ETV Bharat / sports

CFL : বড় ব্যবধানে জয় দিয়ে লিগ অভিযান শুরু করল মহমেডান - Mohammedan wins in Calcutta Football league

প্রথম থেকে দুরন্ত গতিতে ফুটবল খেলে এসেছে ব্ল্যাক পান্থাররা । একের পর এক আক্রমণে প্রতিপক্ষ সাদার্ন সমিতি প্রথম থেকেই ব্যাকফুটে ।

জয় দিয়ে লিগ অভিযান শুরু করল মহমেডান
জয় দিয়ে লিগ অভিযান শুরু করল মহমেডান
author img

By

Published : Aug 19, 2021, 1:40 PM IST

কলকাতা, 19 অগস্ট : জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মহমেডান । বুধবার কল্যানী স্টেডিয়ামে সাদার্ন সমিতিকে 3-0 গোলে হারাল সাদা কালো শিবির । চলতি মরসুমে শক্তিশালী দল গড়েছে মহমেডান । 41 বছর পরে ফের কলকাতা লিগ জিততে তারা মরিয়া । সেই মরিয়া মনোভাব প্রথম ম্যাচ থেকে ধরা পড়ল । 15 মিনিটে প্রথম গোল মহমেডানের । নিকোলা স্ট্যানকোভিচের দূরপাল্লার শটে এগিয়ে যায় শতাব্দী প্রাচীন দলটি ।

প্রথম থেকে দুরন্ত গতিতে ফুটবল খেলে এসেছে ব্ল্যাক পান্থাররা । একের পর এক আক্রমণে প্রতিপক্ষ সাদার্ন সমিতি প্রথম থেকেই ব্যাকফুটে । 40মিনিটে মহমেডান ফের এগিয়ে যায় ।এবার গোলদাতা শেখ ফৈয়াজ । এর আগে মিলন সিংয়ের বাড়ানো বল থেকে নেওয়া স্টেফান ইলিচের শট সাদার্ন সমিতির ডিফেন্ডাররা প্রতিহত করেন । বিরতির পরে খেলায় ফেরার চেষ্টা করে । এই সময় বেশ কয়েকবার মহমেডানের গোলের মুখ খুলে ফেলেছিল তারা । কিন্তু দ্রুত খেলার রাশ ফের হাতে তুলে নেয় সাদাকালো শিবির ।

68 মিনিটে নিকোলা স্ট্যানকোভিচের শট অসাধারণ তৎপরতায় বাঁচান সাদার্ন সমিতির গোলরক্ষক অর্ণব দাস শর্মা । 83মিনিটে তৃতীয় গোল আজহারউদ্দিন মল্লিকের । নিকোলার ডিফেন্স চেরা পাস থেকে গোল আজহারের । ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েছিল সাদার্ন সমিতি । কিন্তু মহমেডান গোলরক্ষক জোথানমাওয়াইয়া অসাধারণ তৎপরতায় রুখে দেওয়ায় ব্যবধান কমানোর সুযোগ নষ্ট হয় সাদার্নের । গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা নিকোলা স্ট্যানকোভিচ । দলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে খুশি সাদাকালো কোচ । তাঁর প্রথম লক্ষ্য দলের ধারাবাহিকতা ধরে রাখা । ইতিমধ্যে তিনি দলকে আত্মতুষ্ট হতে বারণ করেছেন ।

কলকাতা, 19 অগস্ট : জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মহমেডান । বুধবার কল্যানী স্টেডিয়ামে সাদার্ন সমিতিকে 3-0 গোলে হারাল সাদা কালো শিবির । চলতি মরসুমে শক্তিশালী দল গড়েছে মহমেডান । 41 বছর পরে ফের কলকাতা লিগ জিততে তারা মরিয়া । সেই মরিয়া মনোভাব প্রথম ম্যাচ থেকে ধরা পড়ল । 15 মিনিটে প্রথম গোল মহমেডানের । নিকোলা স্ট্যানকোভিচের দূরপাল্লার শটে এগিয়ে যায় শতাব্দী প্রাচীন দলটি ।

প্রথম থেকে দুরন্ত গতিতে ফুটবল খেলে এসেছে ব্ল্যাক পান্থাররা । একের পর এক আক্রমণে প্রতিপক্ষ সাদার্ন সমিতি প্রথম থেকেই ব্যাকফুটে । 40মিনিটে মহমেডান ফের এগিয়ে যায় ।এবার গোলদাতা শেখ ফৈয়াজ । এর আগে মিলন সিংয়ের বাড়ানো বল থেকে নেওয়া স্টেফান ইলিচের শট সাদার্ন সমিতির ডিফেন্ডাররা প্রতিহত করেন । বিরতির পরে খেলায় ফেরার চেষ্টা করে । এই সময় বেশ কয়েকবার মহমেডানের গোলের মুখ খুলে ফেলেছিল তারা । কিন্তু দ্রুত খেলার রাশ ফের হাতে তুলে নেয় সাদাকালো শিবির ।

68 মিনিটে নিকোলা স্ট্যানকোভিচের শট অসাধারণ তৎপরতায় বাঁচান সাদার্ন সমিতির গোলরক্ষক অর্ণব দাস শর্মা । 83মিনিটে তৃতীয় গোল আজহারউদ্দিন মল্লিকের । নিকোলার ডিফেন্স চেরা পাস থেকে গোল আজহারের । ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েছিল সাদার্ন সমিতি । কিন্তু মহমেডান গোলরক্ষক জোথানমাওয়াইয়া অসাধারণ তৎপরতায় রুখে দেওয়ায় ব্যবধান কমানোর সুযোগ নষ্ট হয় সাদার্নের । গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা নিকোলা স্ট্যানকোভিচ । দলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে খুশি সাদাকালো কোচ । তাঁর প্রথম লক্ষ্য দলের ধারাবাহিকতা ধরে রাখা । ইতিমধ্যে তিনি দলকে আত্মতুষ্ট হতে বারণ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.