দিল্লি, 14 জুন: দেখতে দেখতে আন্তর্জাতিক ফুটবলে 15টা বছর কাটিয়ে ফেললেন ৷ 2005 সালের 12 জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল সুনীল ছেত্রীর ৷ প্রথম ম্যাচেই গোল করে জাত চিনিয়েছিলেন ছোটোখাটো চেহারার এই ফুটবলার ৷ তারপর কেটে গেছে অনেকগুলো বছর ৷ বর্তমানে ভারতীয় ফুটবল আর সুনীল ছেত্রী যেন সমার্থক ৷ কিন্তু এই সাফল্যের রহস্য কী ? আন্তর্জাতিক কেরিয়ারের 15 বছর পূর্তি উপলক্ষ্যে সেই রহস্যই ফাঁস করেছেন তিনি ৷
মাঠে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য অনুপ্রেরণা লাগে ৷ আর সেই প্রেরণা জোগাতে সাহায্য করে পরিবার ও কাছের বন্ধুরা ৷ যাদের পরামর্শ, সমালোচনা সঠিক পথে এগোতে সাহায্য করে ৷ ভারতীয় ফুটবলের অফিশিয়াল ইনস্টাগ্রামে লাইভে 35 বছরের সুনীল বলেছেন, "নিজেকে এমন কিছু মানুষ দিয়ে ঘিরে রাখুন যারা আপনার উন্নতিতে সাহায্য করবে ৷ শুভাকাঙ্খীরা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ৷ এতে আপনি দিন দিন আরও দক্ষ হয়ে উঠবেন ৷"
কাছের মানুষের ভালোবাসা, সমর্থন যেমন দরকার তেমনই সমালোচনারও প্রয়োজন রয়েছে বলে মনে করেন দেশের হয়ে 72টি গোল করা সুনীল ৷ তাঁর কথায়, "আমার টিম পর্দার পিছন থেকে কাজ করে ৷ সেই টিমে রয়েছে কাছের বন্ধু, স্ত্রী ও আমার পরিবার ৷ তাদের বিষয়ে কেউ কিছু জানে না ৷ আমি শুধু মাঠে নেমে নিজের কাজটা করি ৷ সঠিক পরামর্শ দিয়ে, ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে আমার উন্নতিতে তারা সাহায্য করে ৷"