পানাজি, 11 জানুয়ারি : পরাজয়ের ধাক্কা নিয়ে আইএসএলের প্রথম পর্ব শেষ করল এটিকে মোহনবাগান । আজ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে 1-0 গোলে পরাজয়ের মুখ দেখতে হল হাবাসের দলকে । মুম্বইয়ের হয়ে ম্যাচের একমাত্র গোলদাতা ওবিজে । এই জয়ের ফলে 25 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরে চলে গেল সের্গেই লোবেরার দল ।
সেরা রক্ষণের সঙ্গে সেরা আক্রমণভাগের দ্বৈরথ । সমালোচকদের এই তত্ত্ব মানতে রাজি ছিলেন না এটিকে-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । পয়েন্ট টেবিলের শীর্ষস্থানাধিকারী দুই দলের লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল । দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে নিজেদের স্থান ধরে রেখে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চেয়েছিল দুই দল । পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণে বিরতির আগে ম্যাচের রাশ মুম্বই সিটি এফসির দখলে চলে এসেছিল । সানটানা, হুগো বোমাস, ফন্ড্রের ত্রিফলা আক্রমণের বানভাসিতে সবুজ মেরুনকে ব্যাকফুটে রাখলেও গোলের মুখ খুলতে তারা ব্যর্থ । এরজন্য সন্দেশ ঝিঙ্গানদের কৃতিত্ব দিতে হবে । একই সঙ্গে অরিন্দম ভট্টাচার্যের অবদানের কথাও বলতে হবে । এই সময় রয় কৃষ্ণর বল জোগানের অভাবে ভুগলেন । ফলে ফিজিয়ান গোলমেশিন নিষ্প্রভ হয়ে রইল ।
দ্বিতীয়ার্ধের শুরুতে হাবাস প্রবীর দাস এবং প্রীতম কোটালকে নিয়ে আসেন । গ্লেন মার্টিনের পরিবর্তে প্রীতম কোটাল মাঠে আসতেই রয় কৃষ্ণের সঙ্গে ডেভিড উইলিয়ামস জুড়ে যান । পাশাপাশি মনবীর সিংয়ের বদলে প্রবীর দাসকে জুড়ে দিয়ে আক্রমণে বাড়তি গতি নিয়ে আসতে চেয়েছিল এটিকে মোহনবাগান । ফলস্বরূপ 57 মিনিটে প্রতিআক্রমণে এডু গার্সিয়া মাঝমাঠ থেকে সোলো রানে গোলের মুখ খুলে ফেলেছিলেন । কিন্তু মুম্বই সিটি এফসি গোলরক্ষক অমরিন্দর সিংকে পরাস্ত করলেও এডু গার্সিয়ার গোল পাওয়ার বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট । 69 মিনিটে সানটানা, হুগো বোমাস এবং দিবিজের ত্রিমুখী ফলায় বিদ্ধ হয় সবুজ মেরুন । 72 মিনিটে ফের গোলের মুখ খুলে ফেলেছিলেন ফন্ড্রে । কিন্তু এবারও রক্ষাকর্তা সেই অরিন্দম ।
চোট সারিয়ে মাঠে ফিরলেও জাভি হার্নান্দেজ প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ । ফলে ব্র্যাড ইনমানকে নামিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন হাবাস । গোল করে এগিয়ে যাওয়ার পর সের্গেই লোবেরা রক্ষণভাগের দরজা বন্ধ করে দেন । রয় কৃষ্ণের জন্য বলের জোগান বন্ধ করার পাশাপাশি প্রবীর দাসের ডানপ্রান্তিক দৌড় এবং ডেভিড উইলিয়ামসকে নজরবন্দি করে রেখেছিলেন মুম্বইয়ের ডিফেন্ডাররা । তাদের কাজটি সহজ করেন মিডফিল্ডার রাওলিন বর্জেস । সারা ম্যাচ জুড়ে সাফল্যের সঙ্গে প্রতিপক্ষের বলের জোগান থামালেন তিনি । সবুজ মেরুনের আক্রমণ থামিয়ে উলটে প্রতিআক্রমণে সন্দেশ ঝিঙ্গান, তিরিদের অস্বস্তিতে রেখেছিল মুম্বই । যা থেকে আর বেরোতে পারেনি সবুজ মেরুন । অরিন্দম ভট্টাচার্য ফের অসাধারণ না হয়ে উঠলে এটিকে মোহনবাগানের লজ্জা আরও বাড়ত ।