ETV Bharat / sports

চাপ কাটাতে সমুদ্রতটে বাগান ফুটবলাররা

28অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে নামবে মোহনবাগান । চলতি মরশুমের প্রথম দুটো টুর্নামেন্টে মোহনবাগানকে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে । সাফল্যের খাতাটা পদ্মা পারে খুলতে মরিয়া কিবু ভিকুনা । সেই কারণে আপাত হালকা মেজাজে দল৷

চাপ কাটাতে সমুদ্রতটে বাগান ফুটবলাররা
author img

By

Published : Oct 27, 2019, 9:31 AM IST

কলকাতা, 27 অক্টোবর : শেষ চারের জায়গা পাকা । এবার নতুন চ্যালেঞ্জ ।প্রতিযোগিতার চাপ থেকে দলকে সরাতে মাঠ থেকে ফুটবলারদের দূরে রাখলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে সবুজ মেরুন । 62 মিনিটে সুয়ের ভিপির গোল শেষ চারের রাস্তা গড়ে দিয়েছিল । ফুটবলারদের লড়াকু মানসিকতার প্রশংসায় মোহনবাগানের স্পেনীয় কোচ ।

প্রথম ম্যাচে হারের পরে দুটো ম্যাচ ফুটবলারদের মরিয়া মনোভাব সাফল্যের আশা যোগাচ্ছে কলকাতার দলকে । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি দল নিয়ে নিজের আশার কথা গোপন করেননি । একই সঙ্গে বলেছিলেন দলের চাপ সরাতে মাঝের সময় ফুটবলারদের মাঠ থেকে সরিয়ে রাখতে চান । সেইমতো শনিবার সকালে ফুটবলারদের নিয়ে শহর ঘুরতে বেরিয়ে ছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট ।

বুড়িগঙ্গার ধারে, চট্টগ্রামের সমুদ্র সৈকতে ঘুরে বেড়িয়েছে দলের ফুটবলাররা । 28অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে নামবে মোহনবাগান । চলতি মরশুমের প্রথম দুটো টুর্নামেন্টে মোহনবাগানকে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে । সাফল্যের খাতাটা পদ্মা পারে খুলতে মরিয়া কিবু ভিকুনা । সেই কারণে আপাত হালকা মেজাজে দলের রাশটা কড়াভাবে বেঁধে দিলেন মোহনবাগানের হেডস্যার ।

কলকাতা, 27 অক্টোবর : শেষ চারের জায়গা পাকা । এবার নতুন চ্যালেঞ্জ ।প্রতিযোগিতার চাপ থেকে দলকে সরাতে মাঠ থেকে ফুটবলারদের দূরে রাখলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে সবুজ মেরুন । 62 মিনিটে সুয়ের ভিপির গোল শেষ চারের রাস্তা গড়ে দিয়েছিল । ফুটবলারদের লড়াকু মানসিকতার প্রশংসায় মোহনবাগানের স্পেনীয় কোচ ।

প্রথম ম্যাচে হারের পরে দুটো ম্যাচ ফুটবলারদের মরিয়া মনোভাব সাফল্যের আশা যোগাচ্ছে কলকাতার দলকে । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি দল নিয়ে নিজের আশার কথা গোপন করেননি । একই সঙ্গে বলেছিলেন দলের চাপ সরাতে মাঝের সময় ফুটবলারদের মাঠ থেকে সরিয়ে রাখতে চান । সেইমতো শনিবার সকালে ফুটবলারদের নিয়ে শহর ঘুরতে বেরিয়ে ছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট ।

বুড়িগঙ্গার ধারে, চট্টগ্রামের সমুদ্র সৈকতে ঘুরে বেড়িয়েছে দলের ফুটবলাররা । 28অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে নামবে মোহনবাগান । চলতি মরশুমের প্রথম দুটো টুর্নামেন্টে মোহনবাগানকে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে । সাফল্যের খাতাটা পদ্মা পারে খুলতে মরিয়া কিবু ভিকুনা । সেই কারণে আপাত হালকা মেজাজে দলের রাশটা কড়াভাবে বেঁধে দিলেন মোহনবাগানের হেডস্যার ।

Intro:শেষচারের জায়গা পাকা।এবার নতুন চ্যালেঞ্জ।প্রতিযোগিতা র চাপ থেকে দলকে সরাতে মাঠ থেকে ফুটবলারদের দূরে রাখলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে সবুজ মেরুন।62মিনিটে সুয়ের ভিপির গোল শেষচারের রাস্তা গড়ে দিয়েছিল। ফুটবলারদের লড়াকু মানসিকতার প্রশংসায় মোহনবাগানের স্প্যানিশ কোচ।প্রথম ম্যাচে হারের পরে দুটো ম্যাচ ফুটবলারদের মরিয়া মনোভাব সাফল্যের আশা যোগাচ্ছে কলকাতার দলকে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি দল নিয়ে নিজের আশার কথা গোপন করেননি। একই সঙ্গে বলেছিলেন দলের চাপ সরাতে মাঝের সময় ফুটবলারদের মাঠ থেকে সরিয়ে রাখতে চান। সেইমত শনিবার সকালে ফুটবলারদের নিয়ে শহর ঘুরতে বেরিয়ে ছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট। বুড়িগঙ্গার তীর,চট্টগ্রামের সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায় পুরো দল। 28অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে নামবে মোহনবাগান। চলতি মরসুমের প্রথম দুটো টুর্নামেন্টে মোহনবাগান কে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।সাফল্যের খাতাটা পদ্মাপাড়ে খুলতে মরিয়া কিবু ভিকুনা। সেই লক্ষ্যে আপাত হালকা মেজাজে দলের রাশটা কড়াভাবে বেধে দিলেন মোহনবাগানের হেডস্যার।


Body:মোহনবাগানের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.