ETV Bharat / sports

দল তুলে নেওয়ার হুমকি, ফেডারেশনকে আক্রমণ রঞ্জিত বাজাজের - kolkata

মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ টুইট করে সর্বভারতীয় ফেডারেশনের পদক্ষেপের প্রতিবাদ করলেন। ঘরের মাঠ হিসেবে মিনার্ভা পঞ্জাব ওড়িশার ভুবনেশ্বরকে দেখিয়েছে। কারণ পঞ্চকুল্লায় যে মাঠটিতে মিনার্ভা আই লিগের ম্যাচ খেলেছিল তা AFC-র ম্যাচের আয়োজনের জন্য উপযুক্ত নয়।

মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ
author img

By

Published : Apr 5, 2019, 10:50 PM IST

কলকাতা, 5 এপ্রিল : মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ টুইট করে সর্বভারতীয় ফেডারেশনের পদক্ষেপের প্রতিবাদ করলেন। গত আইলিগের চ্যাম্পিয়ন হওয়ায় এবছর AFC খেলছে মিনার্ভা পঞ্জাব। ঘরের মাঠ হিসেবে মিনার্ভা পঞ্জাব ওড়িশার ভুবনেশ্বরকে দেখিয়েছে। কারণ পঞ্চকুল্লায় যে মাঠটিতে মিনার্ভা আইলিগের ম্যাচ খেলেছিল তা AFC-র ম্যাচের আয়োজনের জন্য উপযুক্ত নয়। বিষয়টি অনুমান করে মিনার্ভা পঞ্জাব জানুয়ারি মাসে ভুবনেশ্বর স্টেডিয়াম ভাড়া নিয়েছিল।

কিন্তু সর্বভারতীয় ফেডারেশন এক অজ্ঞাত কারণে মিনার্ভা পঞ্জাবের নথিভুক্তকরণ বাতিল করে দিয়েছে। এই অবস্থায় সমস্যায় পড়েছে মিনার্ভা। তারা যদি ম্যাচ আয়োজন করতে না পারে তাহলে AFC-র কড়া শাস্তির মুখে পড়বে। কারণ ম্যাচের স্থান বদল করতে হলে AFC-কে নির্দিষ্ট সময়ের আগে জানাতে হয়। পরিস্থিতি কঠিন বুঝতে পেরে রঞ্জিত বাজাজ টুইট করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাঁর মতে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তৃতীয় পক্ষের প্ররোচনায় এই পদক্ষেপ গ্রহণ করেছে। যা আদতে পঞ্জাবের ক্লাব দলটিকে শেষের পথে ঠেলে দেবে। AFC যদি ব্যবস্থা নেয় তাহলে মিনার্ভা পঞ্জাব ক্লাবটি তিনি তুলে দেবেন। বিপদ থেকে বাঁচাতে রঞ্জিত বাজাজ ওড়িশার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

সুপার কাপ থেকে আইলিগের সাত দলের জোট সরে দাঁড়িয়েছে। ISL-র চ্যাম্পিয়ন বেঙ্গালুরু FC বৃহস্পতিবার আইলিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি FC-র কাছে পরাজিত হয়েছে। যা আদতে আইলিগের ক্লাব জোটের হাতকে শক্ত করেছে। রঞ্জিত বাজাজ আইলিগে অশান্ত কাশ্মীরে গিয়ে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল। যা আদালত অবধি গড়িয়েছিল। মিনার্ভা পঞ্জাবের এই পদক্ষেপ ফেডারেশন সেসময় ভালো ভাবে নেয়নি। অনেকেই মনে করছেন, আইলিগের জোটকে বার্তা দিতে মিনার্ভাকে পরোক্ষে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলল ফেডারেশন।

কলকাতা, 5 এপ্রিল : মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ টুইট করে সর্বভারতীয় ফেডারেশনের পদক্ষেপের প্রতিবাদ করলেন। গত আইলিগের চ্যাম্পিয়ন হওয়ায় এবছর AFC খেলছে মিনার্ভা পঞ্জাব। ঘরের মাঠ হিসেবে মিনার্ভা পঞ্জাব ওড়িশার ভুবনেশ্বরকে দেখিয়েছে। কারণ পঞ্চকুল্লায় যে মাঠটিতে মিনার্ভা আইলিগের ম্যাচ খেলেছিল তা AFC-র ম্যাচের আয়োজনের জন্য উপযুক্ত নয়। বিষয়টি অনুমান করে মিনার্ভা পঞ্জাব জানুয়ারি মাসে ভুবনেশ্বর স্টেডিয়াম ভাড়া নিয়েছিল।

