ETV Bharat / sports

ভালো ফুটবল নয়,ওয়াটার পোলো খেলা হতে পারে: কিবু ভিকুনা

আবহওয়ার জেরে খারাপ অবস্থা গুরু নানক স্টেডিয়ামের । তাই মাঠ নিয়ে অসন্তুষ্ট বাগান কোচ কিবু ভিকুনা । তবে খেলার জন্য তাঁর দল তৈরি বলেই জানালেন তিনি ।

image
মোহনবাগান
author img

By

Published : Jan 14, 2020, 1:14 PM IST

লুধিয়ানা, 14 জানুয়ারি : মেজাজ হারালেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । মোহনবাগান কোচ এর আগে কখনও ভারতীয় ক্লাব ফুটবলের আবহাওয়া ও পরিবেশ নিয়ে মুখ খোলেননি । সোমবার লুধিয়ানায় পঞ্জাব FC-র বিরুদ্ধে মাঠে নামার 24 ঘণ্টা আগে কিবু ভিকুনা বললেন এই আবহাওয়ায় ভালো ফুটবল খেলা সম্ভব নয় । ওয়াটারপোলো খেলা যেতে পারে ।

লুধিয়ানার ঠাণ্ডা ও মাঠের চরিত্র নিয়ে কলকাতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাগান কোচ । লুধিয়ানায় পৌঁছে খারাপ মাঠের পাশাপাশি প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টির জেরে দুর্ভোগে পড়েছেন মোহনবাগান ফুটবলাররা । ফুটবলাররা গুরু নানক স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন । গতকাল সকালে হাড়কাঁপানো ঠাণ্ডার পাশাপাশি বৃষ্টির মধ্যে অনুশীলন করতে হয় বেইতিয়া, ফ্রান গঞ্জ়ালেসদের ।

এরপরেই সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনা বলেন,"ভালো ফুটবলের জন্যে এই মাঠ অনুপযুক্ত । যদি বল না গড়ায় তাহলে ফুটবল খেলা হবে কী করে?এই পরিস্থিতিতে কোনও দলই ফুটবল খেলতে পারে না । আমরা এখানে ওয়াটারপোলো খেলতে আসিনি । মাঠ প্রচণ্ড ভেজা,কাদা ভরা ।" প্র্যাকটিস গ্রাউন্ড ভালো অবস্থায় থাকলেও মূল মাঠের কী অবস্থা তা অবশ্য জানেন না কিবু । তবে বাইরে থেকে মাঠ দেখে এমনটাই মনে হয়েছে বাগান কোচের । তবে বৃষ্টি নিয়ে আশাবাদী কিবু । বলছেন, "আশা করছি আগামী 24 ঘণ্টায় আবহাওয়ার উন্নতি হবে।"

তবে পঞ্জাবের ঠাণ্ডা নিয়ে চিন্তিত নন তিনি । কারণ মোহনবাগান কাশ্মীরের ঠাণ্ডায় খেলে এসেছে । প্রতিপক্ষ পঞ্জাব FC যথেষ্ট শক্তিশালী । শেষ দুটো ম্যাচে তাদের ভালো পারফরম্যান্স কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছে । তাই কঠিন পরিস্থিতিতে ইয়ান লয়ের দলকে পিছনে ফেলার জন্যে তৈরি মোহনবাগান ।

লুধিয়ানা, 14 জানুয়ারি : মেজাজ হারালেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । মোহনবাগান কোচ এর আগে কখনও ভারতীয় ক্লাব ফুটবলের আবহাওয়া ও পরিবেশ নিয়ে মুখ খোলেননি । সোমবার লুধিয়ানায় পঞ্জাব FC-র বিরুদ্ধে মাঠে নামার 24 ঘণ্টা আগে কিবু ভিকুনা বললেন এই আবহাওয়ায় ভালো ফুটবল খেলা সম্ভব নয় । ওয়াটারপোলো খেলা যেতে পারে ।

লুধিয়ানার ঠাণ্ডা ও মাঠের চরিত্র নিয়ে কলকাতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাগান কোচ । লুধিয়ানায় পৌঁছে খারাপ মাঠের পাশাপাশি প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টির জেরে দুর্ভোগে পড়েছেন মোহনবাগান ফুটবলাররা । ফুটবলাররা গুরু নানক স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন । গতকাল সকালে হাড়কাঁপানো ঠাণ্ডার পাশাপাশি বৃষ্টির মধ্যে অনুশীলন করতে হয় বেইতিয়া, ফ্রান গঞ্জ়ালেসদের ।

