ETV Bharat / sports

ফুল ফোটালেন বেইটা, জয়ে ফিরল মোহনবাগান - Mohun bagan

গতকাল ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে ATK-র বিরুদ্ধে 2-1 গোলে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড । এই জয়ের ফলে কার্যত শেষ চারে পৌঁছে গেল তারা । ফ্রান মোরান্তে ও বেইটা মোহনবাগানের হয়ে গোল করেছেন । ম্যাচের সেরা ফ্রান মোরান্তে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 9, 2019, 1:17 AM IST

কলকাতা, 9 অগাস্ট : লিগ ম্যাচে হারের ধাক্কা সামলে ডুরান্ড কাপে জয়ের অভ্যাস বজায় রাখল মোহনবাগান । গতকাল ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে ATK-র বিরুদ্ধে 2-1 গোলে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড । এই জয়ের ফলে কার্যত শেষ চারে পৌঁছে গেল তারা । ফ্রান মোরান্তে ও বেইটা মোহনবাগানের হয়ে গোল করেছেন । ATK-র হয়ে ব্যবধান কমান আকাশ প্রধান । ম্যাচের সেরা ফ্রান মোরান্তে ।

লিগের ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে তিন গোলে হারের পরে ডুরান্ডের ম্যাচ । প্রতিপক্ষ ATK । সিনিয়র পর্যায়ে কলকাতার দুই ফুটবল শক্তির মেঠো যুদ্ধ । টেনশন ছিল । ছিল সম্মানরক্ষার চ্যালেঞ্জ । কিবু ভিকুনা দুটো ক্ষেত্রে সফল । চৌত্রিশ মিনিটে বেইটার কর্নার থেকে ফ্রান মোরান্তের হেডে গোল । স্বস্তি সবুজ মেরুন গ্যালারিতে । বিরতির পরে সুয়ের ভিপির মাইনাস থেকে বেইটার দ্বিতীয় গোল । ভিকুনার দলে মিডফিল্ডার বেইটা প্রথম ম্যাচ থেকে নজর কাড়ছেন । ATK-র বিরুদ্ধেও স্প্যানিশ ফুটবলারটি দলকে নিয়ন্ত্রণ করলেন ।

ISL ফ্রাঞ্চাইজ়িগুলো ডুরান্ডে তাদের দ্বিতীয় দল নিয়ে খেলতে এসেছে । ATK ব্যতিক্রম নয় । দলে বিদেশি নেই । প্রবীর দাসের নেতৃত্বে আঠারোর বাইরে থাকা ফুটবলাররা ডুরান্ডে প্রতিনিধিত্ব করছেন । চেনা মুখ বলতে কমল থাতার, কেভিন লোবো । তা নিয়েও মন্দের ভালো ফুটবল উপহার দিয়েছে তারা । যা থেকে ব্যবধান কমানো সম্ভব, ম্যাচ বের করা নয়‌ । ATK-র কাজ আরও কঠিন করে দিয়েছিলেন মোহনবাগান গোলরক্ষক শংকর রায় । গত দুই ম্যাচে শিলটন পালের হতশ্রী গোলরক্ষার পরে কিবু ভিকুনা ATK-র বিরুদ্ধে শংকর রায়কে সুযোগ দেন । কোচের আস্থার মর্যাদা রাখলেন তিনি । অন্তত তিনবার নিশ্চিত পতন থেকে দলকে রক্ষা করেন ।

ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ জানিয়েছেন, তিনি দলের খেলায় খুশি । প্রথমার্ধে আরও কয়েকটি গোল করা উচিত ছিল বলে মনে করেন । তবে দলের রক্ষণভাগের খেলায় আশ্বস্ত হয়েছেন ।

