ETV Bharat / sports

ছোট্ট ভুলে ঘুরে যেতে পারে পরিস্থিতি, চেন্নাইয়ের বিরুদ্ধে সতর্ক ভিকুনা

author img

By

Published : Jan 29, 2020, 12:06 AM IST

প্রতিপক্ষ সম্পর্কে যাবতীয় হোমওয়ার্ক সেরে ফেলেছেন ভিকুনা । মঙ্গলবার দলের অনুশীলনে প্রতিপক্ষ চেন্নাই FC সম্পর্কে যাবতীয় আলোচনাও সেরে রাখলেন ৷ একই সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন ফ্রান গঞ্জালেস, জোসেবা বেইতিয়াদের ।

mohunbagan-vs-chennai
চেন্নাইয়ের বিরুদ্ধে সতর্ক ভিকুনা

কলকাতা, 28 জানুয়ারি : পয়েন্ট টেবিলের শীর্ষস্থান বেশ মজবুত করে ফেলেছে মোহনবাগান ৷ তবে এরই সঙ্গে দলকে সতর্কতার ঘেরাটোপে বাঁধতে চাইছেন কোচ কিবু ভিকুনা । বুধবার সকালে চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছে মোহনবাগান । তার আগে দলকে শেষবারের মত ঝালিয়ে নিলেন বাগান হেডস্যার ।

প্রতিপক্ষ সম্পর্কে যাবতীয় হোমওয়ার্ক সেরে ফেলেছেন ভিকুনা । মঙ্গলবার দলের অনুশীলনে প্রতিপক্ষ চেন্নাই FC সম্পর্কে যাবতীয় আলোচনাও সেরে রাখলেন ৷ একই সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন ফ্রান গঞ্জালেস, জোসেবা বেইতিয়াদের । তার মতে,"দল হিসেবে চেন্নাই FC-কে খাটো করে দেখার ভুল করতে আমরা রাজি নই । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওদের খেলা আমি দেখেছি । হারার মত খেলেনি । ফুটবলে একেকটা দিন একরকম হয়ে থাকে । সব কিছু করেও আসল কাজটা হয় না ।"একই সঙ্গে যোগ করেছেন, ফুটবলে একটা ছোট্ট ভুল পরিস্থিতি পুরো 180 ডিগ্রি ঘুরে যেতে পারে । তাই অবস্থা আয়ত্তে রাখতে চেন্নাইয়ের বিরুদ্ধে পুরো পয়েন্টের ভাবনা সবুজ মেরুনের ।

চেন্নাইয়ের বিরুদ্ধে সতর্ক ভিকুনা

চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের বড় সমস্যা দলের ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসের চোট । 14 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র ম্যাচের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না । এই অবস্থায় দলের ডিফেন্সকে নতুনভাবে সাজানো বড় চ্যালেঞ্জ কিবু ভিকুনার । ফ্রান মোরান্তের পাশে ফ্রান গঞ্জালেস প্রথম পছন্দ হলেও তাঁর খেলার সম্ভাবনা কম । সেক্ষেত্রে কিমকিমা কিংবা গুরজিন্দারকে দিয়ে সম্ভবত সাইরাসের অভাব পূরণ করবেন কিবু ভিকুনা । ইতিমধ্যে সামান্য সুযোগে বাজিমাত করেছেন তুর্সনোভ । চেন্নাইয়ের বিরুদ্ধে জোসেবা বেইতিয়া, বাবা দিওয়াড়া, তুর্সনোভকে নিয়ে আক্রমণের ত্রিফলা গড়তে চাইছেন মোহনবাগান কোচ । আই লিগের প্রথমার্ধের শেষ ম্যাচ বাকি সবুজ মেরুনের । তাই পয়েন্ট টেবিলের প্রথম স্থানটা আরও মজবুত রাখার দিকেই পাখির চোখ তাদের।

কলকাতা, 28 জানুয়ারি : পয়েন্ট টেবিলের শীর্ষস্থান বেশ মজবুত করে ফেলেছে মোহনবাগান ৷ তবে এরই সঙ্গে দলকে সতর্কতার ঘেরাটোপে বাঁধতে চাইছেন কোচ কিবু ভিকুনা । বুধবার সকালে চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছে মোহনবাগান । তার আগে দলকে শেষবারের মত ঝালিয়ে নিলেন বাগান হেডস্যার ।

