ETV Bharat / sports

ISL খেলুক ইস্টবেঙ্গল চাইছেন প্রবীর দাস - কলকাতা

সাফল্যের আলো এখন প্রবীরের ওপর । আর্থিক অনটন,অসুস্থতা, চোট আঘাতের বাধা পেরিয়ে বাঙালি ফুটবলারটি প্রতিষ্ঠিত । মাঝের সময়ে জিকো, রবার্ট পিরেস, আন্দ্রে স্যান্টোসের ফুটবল ব্যক্তিত্বদের সঙ্গে সাজঘরে কাটানোর অভিজ্ঞতা যে কাজে লেগেছে মানছেন । এটিকের জার্সিতে দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে প্রবীরের ।

প্রবীর দাস
প্রবীর দাস
author img

By

Published : Jul 30, 2020, 10:28 PM IST

কলকাতা, 30 জুলাই : ইন্ডিয়ান সুপার লিগ খেলুক ইস্টবেঙ্গল ৷ ISL-এর মঞ্চে দ্রুত লাল-হলুদকে দেখতে চান প্রবীর দাস । এটিকে মোহনবাগান নাম নিয়ে ISL খেলবে সবুজ মেরুন । প্রবীর চান দুই শতাব্দী প্রাচীন ক্লাবের পারস্পরিক ফুটবল যুদ্ধ ।

ISL দেশের সেরা ফুটবল মঞ্চ । সেখানে কলকাতার এক প্রধান আসার পরে আর এক পাওয়ার হাউজ় চলে আসলে ফুটবলের আকর্ষণ আরও বাড়বে, বিশ্বাস বাঙালি ফুটবলারের । সবুজ-মেরুন জার্সি প্রবীর দাসের জীবনের কঠিন সময়ের সঙ্গী । এই জার্সিতেই নিজের ফুটবল ফুটবল সত্ত্বা ফিরে পেয়েছিলেন । এবার ফের সবুজ-মেরুন জার্সি পড়ার সুযোগ পেয়ে ভীষণ খুশি তারকা উইং ব্যাক ।

"দুঃসময়ে মোহনবাগান আমার পাশে দাঁড়িয়েছিল । 2015 সালে মোহনবাগানের ফুটবলার হিসেবে আমার প্রতিষ্ঠা । এখন সেরা সময় কাটাচ্ছি এটিকেতে । এখন দুটো ক্লাব একসঙ্গে হয়ে গিয়েছে । নতুনভাবে শুরু করতে চাই । সেরাটা দিতে তৈরি আমি,"বলছিলেন প্রবীর ।

আরও পড়ুন :-পাকিস্তান ক্রিকেট বোর্ডের জিরো টলারেন্স নীতি শুধুমাত্র আমার জন্য : দিনেশ কানারিয়া

সাফল্যের আলো এখন প্রবীরের ওপর । আর্থিক অনটন,অসুস্থতা, চোট আঘাতের বাধা পেরিয়ে বাঙালি ফুটবলারটি প্রতিষ্ঠিত । মাঝের সময়ে জিকো, রবার্ট পিরেস, আন্দ্রে স্যান্টোসের ফুটবল ব্যক্তিত্বদের সঙ্গে সাজঘরে কাটানোর অভিজ্ঞতা যে কাজে লেগেছে মানছেন । এটিকের জার্সিতে দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে প্রবীরের । নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যুবভারতী ক্রীড়াঙ্গনের সমর্থকদের স্বতস্ফূর্ত সমর্থনকে কৃতিত্ব দিতে চান । তাদের সমর্থনে বেঙ্গালুরু FC-কে হারানো সম্ভব হয়েছিল বলে মনে করেন প্রবীর । 26 বছর বয়সী বাঙালি উইংব্যাক নতুন বছরে ফের নিজেকে মেলে ধরতে চান । চোট আঘাত পাওয়ার কঠিন সময়ে এটিকের পাশে দাঁড়ানো ভুলতে পারেননি । তাই এবার ফিট থেকে সেরাটা দিতে চান ।

কলকাতা, 30 জুলাই : ইন্ডিয়ান সুপার লিগ খেলুক ইস্টবেঙ্গল ৷ ISL-এর মঞ্চে দ্রুত লাল-হলুদকে দেখতে চান প্রবীর দাস । এটিকে মোহনবাগান নাম নিয়ে ISL খেলবে সবুজ মেরুন । প্রবীর চান দুই শতাব্দী প্রাচীন ক্লাবের পারস্পরিক ফুটবল যুদ্ধ ।

ISL দেশের সেরা ফুটবল মঞ্চ । সেখানে কলকাতার এক প্রধান আসার পরে আর এক পাওয়ার হাউজ় চলে আসলে ফুটবলের আকর্ষণ আরও বাড়বে, বিশ্বাস বাঙালি ফুটবলারের । সবুজ-মেরুন জার্সি প্রবীর দাসের জীবনের কঠিন সময়ের সঙ্গী । এই জার্সিতেই নিজের ফুটবল ফুটবল সত্ত্বা ফিরে পেয়েছিলেন । এবার ফের সবুজ-মেরুন জার্সি পড়ার সুযোগ পেয়ে ভীষণ খুশি তারকা উইং ব্যাক ।

"দুঃসময়ে মোহনবাগান আমার পাশে দাঁড়িয়েছিল । 2015 সালে মোহনবাগানের ফুটবলার হিসেবে আমার প্রতিষ্ঠা । এখন সেরা সময় কাটাচ্ছি এটিকেতে । এখন দুটো ক্লাব একসঙ্গে হয়ে গিয়েছে । নতুনভাবে শুরু করতে চাই । সেরাটা দিতে তৈরি আমি,"বলছিলেন প্রবীর ।

আরও পড়ুন :-পাকিস্তান ক্রিকেট বোর্ডের জিরো টলারেন্স নীতি শুধুমাত্র আমার জন্য : দিনেশ কানারিয়া

সাফল্যের আলো এখন প্রবীরের ওপর । আর্থিক অনটন,অসুস্থতা, চোট আঘাতের বাধা পেরিয়ে বাঙালি ফুটবলারটি প্রতিষ্ঠিত । মাঝের সময়ে জিকো, রবার্ট পিরেস, আন্দ্রে স্যান্টোসের ফুটবল ব্যক্তিত্বদের সঙ্গে সাজঘরে কাটানোর অভিজ্ঞতা যে কাজে লেগেছে মানছেন । এটিকের জার্সিতে দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে প্রবীরের । নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যুবভারতী ক্রীড়াঙ্গনের সমর্থকদের স্বতস্ফূর্ত সমর্থনকে কৃতিত্ব দিতে চান । তাদের সমর্থনে বেঙ্গালুরু FC-কে হারানো সম্ভব হয়েছিল বলে মনে করেন প্রবীর । 26 বছর বয়সী বাঙালি উইংব্যাক নতুন বছরে ফের নিজেকে মেলে ধরতে চান । চোট আঘাত পাওয়ার কঠিন সময়ে এটিকের পাশে দাঁড়ানো ভুলতে পারেননি । তাই এবার ফিট থেকে সেরাটা দিতে চান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.