কিন্তু সর্বভারতীয় ফেডারেশন এক অজ্ঞাত কারণে মিনার্ভা পঞ্জাবের নথিভুক্তকরণ বাতিল করে দিয়েছে। এই অবস্থায় সমস্যায় পড়েছে মিনার্ভা। তারা যদি ম্যাচ আয়োজন করতে না পারে তাহলে AFC-র কড়া শাস্তির মুখে পড়বে। কারণ ম্যাচের স্থান বদল করতে হলে AFC-কে নির্দিষ্ট সময়ের আগে জানাতে হয়। পরিস্থিতি কঠিন বুঝতে পেরে রঞ্জিত বাজাজ টুইট করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাঁর মতে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তৃতীয় পক্ষের প্ররোচনায় এই পদক্ষেপ গ্রহণ করেছে। যা আদতে পঞ্জাবের ক্লাব দলটিকে শেষের পথে ঠেলে দেবে। AFC যদি ব্যবস্থা নেয় তাহলে মিনার্ভা পঞ্জাব ক্লাবটি তিনি তুলে দেবেন। বিপদ থেকে বাঁচাতে রঞ্জিত বাজাজ ওড়িশার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

সুপার কাপ থেকে আইলিগের সাত দলের জোট সরে দাঁড়িয়েছে। ISL-র চ্যাম্পিয়ন বেঙ্গালুরু FC বৃহস্পতিবার আইলিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি FC-র কাছে পরাজিত হয়েছে। যা আদতে আইলিগের ক্লাব জোটের হাতকে শক্ত করেছে। রঞ্জিত বাজাজ আইলিগে অশান্ত কাশ্মীরে গিয়ে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল। যা আদালত অবধি গড়িয়েছিল। মিনার্ভা পঞ্জাবের এই পদক্ষেপ ফেডারেশন সেসময় ভালো ভাবে নেয়নি। অনেকেই মনে করছেন, আইলিগের জোটকে বার্তা দিতে মিনার্ভাকে পরোক্ষে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলল ফেডারেশন।

Intro:প্র্যাকটিসে অনুপস্থিত জবি জাস্টিন। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে এখনও দুমাস। তার আগেই এটিকে শিবিরে যোগ দিয়েছেন। তার এই পদক্ষেপ কতটা আইন সঙ্গত তা নিয়ে ময়দানে জল্পনা চলছে। এই অবস্থায় বৃহস্পতিবার অনুশীলনে অনুপস্থিত কেরলের স্ট্রাইকার। যদিও তার অনুপস্থিতি নিয়ে আলেয়ান্দ্রো মেননদেস গার্সিয়া র অনুশীলনে কোনও প্রভাব নেই। নিয়ম মাফিক অনুশীলন এবং হাসি ঠাট্ঠায় টনি ডোভালের জন্মদিন পালনে ফিলগুড পরিবেশ।


Body:জবি জাস্টিন এর দলবদল নিয়ে লাল হলুদ জনতার প্রতিক্রিয়া পাওয়া গেলেও সরকারি ভাবে কোয়েস ইস্টবেঙ্গলের কোনও বিবৃতি মেলেনি। ক্লাবের তরফে বিষয়টি বিনিয়োগ কারী সংস্থার কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। কোয়েস সিইও সঞ্জিত সেন নির্ধারিত সময়ে বিষয়টি জানানো হবে বলে ফোনে বলেছেন। জবি জাস্টিন কেন আসেননি তা নিয়ে কোয়েসের বক্তব্য হয়ত অসুস্থ। তবে পেটের গন্ডগোলে কাবু বোরখা ফার্নান্দেজ ও জাইমে স্যান্টোস কোলাডো প্র্যাকটিসে আসলেও মাঠে নামেননি। অল্প কিছু সময় থেকে ফিরে যান দুজন। গতানুগতিক প্র্যাকটিসে জোর সেই ফিটনেসে। তবে গোলরক্ষক দের নিয়ে বাড়তি সময় ব‍্যয় করলেন লাল হলুদ কোচ। অনুশীলনে র রোজ নামচা সরিয়ে প্র্যাকটিসের পরে টনি ডোভালের জন্মদিন পালন হল কেক কেটে। তারপর তা নিয়ে সতীর্থদের মজা হুল্লোড় একই সঙ্গে অনুষ্ঠিত হল। যা জবিকে না পাওয়ার ধাক্কা সরিয়ে ফিলগুড পরিবেশে র ছবি। লিয়নে গোকুলাম এফসিতে খেলতে যাওয়া মেহতাব সিং প্র্যাকটিসের পরে কোচের সঙ্গে আলোচনা সারলেন। তবে লাল হলুদ সাজঘরে দলবদলের হাওয়া। জবি জাস্টিন এটিকে তে যাওয়ার পরে এক ই পথে হয়ত সালাম রঞ্জন সিং। আইএস এলের দলের থেকে প্রস্তাব রয়েছে চুলোভার।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.