কলকাতা, 2 মে : কলকাতা ক্লাব ফুটবলে ফের ফিরে আসার স্বপ্ন দেখছেন পেন ওরজি । ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডফিল্ডার লাল হলুদ জার্সিতে দাপিয়ে খেলার পর কার্যত হারিয়ে গেছেন । গত মরসুমে গোয়ার ভাস্কো স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছিলেন । একটি স্কুলের স্পোর্টস অ্যাকাডেমির উদ্বোধনে কলকাতায় এসেছেন নাইজেরিয়ান মিডফিল্ডার । সেখানে এসে জানালেন দলবদলের মরসুমে তাঁকে দলে নেওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতার কয়েকটি ক্লাব নাকি কথা বলেছে । তা থেকেই আশায় বুক বাঁধছেন পেন ওরজি ।
অমৃতা বিদ্যালয়ামের স্পোর্টস অ্যাকাডেমির উদ্বোধনে এসে পেন ওরজি নতুন প্রতিভার অন্বেষণ ও তাদের গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেছেন । শুধু তাই নয় এই উদ্যোগে তিনি মেন্টর হিসেবে কাজ করার কথা বলেছেন । ফুটবল, ক্রিকেট দাবা তিরন্দাজ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে অমৃত বিদ্যালয়াম স্পোর্টস অ্যাকাডেমিতে । প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একসময়ে ট্রেভর জেমসের কোচিংয়ে দুরন্ত ছন্দে ছিলেন নাইজেরিয়ান মিডফিল্ডার । এরপর কলকাতার ক্লাব ফুটবলে দাপুটে ফুটবলার পোলান্ডে চলে গেছিলেন । অবশ্য সেখানে তাঁর পারফরম্যান্স প্রত্যাশিত মান স্পর্শ করতে ব্যর্থ । ফলে ভারতীয় ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করেছিলেন পেন ওরজি । কলকাতা ক্লাব ফুটবলে দ্বিতীয় ইনিংসটা সুখকর হয়নি । ফিরে আসার লক্ষ্যে ইস্টবেঙ্গলের সেই সময়ের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন বলেও স্বীকার করেছেন নাইজেরিয়ান মিডফিল্ডার ।
ট্রেভর জেমস মরগ্যানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে । শুনেছেন মোহনবাগানের কোচ হতে পারেন মরগ্যান । তাঁর মতে ভারতীয় ক্লাব ফুটবলে অস্ট্রেলিয়ান কোচের মত কোচ নেই । তাই পেনের মতে মোহনবাগান যদি মরগ্যানকে দায়িত্ব দেয় তাহলে তা সঠিক সিদধান্ত হবে । পাশাপাশি আজ পেন জানালেন কোচিং ডিগ্রি নেওয়ার ইচ্ছের কথা । তবে সবার আগে নিজিকে পুরানো ছন্দে ফিরে পেতে চান পেন ওরজি ।