ETV Bharat / sports

চেন্নাইয়ের বিরুদ্ধে রক্ষণ সামলে জয়ের খোঁজে মোহনবাগান

author img

By

Published : Jan 30, 2020, 7:50 PM IST

লিগের সবার উপরে থেকেই আগামীকাল চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে মোহনবাগান ৷ লিগে নিজেদের লিড আরও বাড়িয়ে নিতে চাইবে কিবু ভিকুনার দল ৷ আর ম্যাচে জয় তুলে নিয়ে সেই জয় কিংবদন্তি বাস্কেটবল খেলোয়ার প্রয়াত কোবে ব্রায়ান্টকে উৎসর্গ করতে চান বাগান ফুটবলার জোসেবা বেইতিয়া ৷

image
জয়ের খোঁজে মোহনবাগান

চেন্নাই, 30 জানুয়ারি : শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধেও জয়ের ধারা ধরে রাখতে চায় মোহনবাগান ৷ আর বাগানের সেই জয় কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় প্রয়াত কোবে ব্রায়ান্টকে উৎসর্গ করতে চান জোসেবা বেইতিয়া ।

কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু ঘিরে আবেগের বিস্ফোরণ হলেও সবুজ-মেরুন হেডস্যার কিন্তু বাস্তবের মাটিতেই আছেন । শেষ ম্যাচ জিতে আই লিগের প্রথম পর্ব শেষ করতে চাইছে মোহনবাগান । শুক্রবার চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন । এই মুহূর্তে 20পয়েন্ট নিয়ে সবার ওপরে কিবু ভিকুনার ছেলেরা । মোহনবাগান কোচ বলছেন জয়ের অভ্যাস ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য ।

চলতি আই লিগে প্রাথমিক ধাক্কা সরিয়ে দারুন ছন্দে মোহনবাগান । তবে দলকে আত্মতুষ্ট হতে বারণ করেছেন বাগান কোচ । চেন্নাই দলটি ইস্টবেঙ্গলের কাছে তাদের শেষ ম্যাচে হারলেও বিপক্ষকে হালকা করে নিচ্ছেন না কিবু ৷ প্রতিপক্ষের শেষ ম্যাচ দেখার পরে তার মনে হয়েছে প্রত্যাঘাত করার শক্তি এবং সামর্থ্য কাটসুমিদের রয়েছে । তাই দলকে কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি রাখছেন তিনি ।

চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের বড় সমস্যা চোটের জন্য় ত্রিনিদাদ ও টোবাগোর ডিফেন্ডার সাইরাসের ছিটকে যাওয়া । ফলে ফ্রান মোরান্তের পাশে ফ্রান গঞ্জালেস না কিমকিমা কিংবা গুরজিন্দারের মধ্যে কোনও একজনকে জুড়ে দেওয়ার ভাবনা বাগান কোচের ৷ অন্যদিকে জোসেবা বেইতিয়ার পাশে সাহিলের সাফল্যের ওপর আক্রমণের অনেক কিছু নির্ভর করবে । আক্রমণে পাপা বাবা দিওয়াড়ার পাশে সুয়ের ভিপি রয়েছেন । উইংয়ে তুর্সনোভকে প্রথম থেকেই খেলানো হবে । নেরোকা FC-র বিরুদ্ধে মাঠে নেমে গোল করেছিলেন । তাই গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আক্রমণ ও রক্ষণের ভারসাম্যে জোর দিচ্ছেন কিবু ভিকুনা ।

চেন্নাই, 30 জানুয়ারি : শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধেও জয়ের ধারা ধরে রাখতে চায় মোহনবাগান ৷ আর বাগানের সেই জয় কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় প্রয়াত কোবে ব্রায়ান্টকে উৎসর্গ করতে চান জোসেবা বেইতিয়া ।

কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু ঘিরে আবেগের বিস্ফোরণ হলেও সবুজ-মেরুন হেডস্যার কিন্তু বাস্তবের মাটিতেই আছেন । শেষ ম্যাচ জিতে আই লিগের প্রথম পর্ব শেষ করতে চাইছে মোহনবাগান । শুক্রবার চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন । এই মুহূর্তে 20পয়েন্ট নিয়ে সবার ওপরে কিবু ভিকুনার ছেলেরা । মোহনবাগান কোচ বলছেন জয়ের অভ্যাস ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য ।

