কেরালা, 22 এপ্রিল: জল্পনা অনেকদিন ধরেই চলছিল । কিন্তু কোরোনার কারণে বন্ধ হয়ে যাওয়া আইলিগের ফয়সালা না হওয়া পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছিল না । সম্প্রতি মোহনবাগানকে আইলিগ জয়ী হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন । তারপরই তিলোত্তমার মায়া কাটিয়ে কেরালরা দিকে পা বাড়ালেন কোচ কিবু ভিকুনা । তাঁর নামের পাশে বসে গেল "প্রাক্তন মোহনবাগান কোচ" কথাটি । বুধবার আনুষ্ঠানিকভাবে ভিকুনাকে হেড কোচ হিসেবে নিযুক্ত করল ISL দল কেরালা ব্লাস্টার্স । একইসঙ্গে গত ISL-এর চূড়ান্ত ফ্লপ এলকো শাতোরিকে বরখাস্ত করেছে দলটি ।
স্প্যানিশ কোচ কিবু ভিকুনার ভারতীয় ফুটবলে অভিষেক হয়েছিল সবুজ মেরুন ডাগ আউটে । তার তত্ত্বাবধানেই আইলিগ ঘরে তুলেছে মোহনবাগান । ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার থেকে ISL খেলবে মোহনবাগান । পথ চলা শুরু হবে জুন মাস থেকে । ISL চ্যাম্পিয়ন হওয়ার পরই ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা স্পষ্ট করে দিয়েছিলেন যে নতুন মরশুমেও দলের কোচ থাকবেন অ্যান্তোনিও লোপেজ হাবাস । এরপরই আইলিগ জয়ী স্প্যানিশ কোচের কাছে প্রস্তাব আসে কেরালা ব্লাস্টার্সের । গত ISL-এ সাতনম্বরে শেষ করেছিল হলুদ ব্রিগেড । তাই ডাচ কোচ এলকো শাতোরির পরিবর্তে ভিকুনার ওপর আস্থা রাখছে দলটি ।
-
✍️Signings on Wednesday ✅
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
👨🏼🏫 Mentor ✅
🏆Champion ✅
We are happy to announce that Kibu Vicuña will take over as Head Coach for the upcoming season! 😃#YennumYellow #SwagathamKibu pic.twitter.com/cq8NNcaoGy
">✍️Signings on Wednesday ✅
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) April 22, 2020
👨🏼🏫 Mentor ✅
🏆Champion ✅
We are happy to announce that Kibu Vicuña will take over as Head Coach for the upcoming season! 😃#YennumYellow #SwagathamKibu pic.twitter.com/cq8NNcaoGy✍️Signings on Wednesday ✅
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) April 22, 2020
👨🏼🏫 Mentor ✅
🏆Champion ✅
We are happy to announce that Kibu Vicuña will take over as Head Coach for the upcoming season! 😃#YennumYellow #SwagathamKibu pic.twitter.com/cq8NNcaoGy