ETV Bharat / sports

নতুন মরশুমে আইলিগ থেকে ISL-এ ভিকুনা ?

ISL চ্যাম্পিয়ন হওয়ার পর ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানান, নতুন মরসুমে তাদের দলের কোচ থাকবেন আন্তেনিও লোপেজ হাবাস । মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন করানো কোচ কিবু ভিকুনার প্রশংসা করলেও ATK-মোহনবাগানে কিবুর জায়গা হবে কিনা তা স্পষ্ট করেননি তিনি ৷

kibu vikuna
ভিকুনা
author img

By

Published : Mar 19, 2020, 2:57 AM IST

Updated : Mar 19, 2020, 6:43 AM IST

কলকাতা, 19 মার্চ: এটিকের সঙ্গে গাঁটছড়া বেধে ISL খেলবে মোহনবাগান ৷ নতুন মরশুমে সেই দলের দায়িত্বে থাকবেন ATK-কে ISL চ্যাম্পিয়ন করানো আন্তেনিও লোপেজ হাবাস । এই অবস্থায় সবুজ মেরুন কোচ কিবু ভিকুনার ভবিষ্যত নিয়ে উঠছিল প্রশ্ন ৷ শোনা যাচ্ছে পাঁচবছর পর মোহনবাগানকে আইলিগ জেতানো কোচের ঠিকানা হতে চলেছে কেরালা ব্লাস্টার্স ৷ এখনও আইলিগ মরশুম শেষ না হওয়ায় ভিকুনার নতুন ক্লাবে যোগদানের খবর প্রকাশ করা হচ্ছে না ৷

ATK-এর সঙ্গে সংযুক্তির পর জুন মাস থেকে নতুনভাবে পথ চলা শুরু হবে মোহনবাগানের ৷ দল ISL চ্যাম্পিয়ন হওয়ার পর ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানান, নতুন মরসুমে তাদের দলের কোচ থাকবেন আন্তেনিও লোপেজ হাবাস । মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন করানো কোচ কিবু ভিকুনার প্রশংসা করলেও ATK-মোহনবাগানে কিবুর জায়গা হবে কিন না তা স্পষ্ট করেননি তিনি ৷ ভিকুনা নিজেও ভারতে ফের কোচিং করানোর পরিকল্পনার কথা বিশদে বলেননি । তবে ফুটবল ঘিরে সমর্থকদের আবেগ ও ভালোবাসায় তিনি মুগ্ধ বলে জানিয়েছিলেন । ভারতে কাজ করতে কোনও অসুবিধা হচ্ছে না তাও জানান ৷ পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে চেয়েছিলেন তিনি ৷ অবশেষে সামনে এল আই লিগ জয়ী স্প্যানিশ কোচের ভবিষ্যত গন্তব্য । 48 বছর বয়সী কোচ মোহনবাগানের কোচিং ব্রিগেড নিয়ে কেরালা পাড়ি দিচ্ছেন ৷ শুধু তাই নয়, মোহনবাগানের জার্সিতে খেলা বিদেশিদের অধিকাংশ ফুটবলার হয়তো কেরালার জার্সিতে খেলবেন । কেরালা ব্লাস্টার্সের নবনিযুক্ত লিথুয়ানিয়ান স্পোর্টিং ডিরেক্টর কারোলিস স্কিনকিসের উদ্যোগে কিবু ভিকুনা কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিতে চলেছেন ৷ চলতি ISL-এ কেরালা ব্রিগেড সাত নম্বরে শেষ করেছে । কিবু ভিকুনাকে দলে নেওয়ার বিষয়ে জামশেদপুর FC আগ্রহ দেখালেও তা বাস্তবায়িত হয়নি । UEFA প্রো লাইসেন্স ডিগ্রিধারী কিবুর স্পেন ও পোলান্ডের বিভিন্ন ক্লাব দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷

কিবু ভিকুনার এই দলবদলের খবরে এটা প্রমাণিত যে নতুন মরশুমে বাগান কর্তারা শুধুই পদেই থাকবেন । ক্লাব প্রশাসনের ক্ষমতার অন্দরে হাত দেওয়ার জো নেই তাঁদের ৷

নতুন মরশুমে ISL-এ ভিকুনা ?