এরপরেই সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনা বলেন,"ভালো ফুটবলের জন্যে এই মাঠ অনুপযুক্ত । যদি বল না গড়ায় তাহলে ফুটবল খেলা হবে কী করে?এই পরিস্থিতিতে কোনও দলই ফুটবল খেলতে পারে না । আমরা এখানে ওয়াটারপোলো খেলতে আসিনি । মাঠ প্রচণ্ড ভেজা,কাদা ভরা ।" প্র্যাকটিস গ্রাউন্ড ভালো অবস্থায় থাকলেও মূল মাঠের কী অবস্থা তা অবশ্য জানেন না কিবু । তবে বাইরে থেকে মাঠ দেখে এমনটাই মনে হয়েছে বাগান কোচের । তবে বৃষ্টি নিয়ে আশাবাদী কিবু । বলছেন, "আশা করছি আগামী 24 ঘণ্টায় আবহাওয়ার উন্নতি হবে।"

তবে পঞ্জাবের ঠাণ্ডা নিয়ে চিন্তিত নন তিনি । কারণ মোহনবাগান কাশ্মীরের ঠাণ্ডায় খেলে এসেছে । প্রতিপক্ষ পঞ্জাব FC যথেষ্ট শক্তিশালী । শেষ দুটো ম্যাচে তাদের ভালো পারফরম্যান্স কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছে । তাই কঠিন পরিস্থিতিতে ইয়ান লয়ের দলকে পিছনে ফেলার জন্যে তৈরি মোহনবাগান ।

Intro:মেজাজ হারালেন কিবু ভিকুনা।মোহনবাগান কোচ কোনও দিন ভারতীয় ক্লাব ফুটবলের আবহাওয়া পরিবেশ নিয়ে মুখ খোলেননি।সোমবার লুধিয়ানায় পঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামার 24ঘণ্টা আগে কিবু ভিকুনা বলেন এই আবহাওয়ায় ভালো ফুটবল খেলা সম্ভব নয়,ওয়াটারপোলো খেলা যেতে পারে।।লুধিয়ানার ঠাণ্ডা ও মাঠের চরিত্র নিয়ে উদ্বেগ কলকাতায় প্রকাশ করেছিলেন।লুধিয়ানায় পৌছে খারাপ মাঠ,প্রচণ্ড ঠাণ্ডার সঙ্গে বৃষ্টির কবলে পড়েছেন মোহনবাগান ফুটবলাররা।ফলসরূপ গুরু নানক স্টেডিয়ামের বেহাল দশা।যা ফুটবল খেলার পক্ষে কঠিন নয় অসম্ভব। সকালে হাড়কাপানো ঠাণ্ডার পাশাপাশি বৃষ্টির মধ্যে অনুশীলন করেন বেইটিয়া, ফ্রান গঞ্জালেস রা।পরে সাংবাদিক সম্মেলনে কিবু ভিকুনা বলেন,"ভালো ফুটবলের জন্যে এই মাঠ অনুপযুক্ত।যদি বল না গড়ায় তাহলে ফুটবল খেলা হবে কি করে?এই পরিস্থিতিতে কোনও দলই ফুটবল খেলতে পারে না।আমরা এখানে ওয়াটারপোলো খেলতে আসিনি। মাঠ প্রচণ্ড ভেজা,কাদা ভরা।প্র্যাকটিস গ্রাউন্ড ভালো অবস্থায় থাকলেও মূল মাঠের অবস্থা কিরকম জানি না। আশা করছি আগামী 24ঘণ্টায় আবহাওয়ার উন্নতি হবে।"পঞ্জাবের ঠাণ্ডা নিয়ে চিন্তিত নন।কারন মোহনবাগান কাশ্মীরের ঠাণ্ডায় খেলে এসেছে। প্রতিপক্ষ পঞ্জাব এফসি যথেষ্ট শক্তিশালী।শেষ দুটো ম্যাচে তাদের ভালো পারফরম্যান্স কঠিন প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।তাই কঠিন পরিস্থিতিতে ইয়ান ল এর দলকে পিছনে ফেলার জন্যে তৈরি হচ্ছে মোহনবাগান।


Body:মোহনবাগানের


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.