প্রতিপক্ষ সম্পর্কে যাবতীয় হোমওয়ার্ক সেরে ফেলেছেন ভিকুনা । মঙ্গলবার দলের অনুশীলনে প্রতিপক্ষ চেন্নাই FC সম্পর্কে যাবতীয় আলোচনাও সেরে রাখলেন ৷ একই সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন ফ্রান গঞ্জালেস, জোসেবা বেইতিয়াদের । তার মতে,"দল হিসেবে চেন্নাই FC-কে খাটো করে দেখার ভুল করতে আমরা রাজি নই । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওদের খেলা আমি দেখেছি । হারার মত খেলেনি । ফুটবলে একেকটা দিন একরকম হয়ে থাকে । সব কিছু করেও আসল কাজটা হয় না ।"একই সঙ্গে যোগ করেছেন, ফুটবলে একটা ছোট্ট ভুল পরিস্থিতি পুরো 180 ডিগ্রি ঘুরে যেতে পারে । তাই অবস্থা আয়ত্তে রাখতে চেন্নাইয়ের বিরুদ্ধে পুরো পয়েন্টের ভাবনা সবুজ মেরুনের ।

চেন্নাইয়ের বিরুদ্ধে সতর্ক ভিকুনা

চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের বড় সমস্যা দলের ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসের চোট । 14 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র ম্যাচের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না । এই অবস্থায় দলের ডিফেন্সকে নতুনভাবে সাজানো বড় চ্যালেঞ্জ কিবু ভিকুনার । ফ্রান মোরান্তের পাশে ফ্রান গঞ্জালেস প্রথম পছন্দ হলেও তাঁর খেলার সম্ভাবনা কম । সেক্ষেত্রে কিমকিমা কিংবা গুরজিন্দারকে দিয়ে সম্ভবত সাইরাসের অভাব পূরণ করবেন কিবু ভিকুনা । ইতিমধ্যে সামান্য সুযোগে বাজিমাত করেছেন তুর্সনোভ । চেন্নাইয়ের বিরুদ্ধে জোসেবা বেইতিয়া, বাবা দিওয়াড়া, তুর্সনোভকে নিয়ে আক্রমণের ত্রিফলা গড়তে চাইছেন মোহনবাগান কোচ । আই লিগের প্রথমার্ধের শেষ ম্যাচ বাকি সবুজ মেরুনের । তাই পয়েন্ট টেবিলের প্রথম স্থানটা আরও মজবুত রাখার দিকেই পাখির চোখ তাদের।

Intro:পয়েন্ট টেবিলের মগডালে অবস্থান যত মজবুত হচ্ছে ততই দলকে সতর্কতার ঘেরাটোপে বাধতে চাইছেন কিবু ভিকুনা।বুধবার সকালে চেন্নাই এফসির বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছে মোহনবাগান।তার আগে দলকে শেষবারের মত ঝালিয়ে নিলেন বাগানের হেডস্যার। প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় হোমওয়ার্ক সেরে ফেলেছেন তিনি।ফলে দলের অনুশীলনে প্রতিপক্ষ চেন্নাই এফসি সম্পর্কে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন তিনি।একই সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন ফ্রান গঞ্জালেস, জোসেবা বেইটিয়াদের। তার মতে,"দল হিসেবে চেন্নাই এফসিকে খাটো করে দেখার ভুল করতে আমরা রাজি নই। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওদের খেলা আমি দেখেছি।হারার মত খেলেনি।ফুটবলে একেকটা দিন হয়ে থাকে।সব কিছু করেও আসল কাজটা হয় না।"একই সঙ্গে যোগ করেছেন ফুটবলে ছোট্ট ভুলে পরিস্থিতি পুরো একশো আশি ডিগ্রী ঘুরে যেতে পারে। তাই অবস্থা আয়ত্তে রাখতে চেন্নাইয়ের বিরুদ্ধে পুরো পয়েন্টের ভাবনা সবুজ মেরুনে।
চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের বড় সমস্যা দলের ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসের চোট।14ফেব্রুয়ারি কল্যানী স্টেডিয়ামে নেরোকা এফসির ম্যাচের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না।এই অবস্থায় দলের ডিফেন্সকে নতুনভাবে সাজানো বড় চ্যালেঞ্জ কিবু ভিকুনার। ফ্রান মোরান্তের পাশে ফ্রান গঞ্জালেস প্রথম পছন্দ হলেও তার সম্ভাবনা কম।সেক্ষেত্রে কিমকিমা কিংবা গুরজিন্দারকে দিয়ে সাইরাসের অভাব সম্ভবত পূরন করবেন কিবু ভিকুনা।ইতিমধ্যে সামান্য সুযোগে বাজিমাত করেছেন তুর্সনোভ।চেন্নাইয়ের বিরুদ্ধে জোসেবা বেইটিয়া, বাবাদিওয়ারা, তুর্সোভকে নিয়ে আক্রমনের ত্রিফলা গড়তে চাইছেন সবুজ মেরুন চাণক্য।আই লিগের প্রথমার্ধের শেষ ম্যাচ বাকি সবুজ মেরুনের।তাই পয়েন্ট টেবিলের প্রথম স্থানটা শক্তপোক্তভাবে আয়ত্তে রাখাই পাখির চোখ মোহনবাগানের।


Body:চেন্নাই


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.