ETV Bharat / sports

সিরিএ-তে ফের রোনাল্ডো ম্যাজিক, খেতাবের আরও কাছে জুভেন্তাস - পাঁচবারের ব্যালন ডি অর জয়ী

লাজ়িওর বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোল ইট্যালির সেরা খেতাব জয়ের আরও কাছে পৌঁচ্ছে গেল জুভেন্তাস ৷ একই সঙ্গে একাধিক রেকর্ড গড়লেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ৷ এদিন সিরিএ -তে 50টি গোল করে ফেললেন পর্তুগিজ় তারকা ৷

image
জুভেন্তাস
author img

By

Published : Jul 22, 2020, 10:14 PM IST

তুরিন, 22 জুলাই : কোরোনা পরবর্তী সময়ে ফুটবলে ফেরার পর দুরন্ত ছন্দে ছিলেন নিওনেল মেসি ৷ সেই সময় পেনাল্টি নষ্ট করতে দেখা গিয়েছিল মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ কিন্তু যত দিন গড়িয়েছে, স্বমহিমায় ফিরেছেন সি আর সেভেন ৷ মেসির বার্সালোনা যেখানে লা লিগা খেতাব হাতছাড়া করেছে, সেখানেই সিরিএ খেতাব জয়ের আরও কাছে জুভেন্তাসকে পৌঁছে দিলেন পর্তুগিজ তারকা ৷

লাজ়িওর বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোল ইট্যালির সেরা খেতাব জয়ের আরও কাছে পৌঁছে গেল জুভেন্তাস ৷ একই সঙ্গে একাধিক রেকর্ড গড়লেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ৷ এদিন সিরিএ -তে 50টি গোল করে ফেললেন পর্তুগিজ় তারকা ৷ প্রথম কোনও ফুটবলার হিসেবে ইউরোপের সেরা তিন লিগে 50টি বা তার বেশি গোলের নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ স্যার আলেক্স ফার্গুসনের অধীনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে 50তম গোলে তিনি পৌঁছেছিলেন ১৭২ ম্যাচে । রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে গোলের হাফ সেঞ্চুরি করেন 51 ম্যাচে।

আরও পড়ুন :- দুই দেশের জার্সি পরে মাঠে নেমেছেন যেসব ক্রিকেটার

লাজ়িওর বিরুদ্ধে গোল করে চলতি মরশুমে সিরিএ-তে সর্বাধিক গোলদাতার দৌড়ে পৌছে গেলেন সি আর সেভেন ৷ যদিও তিনি একা নন ৷ চলতি মরশুমে সিরিএ তে গোলদাতার দৌড়ে আছেন লাজ়িওর ইমমোবিলেও ৷ দু’জনেরই গোল সংখ্যা এই মুহূর্তে 30 টি করে ৷ এখানেও আরও একটি নজির ৷ শেষ 60 বছরের ইতিহাসে মাত্র 2 বারই 30 টি বা তার বেশি গোল করলেন কেউ ৷ 2015-16 মরশুমে 30 টি গোল করেছিলেন গঞ্জালো হিগুয়েন ৷ 2005-06 সালে 30 টি গোল করেছিলেন লুকা টোনি ৷

রোনাল্ডোকে নিয়ে অপ্লুত জুভেন্তাস কোচ মৌরিসিও সারি ৷ বলছেন, ‘‘রোনাল্ডো অনবাদ্য৷ এক ম্যাচ খেলেই পরের ম্যাচের জন্য তৈরি হয়ে যায় ৷ শুধু শারিরীকভাবে নয় মানসিকভাবেও চাঙ্গা রোনাল্ডো ৷ তিনদিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে৷ কাজটা মোটেও সহজ নয় ৷ লিগ খেতাব জয়ের জন্য আমাদের এখনও 4 পয়েন্ট দরকার ৷ তাই মনোসংযোগ ধরে রাখতে হবে ৷’’

তুরিন, 22 জুলাই : কোরোনা পরবর্তী সময়ে ফুটবলে ফেরার পর দুরন্ত ছন্দে ছিলেন নিওনেল মেসি ৷ সেই সময় পেনাল্টি নষ্ট করতে দেখা গিয়েছিল মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ কিন্তু যত দিন গড়িয়েছে, স্বমহিমায় ফিরেছেন সি আর সেভেন ৷ মেসির বার্সালোনা যেখানে লা লিগা খেতাব হাতছাড়া করেছে, সেখানেই সিরিএ খেতাব জয়ের আরও কাছে জুভেন্তাসকে পৌঁছে দিলেন পর্তুগিজ তারকা ৷

লাজ়িওর বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোল ইট্যালির সেরা খেতাব জয়ের আরও কাছে পৌঁছে গেল জুভেন্তাস ৷ একই সঙ্গে একাধিক রেকর্ড গড়লেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ৷ এদিন সিরিএ -তে 50টি গোল করে ফেললেন পর্তুগিজ় তারকা ৷ প্রথম কোনও ফুটবলার হিসেবে ইউরোপের সেরা তিন লিগে 50টি বা তার বেশি গোলের নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ স্যার আলেক্স ফার্গুসনের অধীনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে 50তম গোলে তিনি পৌঁছেছিলেন ১৭২ ম্যাচে । রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে গোলের হাফ সেঞ্চুরি করেন 51 ম্যাচে।

আরও পড়ুন :- দুই দেশের জার্সি পরে মাঠে নেমেছেন যেসব ক্রিকেটার

লাজ়িওর বিরুদ্ধে গোল করে চলতি মরশুমে সিরিএ-তে সর্বাধিক গোলদাতার দৌড়ে পৌছে গেলেন সি আর সেভেন ৷ যদিও তিনি একা নন ৷ চলতি মরশুমে সিরিএ তে গোলদাতার দৌড়ে আছেন লাজ়িওর ইমমোবিলেও ৷ দু’জনেরই গোল সংখ্যা এই মুহূর্তে 30 টি করে ৷ এখানেও আরও একটি নজির ৷ শেষ 60 বছরের ইতিহাসে মাত্র 2 বারই 30 টি বা তার বেশি গোল করলেন কেউ ৷ 2015-16 মরশুমে 30 টি গোল করেছিলেন গঞ্জালো হিগুয়েন ৷ 2005-06 সালে 30 টি গোল করেছিলেন লুকা টোনি ৷

রোনাল্ডোকে নিয়ে অপ্লুত জুভেন্তাস কোচ মৌরিসিও সারি ৷ বলছেন, ‘‘রোনাল্ডো অনবাদ্য৷ এক ম্যাচ খেলেই পরের ম্যাচের জন্য তৈরি হয়ে যায় ৷ শুধু শারিরীকভাবে নয় মানসিকভাবেও চাঙ্গা রোনাল্ডো ৷ তিনদিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে৷ কাজটা মোটেও সহজ নয় ৷ লিগ খেতাব জয়ের জন্য আমাদের এখনও 4 পয়েন্ট দরকার ৷ তাই মনোসংযোগ ধরে রাখতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.