ETV Bharat / sports

ফিট সাইরাস, চোট পেলেন বাবা দিওয়াড়া

ফিট হয়ে মোহনবাগান দলে যোগ দিলেন ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস ৷ তবে অস্বস্তি বাড়ালেন স্টাইকার বাবা দিওয়াড়া ৷ অনুশীলনে চোট পেলেন বাবা ৷

image
মোহনবাগান
author img

By

Published : Feb 12, 2020, 10:05 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : আই লিগে সবার উপরে ৷ তবে চোট-আঘাত নিয়ে চিন্তায় মোহনবাগান থিঙ্কট্যাঙ্ক ৷ একদিকে যেমন চোট সারিয়ে মাঠে ফিরলেন মোহনবাগানের ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস । তেমনই অন্যদিকে অনুশীলনে চোট পেয়ে বসলেন ফর্মে থাকা দলের স্ট্রাইকার বাবা দিওয়াড়া ৷

মঙ্গলবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করল সবুজ মেরুন ব্রিগেড । পঞ্জাব FC কে হারিয়ে কিবু ভিকুনার দল আই লিগের পয়েন্ট টেবিলের সবার উপরে ৷ দ্বিতীয় স্থানে থাকা পঞ্জাব FC-র থেকে পয়েন্টের পার্থক্য 9 ৷ এবার তাদের সামনে নেরোকা FC । মনিপুরের ক্লাব দলটির বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে চোট পেয়েছিলেন ড্যানিয়েল সাইরাস । মাঝের কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি ৷ তবে তাতে খুব একটা অসুবিধায় পড়েনি মোহনবাগান ৷ মঙ্গলবার সবুজ মেরুনের অনুশীলনে নামলেন ক্যারিবিয়ান ডিফেন্ডার । তার প্রত্যাবর্তনে সবুজ মেরুন ডিফেন্স সংগঠনের ক্ষেত্রে কিবু ভিকুনার বিকল্প বাড়ল । তবে নেরোকার বিরুদ্ধে ড্যানিয়েল শুরু থেকে নামবেন কী না তা এখনও ঠিক করেননি সবুজ-মেরুন হেডস্যার ৷

এদিকে চোটের কবলে বাবা দিওয়াড়া ৷ মঙ্গলবারের অনুশীলনে উরুর পেশিতে ব্যাথা অনুভব করেন সবুজ মেরুন স্ট্রাইকার । তাকে বল নিয়ে মাঠে নামার চেয়ে বরফ জড়িয়ে বসে থাকতে দেখা যায় । দুরন্ত ফর্মে থাকা স্ট্রাইকারের চোটে স্বাভাবিকভাবেই চিন্তার কালো মেঘ সবুজ মেরুনে । কিবু ভিকুনা নিজেও বাবা দিওয়াড়ার চোট নিয়ে খবর নিয়েছেন । তারপরে জানিয়েছেন চোট নিয়ে চিন্তার কিছু নেই । নেরোকার বিরুদ্ধে খেলতে অসুবিধা হবে না দিওয়াড়ার ।

চোট এবং সুস্থতার মধ্যেও কার্ড আশঙ্কা মোহনবাগানে । স্প্যানিশ ব্রিগেডের একাধিক ফুটবলারের তিনটি করে হলুদ কার্ড রয়েছে । তাই নেরোকার বিরুদ্ধে কোনও একজন কার্ড দেখলে সমস্যা বাড়বে । যদিও কিবু ভিকুনা বলছেন তারা সমস্ত পরিস্থিতির জন্যে তৈরি । ধাপে ধাপে লক্ষ্য পূরণ করতে চান তাঁরা ।

কলকাতা, 12 ফেব্রুয়ারি : আই লিগে সবার উপরে ৷ তবে চোট-আঘাত নিয়ে চিন্তায় মোহনবাগান থিঙ্কট্যাঙ্ক ৷ একদিকে যেমন চোট সারিয়ে মাঠে ফিরলেন মোহনবাগানের ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস । তেমনই অন্যদিকে অনুশীলনে চোট পেয়ে বসলেন ফর্মে থাকা দলের স্ট্রাইকার বাবা দিওয়াড়া ৷

মঙ্গলবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করল সবুজ মেরুন ব্রিগেড । পঞ্জাব FC কে হারিয়ে কিবু ভিকুনার দল আই লিগের পয়েন্ট টেবিলের সবার উপরে ৷ দ্বিতীয় স্থানে থাকা পঞ্জাব FC-র থেকে পয়েন্টের পার্থক্য 9 ৷ এবার তাদের সামনে নেরোকা FC । মনিপুরের ক্লাব দলটির বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে চোট পেয়েছিলেন ড্যানিয়েল সাইরাস । মাঝের কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি ৷ তবে তাতে খুব একটা অসুবিধায় পড়েনি মোহনবাগান ৷ মঙ্গলবার সবুজ মেরুনের অনুশীলনে নামলেন ক্যারিবিয়ান ডিফেন্ডার । তার প্রত্যাবর্তনে সবুজ মেরুন ডিফেন্স সংগঠনের ক্ষেত্রে কিবু ভিকুনার বিকল্প বাড়ল । তবে নেরোকার বিরুদ্ধে ড্যানিয়েল শুরু থেকে নামবেন কী না তা এখনও ঠিক করেননি সবুজ-মেরুন হেডস্যার ৷

এদিকে চোটের কবলে বাবা দিওয়াড়া ৷ মঙ্গলবারের অনুশীলনে উরুর পেশিতে ব্যাথা অনুভব করেন সবুজ মেরুন স্ট্রাইকার । তাকে বল নিয়ে মাঠে নামার চেয়ে বরফ জড়িয়ে বসে থাকতে দেখা যায় । দুরন্ত ফর্মে থাকা স্ট্রাইকারের চোটে স্বাভাবিকভাবেই চিন্তার কালো মেঘ সবুজ মেরুনে । কিবু ভিকুনা নিজেও বাবা দিওয়াড়ার চোট নিয়ে খবর নিয়েছেন । তারপরে জানিয়েছেন চোট নিয়ে চিন্তার কিছু নেই । নেরোকার বিরুদ্ধে খেলতে অসুবিধা হবে না দিওয়াড়ার ।

চোট এবং সুস্থতার মধ্যেও কার্ড আশঙ্কা মোহনবাগানে । স্প্যানিশ ব্রিগেডের একাধিক ফুটবলারের তিনটি করে হলুদ কার্ড রয়েছে । তাই নেরোকার বিরুদ্ধে কোনও একজন কার্ড দেখলে সমস্যা বাড়বে । যদিও কিবু ভিকুনা বলছেন তারা সমস্ত পরিস্থিতির জন্যে তৈরি । ধাপে ধাপে লক্ষ্য পূরণ করতে চান তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.