ETV Bharat / sports

কোরোনা মুক্ত নেইমার, ফিরলেন অনুশীলনে

বৃহস্পতিবার লিগ ওয়ানের ম্যাচে দলের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে নতুন ক্লাব লেন্সের কাছে 0-1 গোলে হেরে যায় PSG ।

Neymer
Neymer
author img

By

Published : Sep 12, 2020, 3:43 PM IST

Updated : Sep 12, 2020, 7:17 PM IST

প্যারিস, 12 সেপ্টেম্বর : কোরোনা মুক্ত হয়েছেন । আইসোলেশন থেকে বেরিয়ে অনুশীলনে যোগ দিতে পেরে বেজায় খুশি PSG ফরোয়ার্ড নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র ‌।

PSG টিমের সাতজন কোরোনা আক্রান্ত খেলোয়াড়ের মধ্যে একজন ছিলেন বছর আঠাশের নেইমার । কিলিয়ন এমবাপে, মাউরো ইকার্দি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনার্দো পারেদেশ, কেইলর নাভাসদের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার । সেখানে বাকিদের সঙ্গে তিনিও কোরোনা আক্রান্ত হন । সম্প্রতি অনুশীলনে ফিরে টুইটারে ব্রাজিলিয়ান লিখেছেন, "আজ অনুশীলনে ফিরলাম । আমি খুব খুশি । হ্যাশ ট্যাগ কোরোনা আউট ।"

বৃহস্পতিবার লিগ ওয়ানের ম্যাচে দলের তারকা খেলোয়াড় দের অনুপস্থিতিতে নতুন ক্লাব লেন্সের কাছে 0-1 গোলে হেরে যায় PSG । লিগ ওয়ান চ্যাম্পিয়নদের এই করুণ পরিস্থিতির নেইমার, এমবাপেদের অনুপস্থিতিকে দায়ি করা হচ্ছে । রবিবার লিগের দ্বিতীয় ম্যাচে নেইমারদের প্রতিপক্ষ গত মরশুমের রানার্স দল মার্সেইলে । সেই ম্যাচে নেইমারকে পাচ্ছে PSG ।

প্যারিস, 12 সেপ্টেম্বর : কোরোনা মুক্ত হয়েছেন । আইসোলেশন থেকে বেরিয়ে অনুশীলনে যোগ দিতে পেরে বেজায় খুশি PSG ফরোয়ার্ড নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র ‌।

PSG টিমের সাতজন কোরোনা আক্রান্ত খেলোয়াড়ের মধ্যে একজন ছিলেন বছর আঠাশের নেইমার । কিলিয়ন এমবাপে, মাউরো ইকার্দি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনার্দো পারেদেশ, কেইলর নাভাসদের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার । সেখানে বাকিদের সঙ্গে তিনিও কোরোনা আক্রান্ত হন । সম্প্রতি অনুশীলনে ফিরে টুইটারে ব্রাজিলিয়ান লিখেছেন, "আজ অনুশীলনে ফিরলাম । আমি খুব খুশি । হ্যাশ ট্যাগ কোরোনা আউট ।"

বৃহস্পতিবার লিগ ওয়ানের ম্যাচে দলের তারকা খেলোয়াড় দের অনুপস্থিতিতে নতুন ক্লাব লেন্সের কাছে 0-1 গোলে হেরে যায় PSG । লিগ ওয়ান চ্যাম্পিয়নদের এই করুণ পরিস্থিতির নেইমার, এমবাপেদের অনুপস্থিতিকে দায়ি করা হচ্ছে । রবিবার লিগের দ্বিতীয় ম্যাচে নেইমারদের প্রতিপক্ষ গত মরশুমের রানার্স দল মার্সেইলে । সেই ম্যাচে নেইমারকে পাচ্ছে PSG ।

Last Updated : Sep 12, 2020, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.