ETV Bharat / sports

প্রিমিয়ার লিগে COVID-19 আক্রান্ত এক - COVID-19

গত সপ্তাহে 2,250 জনের COVID-19 পরীক্ষা করে প্রিমিয়ার লিগ । তার মধ্যে একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

COVID-19 positive case in EPL
ইংলিশ প্রিমিয়ার লিগে কোরোনা ভাইরাস আক্রান্ত
author img

By

Published : Jun 30, 2020, 2:58 PM IST

লন্ডন, 30 জুন : প্রিমিয়ার লিগে কোরোনা ভাইরাসের থাবা । লিগের তরফে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, 22 জুন থেকে 28 জুনের মধ্যে যেসব কর্মী ও ফুটবলারদের COVID-19 পরীক্ষা করা হয়েছে । তাঁঁদের মধ্যে একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

কোরোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর 17 জুন শুরু হয় প্রিমিয়ার লিগ । লিগ শুরুর পর একসঙ্গে অনেকের কোরোনা ভাইরাস টেস্ট করা হয়েছিল । দ্বিতীয় পর্যায়ে গত সপ্তাহে ক্লাবের 2,250 কর্মী ও ফুটবলারদের COVID-19 পরীক্ষা করা হয় । তাঁঁদের মধ্যে একজনের রিপোর্ট পজ়িটিভ আসে । প্রথম পর্যায়ে পরীক্ষাতে একজনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মিলেছিল । তবে প্রিমিয়ার লিগের তরফে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি । কোনও ক্লাব এই বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি ।

কোরোনা ভাইরাসের প্রভাব অর্থনৈতিক দিক থেকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের উপর ফেলেছে । অ্যাসোসিয়েশনের তরফে 82 জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 370 মিলিয়ন অ্যামেরিকান ডলারের ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন । FA কাপ সেমিফাইনাল এবং ফাইনাল দর্শকশূন্য ওয়েম্বলি মাঠে হবে । সেক্ষেত্রে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ জুলাই মাসে ওয়েম্বলিতে হওয়ার কথা ছিল । আপাতত এই টুর্নামেন্ট পরের বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ।

ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলা ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে । FA-এর চেয়ারম্যান গ্রেগ ক্লার্ক গতকাল বলেন, “আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে । সেই ক্ষতি মেটানোর মতো ক্ষমতা আমাদের নেই । কোরোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে এবং এর প্রভাব দীর্ঘ বছর ধরে থাকবে ।” ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী মার্চ থেকে 43,500-র বেশি কোরোনা ভাইরাস সংক্রান্ত মৃত্যু হয়েছে । চলতি মাস থেকে ফুটবল ও অন্যান্য খেলা শুরু হলেও সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে ।

প্রিমিয়ার লিগে COVID-19 আক্রান্ত এক

লন্ডন, 30 জুন : প্রিমিয়ার লিগে কোরোনা ভাইরাসের থাবা । লিগের তরফে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, 22 জুন থেকে 28 জুনের মধ্যে যেসব কর্মী ও ফুটবলারদের COVID-19 পরীক্ষা করা হয়েছে । তাঁঁদের মধ্যে একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

কোরোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর 17 জুন শুরু হয় প্রিমিয়ার লিগ । লিগ শুরুর পর একসঙ্গে অনেকের কোরোনা ভাইরাস টেস্ট করা হয়েছিল । দ্বিতীয় পর্যায়ে গত সপ্তাহে ক্লাবের 2,250 কর্মী ও ফুটবলারদের COVID-19 পরীক্ষা করা হয় । তাঁঁদের মধ্যে একজনের রিপোর্ট পজ়িটিভ আসে । প্রথম পর্যায়ে পরীক্ষাতে একজনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মিলেছিল । তবে প্রিমিয়ার লিগের তরফে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি । কোনও ক্লাব এই বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি ।

কোরোনা ভাইরাসের প্রভাব অর্থনৈতিক দিক থেকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের উপর ফেলেছে । অ্যাসোসিয়েশনের তরফে 82 জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 370 মিলিয়ন অ্যামেরিকান ডলারের ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন । FA কাপ সেমিফাইনাল এবং ফাইনাল দর্শকশূন্য ওয়েম্বলি মাঠে হবে । সেক্ষেত্রে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ জুলাই মাসে ওয়েম্বলিতে হওয়ার কথা ছিল । আপাতত এই টুর্নামেন্ট পরের বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ।

ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলা ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে । FA-এর চেয়ারম্যান গ্রেগ ক্লার্ক গতকাল বলেন, “আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে । সেই ক্ষতি মেটানোর মতো ক্ষমতা আমাদের নেই । কোরোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে এবং এর প্রভাব দীর্ঘ বছর ধরে থাকবে ।” ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী মার্চ থেকে 43,500-র বেশি কোরোনা ভাইরাস সংক্রান্ত মৃত্যু হয়েছে । চলতি মাস থেকে ফুটবল ও অন্যান্য খেলা শুরু হলেও সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.