ETV Bharat / sports

AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার - champion

প্রথমবারের জন্য AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারায় ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা।

afc
author img

By

Published : Feb 3, 2019, 9:25 AM IST

আবু ধাবি, ৩ ফেব্রুয়ারি : প্রথমবারের জন্য AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারায় ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা। কাতারের হয়ে গোল করেন আলমোয়েজ় আলি, হাতিম ও আক্রম আফিফ। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন তাকুমি মিনামিনো।

এর আগে কাতার কখনও AFC এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকায়নি। অপরদিকে চারবার এশিয়া সেরার খেতাব জিতেছে জাপান। তাই ফাইনালের আগে ধারেভারে জাপান অনেক এগিয়ে ছিল। সেই হিসাবকে উলটে দিয়ে ফাইনালের শুরু থেকেই ম্যাচের দখল নেয় কাতার। ১২ মিনিটে বাইসাইকেল কিকে দুরন্ত গোল করেন আলি। চলতি টুর্নামেন্টে এটি তাঁর নবম গোল। যা একটি AFC এশিয়ান কাপে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। যদিও ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেও তিনি ফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সুদানের বংশোদ্ভুত হওয়ায় কাতার দলে আলির অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবাদ জানায় UAE। যদিও তা খারিজ হয়ে যায়।

২৭ মিনিটে হাতিমের ২০ গজ দূর থেকে নেওয়া শট বাঁক খেয়ে জাপানের গোলে জড়িয়ে যায়। ৬৯ মিনিটে জাপানের হয়ে ব্যবধান কমান তাকুমি। চলতি টুর্নামেন্টে প্রথম গোল হজম করে কাতার। নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেনাল্টি পায় কাতার। গোল করতে ভুল করেননি আফিফ। চলতি টুর্নামেন্টে তিনিও দুরন্ত ফর্মে ছিলেন। সাত ম্যাচে একটি গোলসহ ১০টি অ্যাসিস্ট করেন আফিফ।

undefined

আবু ধাবি, ৩ ফেব্রুয়ারি : প্রথমবারের জন্য AFC এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল কাতার। ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারায় ২০২২ সালের বিশ্বকাপ আয়োজকরা। কাতারের হয়ে গোল করেন আলমোয়েজ় আলি, হাতিম ও আক্রম আফিফ। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন তাকুমি মিনামিনো।

এর আগে কাতার কখনও AFC এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকায়নি। অপরদিকে চারবার এশিয়া সেরার খেতাব জিতেছে জাপান। তাই ফাইনালের আগে ধারেভারে জাপান অনেক এগিয়ে ছিল। সেই হিসাবকে উলটে দিয়ে ফাইনালের শুরু থেকেই ম্যাচের দখল নেয় কাতার। ১২ মিনিটে বাইসাইকেল কিকে দুরন্ত গোল করেন আলি। চলতি টুর্নামেন্টে এটি তাঁর নবম গোল। যা একটি AFC এশিয়ান কাপে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। যদিও ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেও তিনি ফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সুদানের বংশোদ্ভুত হওয়ায় কাতার দলে আলির অন্তর্ভুক্তি নিয়ে প্রতিবাদ জানায় UAE। যদিও তা খারিজ হয়ে যায়।

২৭ মিনিটে হাতিমের ২০ গজ দূর থেকে নেওয়া শট বাঁক খেয়ে জাপানের গোলে জড়িয়ে যায়। ৬৯ মিনিটে জাপানের হয়ে ব্যবধান কমান তাকুমি। চলতি টুর্নামেন্টে প্রথম গোল হজম করে কাতার। নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেনাল্টি পায় কাতার। গোল করতে ভুল করেননি আফিফ। চলতি টুর্নামেন্টে তিনিও দুরন্ত ফর্মে ছিলেন। সাত ম্যাচে একটি গোলসহ ১০টি অ্যাসিস্ট করেন আফিফ।

undefined

New Delhi, Feb 03 (ANI): Ahead of the roll-out of the advanced 5G network protocol, researchers have revealed the sheer vulnerability in the network that allows for spying of data over airwaves. A research paper from the Technical University of Berlin, ETH Zurich and SINTEF Digital Norway details the privacy threat with the 5G network. The vulnerability affects Authentication and Key Agreement (AKA) that ensures your phone securely communicates with cellular networks, Cnet reports. It allows hackers or data thieves to steal information from 5G airwaves such as the number of calls made, text messages sent, and so on. Although the researchers tested the threat on an existing 4G network, the attacks can apply to 5G networks once they are available. The threat is in contradiction to the protection 5G was supposed to provide against International Mobile Subscriber Identity (IMSI) catchers which impersonate cell towers to spy on phones with older connections. As the vulnerability has been discovered well ahead of the protocol roll-out, researchers could possibly fix the loophole. 5G is scheduled to be rolled out at the end of 2019.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.