কলকাতা, 17 ফেব্রুয়ারি : চার্চিল ম্যাচের প্রস্তুতিতে মগ্ন মোহনবাগান । আই লিগের পয়েন্ট টেবিলে অবস্থানের বিচারে এই ম্যাচটিও কিবু ভিকুনার কাছে গুরুত্বপূর্ণ ৷ 12 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন তাঁরা । সদস্য সমর্থকরা আই লিগ খেতাব জয়ের উৎসব এখন থেকেই শুরু করেছেন ।
যদিও স্প্যানিশ কোচ সেই তালে তাল মেলাতে নারাজ । তিনি বলছেন, সামনের আটটি ম্যাচের মধ্যে বেশ কয়েকটি কঠিন ম্যাচ রয়েছে । 22 ফেব্রুয়ারি গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচটি অন্যতম । কল্যাণী স্টেডিয়ামে উইলিস প্লাজ়া কার্যত একাই নৌকাডুবির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন । ৪-২ গোলে ম্যাচ হেরেছিল মোহনবাগান । যদিও কিবু ভিকুনা মনে করেন সেদিন হারলেও তাঁর দল ভালো ফুটবল উপহার দিয়েছিল ৷
মাঝের সময়ে আই লিগের পট পরিবর্তন হয়েছে । ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান । দলের আগ্রাসী ফুটবলে নতুন স্বপ্ন বাগানে । কিবু ভিকুনা বলছেন, বদলার মেজাজে তাঁরা গোয়ায় পা রাখবেন না । বরং প্রতিপক্ষকে সমীহ করে নিজেদের জয়ের অভ্যাস বজায় রাখাই লক্ষ্য । চোট সারিয়ে ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস ফিট । সম্ভবত চার্চিল ম্যাচে ফের তিনি ফ্রান মোরান্তের সঙ্গে জুটি বাঁধবেন । তাঁর ফিট হয়ে ওঠা কিবু ভিকুনার কাছে ভালো খবর । তবে তিনি ব্যক্তি নয়, দলগত সংহতিতে বিশ্বাস করেন । এমনকী কার্ড সমস্যায় চার্চিল ম্যাচে খেলতে পারবেন না ধনচন্দ্র সিং ৷ তা নিয়েও চিন্তিত নন কিবু ৷