ETV Bharat / sports

অমল আলোয় সাফল্যের খোঁজ দীপেন্দুর

author img

By

Published : Sep 25, 2019, 9:40 PM IST

Updated : Sep 25, 2019, 10:34 PM IST

চলতি লিগে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে হার ছাড়া বাকি ম্যাচে অপরাজিত মহমেডান । 38 বছর পরে লিগ জয়ের জোরালো সম্ভাবনা রেড রোডের ধারের ক্লাবে । ইতিহাস ফেরানোর আশায় দিন গুনছেন সাদা কালো সমর্থকরা ।

ছবি

কলকাতা, 25 সেপ্টেম্বর : অমল আলোয় সোনালি বিকেল ফিরিয়ে আনার ডাক দীপেন্দু বিশ্বাসের । সুব্রত ভট্টাচার্যের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর দিন থেকেই ডায়মন্ড সিস্টেমে মহমেডানকে খেলানোর কথা বলে আসছেন । পাসিং ফুটবলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করার কথা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে থাকবে তা জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস ।

প্রয়াত অমল দত্ত ডায়মন্ড সিস্টেমে মোহনবাগানকে খেলিয়ে দর্শক মনোরঞ্জন করেছিলেন । সেই দলের সদস্য তরুণ দীপেন্দু লিগে 10 ম্যাচে 13 গোল করে প্রতিষ্ঠা পেয়েছিলেন । ফলে অমল দত্ত ও তাঁর ডায়মন্ড সিস্টেমের প্রতি গভীর বিশ্বাস দীপু স্যারের ।

ভিডিয়োয় শুনুন দীপেন্দু বিশ্বাসের বক্তব্য

চলতি লিগে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে হার ছাড়া বাকি ম্যাচে অপরাজিত মহমেডান । এক ঝাঁক অখ্যাত বাঙালি ফুটবলার ও অখ্যাত বিদেশি নিয়ে সাফল্যের খোঁজে বিধায়ক টিডি । "ভালো খেলার সঙ্গে ভাগ্যের সাহায্য দরকার । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তা চাইছি," মন্তব্য আত্মবিশ্বাস ও অদৃষ্টবাদের মিশেল দীপেন্দুর ।

38 বছর পরে লিগ জয়ের জোরালো সম্ভাবনা রেড রোডের ধারের ক্লাবে । ইতিহাস ফেরানোর আশায় দিন গুনছেন সাদা কালো সমর্থকরা । মহমেডান টিডি জানাচ্ছেন, লিগ জিততে হলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট চাই । না হলে যাবতীয় স্বপ্ন শেষ । টিম মিটিংয়ে ফুটবলারদের চোয়াল চাপা কথা ও তাঁদের গত কয়েক দিনের শরীরের ভাষায় আশার দীপেন্দুর চোখে । প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কে প্রস্তুতি সেরে ফেলেছে মহমেডান থিংক ট্যাঙ্ক ।"

কলকাতা, 25 সেপ্টেম্বর : অমল আলোয় সোনালি বিকেল ফিরিয়ে আনার ডাক দীপেন্দু বিশ্বাসের । সুব্রত ভট্টাচার্যের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর দিন থেকেই ডায়মন্ড সিস্টেমে মহমেডানকে খেলানোর কথা বলে আসছেন । পাসিং ফুটবলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করার কথা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে থাকবে তা জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস ।

প্রয়াত অমল দত্ত ডায়মন্ড সিস্টেমে মোহনবাগানকে খেলিয়ে দর্শক মনোরঞ্জন করেছিলেন । সেই দলের সদস্য তরুণ দীপেন্দু লিগে 10 ম্যাচে 13 গোল করে প্রতিষ্ঠা পেয়েছিলেন । ফলে অমল দত্ত ও তাঁর ডায়মন্ড সিস্টেমের প্রতি গভীর বিশ্বাস দীপু স্যারের ।