চলতি আই লিগে প্রাথমিক ধাক্কা সরিয়ে দারুন ছন্দে মোহনবাগান । তবে দলকে আত্মতুষ্ট হতে বারণ করেছেন বাগান কোচ । চেন্নাই দলটি ইস্টবেঙ্গলের কাছে তাদের শেষ ম্যাচে হারলেও বিপক্ষকে হালকা করে নিচ্ছেন না কিবু ৷ প্রতিপক্ষের শেষ ম্যাচ দেখার পরে তার মনে হয়েছে প্রত্যাঘাত করার শক্তি এবং সামর্থ্য কাটসুমিদের রয়েছে । তাই দলকে কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি রাখছেন তিনি ।

চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের বড় সমস্যা চোটের জন্য় ত্রিনিদাদ ও টোবাগোর ডিফেন্ডার সাইরাসের ছিটকে যাওয়া । ফলে ফ্রান মোরান্তের পাশে ফ্রান গঞ্জালেস না কিমকিমা কিংবা গুরজিন্দারের মধ্যে কোনও একজনকে জুড়ে দেওয়ার ভাবনা বাগান কোচের ৷ অন্যদিকে জোসেবা বেইতিয়ার পাশে সাহিলের সাফল্যের ওপর আক্রমণের অনেক কিছু নির্ভর করবে । আক্রমণে পাপা বাবা দিওয়াড়ার পাশে সুয়ের ভিপি রয়েছেন । উইংয়ে তুর্সনোভকে প্রথম থেকেই খেলানো হবে । নেরোকা FC-র বিরুদ্ধে মাঠে নেমে গোল করেছিলেন । তাই গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আক্রমণ ও রক্ষণের ভারসাম্যে জোর দিচ্ছেন কিবু ভিকুনা ।

Intro:প্রয়াত কিংবদন্তি বাস্কটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টকে চেন্নাই এফসির বিরুদ্ধে জিতে উৎসর্গ করতে চান জোসেবা বেইটিয়া।কিংবদন্তি।বাস্কটবল খেলোয়াড়ের প্রয়ান ঘিরে আবেগের বিস্ফোরণ হলেও সবুজ মেরুন হেডস্যার বাস্তবের মাটিতে।
শেষ ম্যাচ জিতে আই লিগের প্রথম পর্ব শেষ করতে চাইছে মোহনবাগান।শুক্রবার চেন্নাই এফসির বিরুদ্ধে খেলতে নামবে সবুজ মেরুন। এই মুহূর্তে 20পয়েন্ট নিয়ে সবার ওপরে কিবু ভিকুনার ছেলেরা। মোহনবাগান কোচ বলছেন জয়ের অভ্যাস ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য। চলতি আই লিগে প্রাথমিক ধাক্কা সরিয়ে মোহনবাগান দারুন ছন্দে। দলের এই মরিয়া মনোভাবই কিবু ভিকুনার তুরুপের তাস। তবে দলকে আত্মতুষ্ট হতে বারণ করেছেন। চেন্নাই দলটি ইস্টবেঙ্গলের কাছে তাদের শেষ ম্যাচে হারলেও ঘুরে দাড়াতে মরিয়া হবে বলে নিশ্চিত সবুজ মেরুন কোচ। প্রতিপক্ষের শেষ ম্যাচ দেখার পরে তার মনে হয়েছে প্রত্যাঘাত করার শক্তি এবং সামর্থ্য কাটসুমিদের রয়েছে।তাই দলকে কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি রাখছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের বড় সমস্যা চোটের কারনে ক্যারিবিয়ান ডিফেন্ডারের ছিটকে যাওয়া।ফলে ফ্রান মোরান্তে র পাশে ফ্রান গঞ্জালেস না কিমকিমা কিংবা গুরজিন্দারের মধ্যে কোনও একজন কে জুড়ে দেবেন, তা নিয়ে পরিকল্পনা চলছে।তবে রক্ষন সামলাতে ইন্দো স্পেন জুটি হয়ত হতে চলেছে।কারন ফ্রান গঞ্জালেস কে ব্যাকফোরে নামিয়ে দিলে ডিফেনসিভ মিডফিল্ডারের দায়িত্ব সামলাতে হবে শেখ সাহিলকে। জোসেবা বেইটিয়ার পাশে সাহিলের সাফল্যের ওপর অনেক কিছু নির্ভর করবে।আক্রমনে পাপা বাবা দিওয়াড়ার পাশে সুয়ের ভিপি রয়েছেন।উইংয়ে তুর্সনোভ কে প্রথম থেকেই খেলানো হবে। নেরোকা এফসির বিরুদ্ধে মাঠে নেমে গোল করেছিলেন।তাই গতবারের চ্যাম্পিয়ন দের বিরুদ্ধে আক্রমণ ও রক্ষণের ভারসাম্যে জোর কিবু ভিকুনার।


Body:ম্যাচ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.