ETV Bharat / sports

ISL-এ নতুন দল "এটিকে মোহনবাগান" - ফুটবল

মোহনবাগানের 131 বছরের ঐতিহ্যের কথা মাথায় রেখে এটিকে মোহনবাগানের জার্সির রং সবুজ-মেরুনই রাখা হয়েছে ৷ এছাড়া লোগোতেও রয়েছে পালতোলা নৌকা ৷ ৷

এটিকে মোহনবাগান
এটিকে মোহনবাগান
author img

By

Published : Jul 10, 2020, 2:02 PM IST

Updated : Jul 10, 2020, 5:53 PM IST

কলকাতা, 10 জুলাই : মোহনবাগান হল এটিকে মোহনবাগান ৷ এই নামেই ইন্ডিয়ান সুপার লিগে খেলবে মোহনবাগান ও ATK ৷ ক্লাবের 80 শতাংশ শেয়ার কিনেছে ATK ৷ তার পর আজই প্রথম আলোচনায় বসে ATK-মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরস ৷ সেখানেই দলের নাম, জার্সি ও লোগো ঠিক করা হয় ৷

মোহনবাগানের 131 বছরের ঐতিহ্যের কথা মাথায় রেখে জার্সির রং সবুজ-মেরুনই রাখা হয়েছে ৷ এছাড়া লোগোতেও রইল পালতোলা নৌকা ৷ শুধু নামের আগে জুড়ে গেল এটিকে নাম ৷ শুক্রবার অনলাইনে বোর্ড অফ ডিরেক্টরসের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা একটি বিবৃতি দিয়ে বলেন, “মোহনবাগানের এত বছরের ঐতিহ্য যে কিংবদন্তিদের মাধ্যমে গড়ে উঠেছে তাঁদের সবাইকে প্রণাম । নতুন এই পথ চলায় তাঁদের আশীর্বাদ চাইছি । ছোটোবেলা থেকেই মোহনবাগান আমার হৃদয়ের অত্যন্ত কাছে । মোহনবাগানের কিছু সেরা খেলা আমার দেখার সৌভাগ্য হয়েছে ৷ এর জার্সির রং ও লোগোও অনেক ঐতিহ্য বহন করে ৷ আমরা সেই ঐতিহ্যকে সম্মান জানাই ৷ তাই এই জার্সিই রাখা হচ্ছে । এটিকে মোহনবাগানকে বিশ্বমানের দলে পরিণত করাই আমাদের লক্ষ্য ।”

image
নতুন জার্সি হাতে সঞ্জীব গোয়েঙ্কা

এটিকে মোহনবাগানের অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি এটিকে ও মোহনবাগানকে এক হওয়ার জন্য স্যালিউট জানাই ৷ একসঙ্গে এটিকে মোগনবাগান ইতিহাস তৈরি করবে ৷’’

এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত বলেন, ‘‘নতুন দলের জার্সির রং সবুজ মেরুন হওয়ায় আমরা আনন্দিত ৷ নতুন অবতারে আমাদের নাম, জার্সি ও লোগো এক রাখতে পেরে আমরা উচ্ছ্বসিত ৷ বিশ্বজুড়ে অসংখ্য মানুষের ভালোবাসার পালতোলা নৌকা একই আছে ৷ বোর্ড 131 বছরের ঐতিহ্যকে মান্যতা দিয়েছে ৷’’

বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কম্পানির তরফে বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা হবে ৷ স্থানীয় ফুটবলাররা সেখানে নিজেদের স্কিলের উন্নতি করতে পারবেন ৷ বাংলা আবার ফুটবলের পাওয়ার হাউজ় তৈরি হবে ৷ এছাড়া দেশের বিভিন্ন জায়গায় এটিকে মোহনবাগান ফুটবল স্কুল খোলা হবে বলেও জানানো হয়েছে ৷

কলকাতা, 10 জুলাই : মোহনবাগান হল এটিকে মোহনবাগান ৷ এই নামেই ইন্ডিয়ান সুপার লিগে খেলবে মোহনবাগান ও ATK ৷ ক্লাবের 80 শতাংশ শেয়ার কিনেছে ATK ৷ তার পর আজই প্রথম আলোচনায় বসে ATK-মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরস ৷ সেখানেই দলের নাম, জার্সি ও লোগো ঠিক করা হয় ৷

মোহনবাগানের 131 বছরের ঐতিহ্যের কথা মাথায় রেখে জার্সির রং সবুজ-মেরুনই রাখা হয়েছে ৷ এছাড়া লোগোতেও রইল পালতোলা নৌকা ৷ শুধু নামের আগে জুড়ে গেল এটিকে নাম ৷ শুক্রবার অনলাইনে বোর্ড অফ ডিরেক্টরসের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা একটি বিবৃতি দিয়ে বলেন, “মোহনবাগানের এত বছরের ঐতিহ্য যে কিংবদন্তিদের মাধ্যমে গড়ে উঠেছে তাঁদের সবাইকে প্রণাম । নতুন এই পথ চলায় তাঁদের আশীর্বাদ চাইছি । ছোটোবেলা থেকেই মোহনবাগান আমার হৃদয়ের অত্যন্ত কাছে । মোহনবাগানের কিছু সেরা খেলা আমার দেখার সৌভাগ্য হয়েছে ৷ এর জার্সির রং ও লোগোও অনেক ঐতিহ্য বহন করে ৷ আমরা সেই ঐতিহ্যকে সম্মান জানাই ৷ তাই এই জার্সিই রাখা হচ্ছে । এটিকে মোহনবাগানকে বিশ্বমানের দলে পরিণত করাই আমাদের লক্ষ্য ।”

image
নতুন জার্সি হাতে সঞ্জীব গোয়েঙ্কা

এটিকে মোহনবাগানের অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি এটিকে ও মোহনবাগানকে এক হওয়ার জন্য স্যালিউট জানাই ৷ একসঙ্গে এটিকে মোগনবাগান ইতিহাস তৈরি করবে ৷’’

এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত বলেন, ‘‘নতুন দলের জার্সির রং সবুজ মেরুন হওয়ায় আমরা আনন্দিত ৷ নতুন অবতারে আমাদের নাম, জার্সি ও লোগো এক রাখতে পেরে আমরা উচ্ছ্বসিত ৷ বিশ্বজুড়ে অসংখ্য মানুষের ভালোবাসার পালতোলা নৌকা একই আছে ৷ বোর্ড 131 বছরের ঐতিহ্যকে মান্যতা দিয়েছে ৷’’

বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কম্পানির তরফে বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা হবে ৷ স্থানীয় ফুটবলাররা সেখানে নিজেদের স্কিলের উন্নতি করতে পারবেন ৷ বাংলা আবার ফুটবলের পাওয়ার হাউজ় তৈরি হবে ৷ এছাড়া দেশের বিভিন্ন জায়গায় এটিকে মোহনবাগান ফুটবল স্কুল খোলা হবে বলেও জানানো হয়েছে ৷

Last Updated : Jul 10, 2020, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.