গতকাল ফের দলের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও তা মানতে রাজি হননি । তাঁর মতে, দল ছয় দিনে তিনটে ম্যাচ খেলছে । ভেজা মাঠে শারীরিক সক্ষমতা বজায় রাখা চ্যালেঞ্জের । দল হারলেই ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে । পিয়ারলেসের বিরুদ্ধে দল হেরেছিল কৌশলগত কারণে । ফিটনেসের জন্য নয় । তবে আগামীদিনে বাগান কোচ দলের সব বিভাগের উন্নতি চান ।

কলকাতা, 9 অগাস্ট : লিগ ম্যাচে হারের ধাক্কা সামলে ডুরান্ড কাপে জয়ের অভ্যাস বজায় রাখল মোহনবাগান । গতকাল ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে ATK-র বিরুদ্ধে 2-1 গোলে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড । এই জয়ের ফলে কার্যত শেষ চারে পৌঁছে গেল তারা । ফ্রান মোরান্তে ও বেইটা মোহনবাগানের হয়ে গোল করেছেন । ATK-র হয়ে ব্যবধান কমান আকাশ প্রধান । ম্যাচের সেরা ফ্রান মোরান্তে ।

লিগের ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে তিন গোলে হারের পরে ডুরান্ডের ম্যাচ । প্রতিপক্ষ ATK । সিনিয়র পর্যায়ে কলকাতার দুই ফুটবল শক্তির মেঠো যুদ্ধ । টেনশন ছিল । ছিল সম্মানরক্ষার চ্যালেঞ্জ । কিবু ভিকুনা দুটো ক্ষেত্রে সফল । চৌত্রিশ মিনিটে বেইটার কর্নার থেকে ফ্রান মোরান্তের হেডে গোল । স্বস্তি সবুজ মেরুন গ্যালারিতে । বিরতির পরে সুয়ের ভিপির মাইনাস থেকে বেইটার দ্বিতীয় গোল । ভিকুনার দলে মিডফিল্ডার বেইটা প্রথম ম্যাচ থেকে নজর কাড়ছেন । ATK-র বিরুদ্ধেও স্প্যানিশ ফুটবলারটি দলকে নিয়ন্ত্রণ করলেন ।

ISL ফ্রাঞ্চাইজ়িগুলো ডুরান্ডে তাদের দ্বিতীয় দল নিয়ে খেলতে এসেছে । ATK ব্যতিক্রম নয় । দলে বিদেশি নেই । প্রবীর দাসের নেতৃত্বে আঠারোর বাইরে থাকা ফুটবলাররা ডুরান্ডে প্রতিনিধিত্ব করছেন । চেনা মুখ বলতে কমল থাতার, কেভিন লোবো । তা নিয়েও মন্দের ভালো ফুটবল উপহার দিয়েছে তারা । যা থেকে ব্যবধান কমানো সম্ভব, ম্যাচ বের করা নয়‌ । ATK-র কাজ আরও কঠিন করে দিয়েছিলেন মোহনবাগান গোলরক্ষক শংকর রায় । গত দুই ম্যাচে শিলটন পালের হতশ্রী গোলরক্ষার পরে কিবু ভিকুনা ATK-র বিরুদ্ধে শংকর রায়কে সুযোগ দেন । কোচের আস্থার মর্যাদা রাখলেন তিনি । অন্তত তিনবার নিশ্চিত পতন থেকে দলকে রক্ষা করেন ।

ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ জানিয়েছেন, তিনি দলের খেলায় খুশি । প্রথমার্ধে আরও কয়েকটি গোল করা উচিত ছিল বলে মনে করেন । তবে দলের রক্ষণভাগের খেলায় আশ্বস্ত হয়েছেন ।

গতকাল ফের দলের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও তা মানতে রাজি হননি । তাঁর মতে, দল ছয় দিনে তিনটে ম্যাচ খেলছে । ভেজা মাঠে শারীরিক সক্ষমতা বজায় রাখা চ্যালেঞ্জের । দল হারলেই ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে । পিয়ারলেসের বিরুদ্ধে দল হেরেছিল কৌশলগত কারণে । ফিটনেসের জন্য নয় । তবে আগামীদিনে বাগান কোচ দলের সব বিভাগের উন্নতি চান ।

