ETV Bharat / sports

মাদ্রিদের পথে পেপে রেইনা - Football

চলতি মরসুমের শুরু থেকেই কুর্তোয়ার কভার আপ গোলরক্ষক খুঁজছিলেন জ়িদান ৷ 2010 সালের বিশ্বজয়ী স্পেন দলের সদস্য পেপেকেই তাঁর মনে ধরেছে ৷

পেপে
author img

By

Published : Aug 26, 2019, 6:46 AM IST

মাদ্রিদ, 26 অগাস্ট : AC মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসতে চলেছেন স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা ৷ ইতিমধ্যেই নাকি পেপের সঙ্গে কথা অনেকদূর এগিয়ে নিয়েছে ৷ তিন বছর নাপোলিতে কাটিয়ে গত মরশুমে AC মিলানে যোগ দিয়েছিলেন পেপে ৷

এদিকে গত মরশুমে থিবু কুর্তোয়া যোগ দেওয়ার পর থেকেই রিয়ালে প্রায় ব্রাত্য কেইলর নাভাস৷ গত মরশুমেই রিয়াল ছাড়তে চেয়েছিলেন কোস্টারিকান নাভাস ৷ PSG র সঙ্গে অনেকদুর কথাও এগোয় তাঁর ৷ কিন্তু রিয়াল 20 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাওয়ায় নাভাসের প্যারিস যাত্রা তখনকার মত ভেস্তে যায় ৷ PSG নাকি আবার নাভাসের সঙ্গে কথা শুরু করেছে ৷ তাঁর বিদায়ও নাকি আসন্ন ৷

চলতি মরসুমের শুরু থেকেই কুর্তোয়ার কভার আপ গোলরক্ষক খুঁজছিলেন জ়িদান ৷ 2010 সালের বিশ্বজয়ী স্পেন দলের সদস্য পেপেকেই তাঁর মনে ধরেছে ৷ কিছু দিনের মধ্যেই রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে দেখা যাবে পেপেকে৷

মাদ্রিদ, 26 অগাস্ট : AC মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসতে চলেছেন স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা ৷ ইতিমধ্যেই নাকি পেপের সঙ্গে কথা অনেকদূর এগিয়ে নিয়েছে ৷ তিন বছর নাপোলিতে কাটিয়ে গত মরশুমে AC মিলানে যোগ দিয়েছিলেন পেপে ৷

এদিকে গত মরশুমে থিবু কুর্তোয়া যোগ দেওয়ার পর থেকেই রিয়ালে প্রায় ব্রাত্য কেইলর নাভাস৷ গত মরশুমেই রিয়াল ছাড়তে চেয়েছিলেন কোস্টারিকান নাভাস ৷ PSG র সঙ্গে অনেকদুর কথাও এগোয় তাঁর ৷ কিন্তু রিয়াল 20 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাওয়ায় নাভাসের প্যারিস যাত্রা তখনকার মত ভেস্তে যায় ৷ PSG নাকি আবার নাভাসের সঙ্গে কথা শুরু করেছে ৷ তাঁর বিদায়ও নাকি আসন্ন ৷

চলতি মরসুমের শুরু থেকেই কুর্তোয়ার কভার আপ গোলরক্ষক খুঁজছিলেন জ়িদান ৷ 2010 সালের বিশ্বজয়ী স্পেন দলের সদস্য পেপেকেই তাঁর মনে ধরেছে ৷ কিছু দিনের মধ্যেই রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে দেখা যাবে পেপেকে৷

New Delhi, Aug 25 (ANI): Congress leaders KTS Tulsi, PL Punia and Anand Sharma remembered former finance minister Arun Jaitley, who passed away on 24 August. While remembering Jaitley, all the congressmen talked about his intellectualism and good relationships with everyone. KTS Tulsi said, "I remembered him very fondly because he is the one who accepted me with open harms when I came here in 1990." Arun Jaitley passed away at the age of 66 on Saturday after suffering after a prolonged illness.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.