ভিডিয়োয় শুনুন দীপেন্দু বিশ্বাসের বক্তব্য

চলতি লিগে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে হার ছাড়া বাকি ম্যাচে অপরাজিত মহমেডান । এক ঝাঁক অখ্যাত বাঙালি ফুটবলার ও অখ্যাত বিদেশি নিয়ে সাফল্যের খোঁজে বিধায়ক টিডি । "ভালো খেলার সঙ্গে ভাগ্যের সাহায্য দরকার । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তা চাইছি," মন্তব্য আত্মবিশ্বাস ও অদৃষ্টবাদের মিশেল দীপেন্দুর ।

38 বছর পরে লিগ জয়ের জোরালো সম্ভাবনা রেড রোডের ধারের ক্লাবে । ইতিহাস ফেরানোর আশায় দিন গুনছেন সাদা কালো সমর্থকরা । মহমেডান টিডি জানাচ্ছেন, লিগ জিততে হলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট চাই । না হলে যাবতীয় স্বপ্ন শেষ । টিম মিটিংয়ে ফুটবলারদের চোয়াল চাপা কথা ও তাঁদের গত কয়েক দিনের শরীরের ভাষায় আশার দীপেন্দুর চোখে । প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কে প্রস্তুতি সেরে ফেলেছে মহমেডান থিংক ট্যাঙ্ক ।"

Intro:অমল আলোয় সোনালি বিকেল ফিরিয়ে আনার ডাক দীপেন্দু বিশ্বাসের। সুব্রত ভট্টাচার্য এর ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর দিন থেকেই ডায়মন্ড সিস্টেমে মহমেডান কে খেলানোর কথা বলে আসছেন। পাসিং ফুটবলে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার চেষ্টা করার কথা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে থাকবে তা জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস। 97সালে প্রয়াত অমল দত্ত ডায়মন্ড সিস্টেমে মোহনবাগান কে খেলিয়ে দর্শক মনোরঞ্জন করেছিলেন। সেই দলের সদস্য তরুণ দীপেন্দু লিগে 10ম্যাচে 13 গোল করে প্রতিষ্ঠা পেয়েছিলেন।।ফলে অমল দত্ত ও তার ডায়মন্ড সিস্টেমের প্রতি গভীর বিশ্বাস দীপু স্যারের। চলতি লিগে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে হার ছাড়া বাকি ম্যাচে অপরাজিত মহমেডান। এক ঝাক অখ্যাত বাঙালি ফুটবলার ও অখ্যাত বিদেশি নিয়ে সাফল্যের খোঁজে বিধায়ক টিডি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুধু ভালো ফুটবল নয় ফোন টবল দেবতার দাক্ষিণ্য চাইছেন।"ভালো খেলার সঙ্গে ভাগ্যের সাহায্য দরকার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তা চাইছি," আত্মবিশ্বাস ও অদৃষ্টবাদের মিশেল দীপেন্দু কথায়। 38বছর পরে লিগ জয়ের জোরালো সম্ভাবনা রেড রোডের ধারের ক্লাবে। ইতিহাসের পূনরাবৃত্তির আশায় দিন গুনছে সাদা কালো সমর্থক কূল। মহমেডান টিডি বলছেন লিগ জিততে হলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট চাই। না হলে যাবতীয় স্বপ্ন শেষ। টিম মিটিংয়ে ফুটবলারদের চোয়াল চাপা কথা ও তাদের গত কয়েক দিনের শরীরি ভাষায় আশার দীপ দীপেন্দুর চোখে। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কে প্রস্তুতি সেরে ফেলেছে মহমেডান থিংক ট্যাঙ্ক।"ওদের দলে ভালো ফুটবলারের সংখ্যা অনেক।কোচ অভিঞ্জ এবং বিখ্যাত।তবে আমরাও পিছিয়ে নেই,"সমীহ থাকলেও সাহসীকতা কম নেই দীপেন্দুর গলায়।মোহনবাগানের বিরুদ্ধে পারফরম্যান্স এর পুনরাবৃত্তি চাইছেন তিনি। বাকিটা ফুটবল দেবতার ওপর ছাড়তে চান।


Body:মহমেডান


Conclusion:
Last Updated : Sep 25, 2019, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.