মাদ্রিদ, 26 অগাস্ট : AC মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসতে চলেছেন স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা ৷ ইতিমধ্যেই নাকি পেপের সঙ্গে কথা অনেকদূর এগিয়ে নিয়েছে ৷ তিন বছর নাপোলিতে কাটিয়ে গত মরশুমে AC মিলানে যোগ দিয়েছিলেন পেপে ৷
এদিকে গত মরশুমে থিবু কুর্তোয়া যোগ দেওয়ার পর থেকেই রিয়ালে প্রায় ব্রাত্য কেইলর নাভাস৷ গত মরশুমেই রিয়াল ছাড়তে চেয়েছিলেন কোস্টারিকান নাভাস ৷ PSG র সঙ্গে অনেকদুর কথাও এগোয় তাঁর ৷ কিন্তু রিয়াল 20 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাওয়ায় নাভাসের প্যারিস যাত্রা তখনকার মত ভেস্তে যায় ৷ PSG নাকি আবার নাভাসের সঙ্গে কথা শুরু করেছে ৷ তাঁর বিদায়ও নাকি আসন্ন ৷
চলতি মরসুমের শুরু থেকেই কুর্তোয়ার কভার আপ গোলরক্ষক খুঁজছিলেন জ়িদান ৷ 2010 সালের বিশ্বজয়ী স্পেন দলের সদস্য পেপেকেই তাঁর মনে ধরেছে ৷ কিছু দিনের মধ্যেই রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে দেখা যাবে পেপেকে৷