মিউনিখ, 17 জুন : শুরুটা করেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এবার একই রাস্তায় ফরাসি তারকা পল পোগবা ৷ সাংবাদিক বৈঠকের সময়, তাঁর সামনে রাখা স্পনসরের বিয়ার বোতল সরালেন ৷ গতকাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরো স্পনসর কোকা-কোলার বোতল সরিয়ে দেন ৷
পোগবা নিজে একজন ধর্মপ্রাণ মুসলিম ৷ জার্মানির বিরুদ্ধে ম্যাচ জেতার পর সাংবাদিক বৈঠক করেন পোগবা ৷ সেখানে তাঁকে দেখা যায় বিয়ারের বোতল তাঁর চোখের সামনে থেকে সরাতে ৷
ধর্ম প্রাণ মুসলিম সম্প্রদায়ের কাছে যে কোনও প্রকার মদ্যপান করা নিষিদ্ধ ৷ তাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ওই বিয়ারের প্রচার করতে চাননি ৷ যদিও ওই বিয়ার প্রস্তুতকারী সংস্থাটি ইউরো 2020-র টাইটেল স্পনসর ৷
পর্তুগাল ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে একই কাজ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেদিন তাঁর সামনে রাখা কোকা-কোলার বোতল সরিয়ে দেন সিআরসেভেন ৷
ফিটনেস ফ্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই বলেন, ছেলেকে সফ্ট ড্রিঙ্ক পান করতে দেখে তিনি বিরক্ত হন ৷ তাঁর টেবিলের সামনের দুটি কোকা-কোলার বোতল সরিয়ে দিয়ে পর্তুগিজ ভাষায় পানীয় খাওয়ার উপদেশ দেন সিআর সেভেন । তাঁকে কোকা-কোলার প্রতি বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় ৷
আরও পড়ুন : WTC Final : বিরাট নিজের ভুল শোধরাতে জানেন : সচিন
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ নিজের ফিটনেস নিয়ে কঠিন পরিশ্রম করেন ৷ নিজের ডায়েট নিয়েও যথেষ্ট সচেতন তিনি ৷
রোনাল্ডোর বোতল সরানোর প্রসঙ্গে জবাব দিয়েছে কোকা-কোলা ৷ প্রত্যেকেই তাঁদের পানীয় পছন্দ করে বলে জানিয়েছে তাঁরা ৷ এখন দেখার কোকা-কোলার পর পোগবার বিয়ারের বোতল সরানো নিয়ে ওই বিয়ার প্রস্তুতকারী সংস্থা কোনও প্রতিক্রিয়া দেয় কি না ৷