ETV Bharat / sports

15 দিন মাঠের বাইরে সাইরাস, রক্ষণ নিয়ে চিন্তায় মোহনবাগান

author img

By

Published : Jan 26, 2020, 11:05 PM IST

চোটে কাবু ড্যানিয়েল সাইরাস ৷ 15 দিনের জন্য ছিটকে গেলেন তিনি ৷ ফলে রক্ষণ নিয়ে চিন্তা বাড়ল কোচ কিবু ভিকুনার ৷

image
ড্যানিয়েল সাইরাস

কলকাতা, 26 জানুয়ারি : স্বস্তির মোহনবাগানে হঠাৎ করেই দুশ্চিন্তা কালো মেঘ ৷ চোটের কারণে আগামী 15 দিনের জন্য ছিটকে গেলেন ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস ৷ নেরোকা FC-র বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর ডিফেন্ডার ।


প্রথমে চোট গুরুতর বলে মনে না হলেও MRI রিপোর্ট সামনে আসতেই ছবিটা বদলে যায় । প্রথমে বলা হয়েছিল, 31 জানুয়ারি কোঝিকোড়ে চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে পারবেন না সাইরাস । পরে জানানো হয় 9 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে পঞ্জাব FC-র বিরুদ্ধে সাইরাসের খেলার সম্ভাবনা কম । জানানো হয় সম্পূর্ণ ফিট হয়ে 14 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র বিরুদ্ধে নামতে পারবেন তিনি ।

তাঁর অনুপস্থিতিতে সবুজ-মেরুন রক্ষণের দায়িত্ব কে সামলাবেন? প্রশ্ন এখন এটাই ৷ বলা হচ্ছে, মোরান্তের সঙ্গে জুটি বাঁধবেন ফ্রান গঞ্জালেস । আবার কিমকিমা বা ধনচন্দ্রের মধ্যে যেকোনও একজনকে সাইরাসের বদলে খেলাতে পারেন কিবু ভিকুনা । সারা দেশ যখন সাধারণতন্ত্র দিবসের উৎসবের আনন্দে মশগুল তখন ফুটবলারদের নিয়ে অনুশীলনে ব্যস্ত বাগান কোচ । ইতিমধ্যে ইস্টবেঙ্গল বনাম চেন্নাই FC-র খেলা খুঁটিয়ে দেখেছেন । প্রতিপক্ষের ভুল ত্রুটি নোটবুকে উঠে এসেছে । 29 জানুয়ারি দল রওনা হবে ‌। তার আগে দলকে তৈরি করে নিতে চান মোহনবাগান কোচ ।

কলকাতা, 26 জানুয়ারি : স্বস্তির মোহনবাগানে হঠাৎ করেই দুশ্চিন্তা কালো মেঘ ৷ চোটের কারণে আগামী 15 দিনের জন্য ছিটকে গেলেন ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস ৷ নেরোকা FC-র বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর ডিফেন্ডার ।


প্রথমে চোট গুরুতর বলে মনে না হলেও MRI রিপোর্ট সামনে আসতেই ছবিটা বদলে যায় । প্রথমে বলা হয়েছিল, 31 জানুয়ারি কোঝিকোড়ে চেন্নাই FC-র বিরুদ্ধে খেলতে পারবেন না সাইরাস । পরে জানানো হয় 9 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে পঞ্জাব FC-র বিরুদ্ধে সাইরাসের খেলার সম্ভাবনা কম । জানানো হয় সম্পূর্ণ ফিট হয়ে 14 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে নেরোকা FC-র বিরুদ্ধে নামতে পারবেন তিনি ।

তাঁর অনুপস্থিতিতে সবুজ-মেরুন রক্ষণের দায়িত্ব কে সামলাবেন? প্রশ্ন এখন এটাই ৷ বলা হচ্ছে, মোরান্তের সঙ্গে জুটি বাঁধবেন ফ্রান গঞ্জালেস । আবার কিমকিমা বা ধনচন্দ্রের মধ্যে যেকোনও একজনকে সাইরাসের বদলে খেলাতে পারেন কিবু ভিকুনা । সারা দেশ যখন সাধারণতন্ত্র দিবসের উৎসবের আনন্দে মশগুল তখন ফুটবলারদের নিয়ে অনুশীলনে ব্যস্ত বাগান কোচ । ইতিমধ্যে ইস্টবেঙ্গল বনাম চেন্নাই FC-র খেলা খুঁটিয়ে দেখেছেন । প্রতিপক্ষের ভুল ত্রুটি নোটবুকে উঠে এসেছে । 29 জানুয়ারি দল রওনা হবে ‌। তার আগে দলকে তৈরি করে নিতে চান মোহনবাগান কোচ ।

Intro:ড্যানিয়েল সাইরাস চোটের জন্যে আগামী পনেরো দিনের জন্যে ছিটকে গেলেন। নেরোকা এফসির বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন ক্যারিবিয়ান ডিফেন্ডার।সেই সময় চোট গুরুতর বলে মনে হয়নি। কিন্তু এম আর আই রিপোর্ট সামনে আসতেই ছবিটা বদলে যায়।প্রথমে বলা হয়েছিল 31জানুয়ারি কোজিকোরে চেন্নাই এফসির বিরুদ্ধে খেলতে পারবেন না সাইরাস। পরে বলা হয়েছে 9ফেব্রুয়ারি কল্যানী স্টেডিয়ামে পঞ্জাব এফসির বিরুদ্ধে সাইরাসের খেলার সম্ভবনা কম।ফলে।সম্পূর্ণ ফিট হয়ে 14ফেব্রুয়ারি কল্যানী স্টেডিয়ামে নেরোকা এফসির বিরুদ্ধে নামতে পারবেন।
তার অনুপস্থিতিতে সবুজ মেরুন রক্ষণের দায়িত্ব কে সামলাবেন, এটাই প্রশ্ন?
বলা হচ্ছে মোরান্তের সঙ্গে জুটি বাধবেন ফ্রান গঞ্জালেস। আবার কিমকিমা বা ধনচন্দ্রের মধ্যে যেকোনও একজনকে সাইরাসের বদলে খেলাতে পারেন কিবু ভিকুনা। সারা দেশ যখন প্রজাতন্ত্র দিবসের উৎসবের আনন্দে মশগুল তখন ফুটবলারদের নিয়ে অনুশীলনে বাগান কোচ। ইতিমধ্যে ইস্টবেঙ্গল বনাম চেন্নাই এফসির খেলা খুটিয়ে দেখেছেন।প্রতিপক্ষের ভুল ত্রুটি নোটবুকে উঠে এসেছে।29জানুয়ারি দল রওনা হবে‌।তার আগে দলকে তৈরি করে নিতে চান।জয়ের ছন্দে থাকায় এবং এক নম্বরে থাকার তৃপ্তিতে আত্মবিশ্বাসী মোহনবাগান।তবে খেতাবি চিন্তা ঘেসতে দিতে রাজি নন কিবু ভিকুনা।বরং ফুটবলারদের ম্যাচ ধরে এগোনোর কথা বলেছেন তিনি।


Body:মোহনবাগানের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.