াবে সে বিষয়ে নিশ্চিত ফিজিয়ান। তবে তাঁর লক্ষ্য প্রতিটি সুযোগ কাজে লাগানো। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথমার্ধে ভাল খেললেও দ্বিতীয়ার্ধে তা ধরে রাখা যায়নি বলে মনে করেন গতবারের সর্বাধিক গোলস্কোরার। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে কোনও মন্তব্য করতে চান না। কারণ উন্নতি প্রতিদিন প্রয়োজন। তাই আপাতত ডার্বির প্রস্তুতিতে মন দিতে চান বাগানের প্রাণভোমরা।

পানাজি, 24 নভেম্বর : ডার্বির (SC East Bengal v ATK Mohun Bagan) আগে কি চাপ কমাতে নয়া পন্থা বাছলেন বাগানের গোল মেশিন ৷ কারণ বড় ম্য়াচের আগে হঠাতই ইস্টবেঙ্গল রক্ষণের প্রশংসা রয় কৃষ্ণার (Roy Krishna) মুখে (Roy Krishna respects sc east bengal defense before the derby)। এটিকে মোহনবাগানের তিন অধিনায়কের অন্যতম ফিজিয়ান ফুটবলার বলছেন তিনি এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখেছেন এবং তিনি মনে করেন লাল-হলুদ ব্রিগেড গতবছরের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

ফিজিয়ান বলছেন, "এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ যথেষ্ট শক্তিশালী এবং গতবছরের সেরা গোলরক্ষক হিসেবে অরিন্দম ভট্টাচার্য রয়েছেন। সেটাই ওদের অ্যাডভান্টেজ ৷" সবুজ-মেরুন গোল মেশিন আইএসএলের প্রথম ম্যাচ থেকে গোল করতে শুরু করেছেন। গতবছরের দুটো ডার্বিতেই গোল রয়েছে তাঁর। শনিবারও কৃষ্ণার পা থেকে ফের গোল চাইছেন সমর্থকরা। প্রত্যাশার চাপ নিয়ে বলতে গিয়ে ফিজিয়ান স্ট্রাইকার বলেছেন, "আমার প্রথম লক্ষ্য দলের জয়ে সাহায্য করা। সেটা গোল করে হোক বা গোল করতে সাহায্য করে হোক। দলের জয়ে গোল করে সাহায্য করা আমার অন্যতম লক্ষ্য। পাশাপাশি নিজের গোলসংখ্যা বাড়ানো এবং প্রতিটি ম্যাচে নিজের খেলার উন্নতির দিকেও নজর থাকবে।"

কেরালা ব্লাস্টার্স ম্যাচে রয় কৃষ্ণা এবং হুগো বুমোসের জুটি হাবাসের দলের শক্তি বাড়িয়েছে। ডার্বিতে ফরাসি এবং ফিজিয়ান জুটি মানোলো দিয়াজের চিন্তা বাড়াবে। কৃষ্ণা বলছেন, "হুগো বুমোস প্লে-মেকার । গোলের বল তৈরি করে। আমি ওর সঙ্গে খেলা উপভোগ করি। ডার্বিতেও ভাল কিছু স্মৃতি তৈরি করতে চাই ৷" সবমিলিয়ে ইস্টবেঙ্গলের নিরিখে বলা যায় যে, একা কৃষ্ণে রক্ষে নেই এবার দোসর বুমোস।

আরও পড়ুন : Derby Countdown : বিদেশিরাও ডার্বির গুরুত্ব বুঝে গিয়েছে, বলছেন অরিন্দম

এটিকে মোহনবাগানের আক্রমণভাগ যে প্রতিপক্ষের চিন্তা বাড়াবে সে বিষয়ে নিশ্চিত ফিজিয়ান। তবে তাঁর লক্ষ্য প্রতিটি সুযোগ কাজে লাগানো। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথমার্ধে ভাল খেললেও দ্বিতীয়ার্ধে তা ধরে রাখা যায়নি বলে মনে করেন গতবারের সর্বাধিক গোলস্কোরার। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে কোনও মন্তব্য করতে চান না। কারণ উন্নতি প্রতিদিন প্রয়োজন। তাই আপাতত ডার্বির প্রস্তুতিতে মন দিতে চান বাগানের প্রাণভোমরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.