কলকাতা, 19 মার্চ: এটিকের সঙ্গে গাঁটছড়া বেধে ISL খেলবে মোহনবাগান ৷ নতুন মরশুমে সেই দলের দায়িত্বে থাকবেন ATK-কে ISL চ্যাম্পিয়ন করানো আন্তেনিও লোপেজ হাবাস । এই অবস্থায় সবুজ মেরুন কোচ কিবু ভিকুনার ভবিষ্যত নিয়ে উঠছিল প্রশ্ন ৷ শোনা যাচ্ছে পাঁচবছর পর মোহনবাগানকে আইলিগ জেতানো কোচের ঠিকানা হতে চলেছে কেরালা ব্লাস্টার্স ৷ এখনও আইলিগ মরশুম শেষ না হওয়ায় ভিকুনার নতুন ক্লাবে যোগদানের খবর প্রকাশ করা হচ্ছে না ৷

ATK-এর সঙ্গে সংযুক্তির পর জুন মাস থেকে নতুনভাবে পথ চলা শুরু হবে মোহনবাগানের ৷ দল ISL চ্যাম্পিয়ন হওয়ার পর ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানান, নতুন মরসুমে তাদের দলের কোচ থাকবেন আন্তেনিও লোপেজ হাবাস । মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন করানো কোচ কিবু ভিকুনার প্রশংসা করলেও ATK-মোহনবাগানে কিবুর জায়গা হবে কিন না তা স্পষ্ট করেননি তিনি ৷ ভিকুনা নিজেও ভারতে ফের কোচিং করানোর পরিকল্পনার কথা বিশদে বলেননি । তবে ফুটবল ঘিরে সমর্থকদের আবেগ ও ভালোবাসায় তিনি মুগ্ধ বলে জানিয়েছিলেন । ভারতে কাজ করতে কোনও অসুবিধা হচ্ছে না তাও জানান ৷ পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে চেয়েছিলেন তিনি ৷ অবশেষে সামনে এল আই লিগ জয়ী স্প্যানিশ কোচের ভবিষ্যত গন্তব্য । 48 বছর বয়সী কোচ মোহনবাগানের কোচিং ব্রিগেড নিয়ে কেরালা পাড়ি দিচ্ছেন ৷ শুধু তাই নয়, মোহনবাগানের জার্সিতে খেলা বিদেশিদের অধিকাংশ ফুটবলার হয়তো কেরালার জার্সিতে খেলবেন । কেরালা ব্লাস্টার্সের নবনিযুক্ত লিথুয়ানিয়ান স্পোর্টিং ডিরেক্টর কারোলিস স্কিনকিসের উদ্যোগে কিবু ভিকুনা কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিতে চলেছেন ৷ চলতি ISL-এ কেরালা ব্রিগেড সাত নম্বরে শেষ করেছে । কিবু ভিকুনাকে দলে নেওয়ার বিষয়ে জামশেদপুর FC আগ্রহ দেখালেও তা বাস্তবায়িত হয়নি । UEFA প্রো লাইসেন্স ডিগ্রিধারী কিবুর স্পেন ও পোলান্ডের বিভিন্ন ক্লাব দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷

কিবু ভিকুনার এই দলবদলের খবরে এটা প্রমাণিত যে নতুন মরশুমে বাগান কর্তারা শুধুই পদেই থাকবেন । ক্লাব প্রশাসনের ক্ষমতার অন্দরে হাত দেওয়ার জো নেই তাঁদের ৷

নতুন মরশুমে ISL-এ ভিকুনা ?
Last Updated : Mar 19, 2020, 6:43 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.