Intro:লিগ ম্যাচে হারের ধাক্কা সামলে ডুরান্ড কাপে জয়ের অভ্যাস বজায় রাখল মোহনবাগান। বৃহষ্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে এটিকে বিরুদ্ধে 2-1 গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। এই জয়ের ফলে কার্যত শেষ চারে পৌছে গেল তারা। ফ্রান মোরান্তে ও বেইটা মোহনবাগানের হয়ে গোল করেছেন। এটিকের হয়ে ব্যবধান কমান আকাশ প্রধান। ম্যাচের সেরা ফ্রান মোরান্তে।
লিগের ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে তিন গোলে হারের পরে ডুরান্ডের ম্যাচ। প্রতিপক্ষ এটিকে। সিনিয়র পর্যায়ে কলকাতার দুই ফুটবল শক্তির মেঠো যুদ্ধ। টেনশন ছিল। ছিল সম্মান রক্ষার চ্যালেঞ্জ। কিবু ভিকুনা দুটো ক্ষেত্রে সফল। চৌত্রিশ মিনিটে বেইটার কর্নার থেকে ফ্রান মোরান্তের হেড করে গোল। স্বস্তি সবুজ মেরুন গ্যালারিতে। বিরতির পরে সুয়ের ভিপি মাইনাস থেকে বেইটার দ্বিতীয় গোল। ভিকুনার দলে মিডফিল্ডার বেইটা প্রথম ম্যাচ থেকে নজর কাড়ছেন। এটিকে র বিরুদ্ধেও স্প্যানিশ ফুটবলার টি দলকে নিয়ন্ত্রন করলেন।
আইএসএল ফ্রাঞ্চাইজি দলগুলো ডুরান্ডে তাদের দ্বিতীয় দল নিয়ে খেলতে এসেছে। এটিকে ব্যতিক্রম নয়। দলে বিদেশি নেই। প্রবীর দাসের নেতৃত্বে আঠারোর বাইরে থাকা ফুটবলাররা ডুরান্ডে এটিকের প্রতিনিধিত্ব করছেন। চেনা মুখ বলতে কমল থাতার, কেভিন লোবো।তা নিয়েও মন্দের ভালো ফুটবল উপহার দিয়েছে তারা। যা থেকে ব্যবধান কমানো সম্ভব, ম্যাচ বের করা নয়‌। এটিকে র কাজ আরও কঠিন করে দিয়েছিলেন মোহনবাগান গোলরক্ষক শংকর রায়। গত দুই ম্যাচে শিলটন পালের হতশ্রী গোলরক্ষা র পরে কিবু ভিকুনা এটিকের বিরুদ্ধে শংকর রায়কে সুযোগ দেন। কোচের আস্থার মর্যাদা রাখলেন তিনি। অন্তত তিনবার নিশ্চিত পতন থেকে দলকে রক্ষা করেন তিনি।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ জানিয়েছেন তিনি দলের খেলায় খুশি। প্রথমার্ধে আরও কয়েকটি গোল করা উচিত ছিল বলে মনে করেন। তবে দলের রক্ষনভাগের খেলায় আশ্বস্ত হয়েছেন।
বৃহষ্পতিবার ফের দলের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তা মানতে রাজি হননি। তার মতে দল ছয় দিনে তিনটে ম্যাচ খেলছে। ভেজা মাঠে শারীরিক সক্ষমতা বজায় রাখা চ্যালেঞ্জের। দল হারলেই ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে। পিয়ারলেসের বিরুদ্ধে দল হেরেছিল কৌশলগত কারনে। ফিটনেসের জন্য ঞয়।তবে আগামী দিনে বাগান কোচ দলের সবিভাগের উন্নতি চান। তবে ভালো মাঠের প্রয়োজনীয়তা নিয়ে সরব হয়েছেন।


Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.