ETV Bharat / sports

পাহাড়ে চ্যাম্পিয়ন মহামেডান

ম্যাচের চার মিনিটে প্রথম গোল মহামেডানের ।

পাহাড়ে চ্যাম্পিয়ন মহমেডান
author img

By

Published : Nov 12, 2019, 9:36 PM IST

Updated : Nov 12, 2019, 11:09 PM IST

কলকাতা, 12 নভেম্বর : পাহাড়ে সাদা-কালোর সূর্যোদয় । হিমালয়ান FC-কে হারিয়ে গভর্নস গোল্ড কাপে চ্যাম্পিয়ন মহামেডান । ম্যাচের ফল 2-1 । খারাপ আবহাওয়ার জন্যে আধ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয় ।

ম্যাচের চার মিনিটে প্রথম গোল মহামেডানের । প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে থাকেন দীপেন্দু বিশ্বাসের ছেলেরা । চাংতের গোল সেই আক্রমণাত্মক ফুটবলের ফসল । চল্লিশ বছর পরে স্থানীয় দল হিসেবে হিমালয়ান FC ফাইনালে উঠেছিল । ফলে দর্শক ভর্তি স্টেডিয়ামের সমর্থন ছিল হিমালয়ান FC-র পক্ষে ।

ম্যাচের চার মিনিটে প্রথম গোল মহামেডানের ।

পিছিয়ে পরে সমতায় ফেরার জন্যে মরিয়া হয়ে ওঠে হিমালয়ান FC । এর আগে সিকিমের ক্লাব দলটির বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি মহামেডান । ফলে দ্রুত গোল পেয়ে যাওয়ায় আত্মতুষ্ট হওয়ার বদলে দীপেন্দুর ছেলেরা ম্যাচের রাশ আলগা হতে দেয়নি । বিরতির পরে উচ্চতাজনিত সমস্যায় আগের ম্যাচগুলোতে শ্লথ হয়ে পড়েছিল সাদা কালো শিবির । ফাইনালেও একইরকম শ্লথ হয়ে পড়লেও দ্রুত নিজেদের সামলে নেয় মহামেডান ।

65 মিনিটে ঘানার স্ট্রাইকার এগুয়েন নিমাকোর গোলে সমতায় ফেরে হিমালয়ান FC-র । কিন্তু ফের প্রাথমিক জড়তা কাটিয়ে খেলার রাশ তুলে নেয় মহামেডান । 75মিনিটে ফের গোল চাংতের ।

কলকাতা, 12 নভেম্বর : পাহাড়ে সাদা-কালোর সূর্যোদয় । হিমালয়ান FC-কে হারিয়ে গভর্নস গোল্ড কাপে চ্যাম্পিয়ন মহামেডান । ম্যাচের ফল 2-1 । খারাপ আবহাওয়ার জন্যে আধ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয় ।

ম্যাচের চার মিনিটে প্রথম গোল মহামেডানের । প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে থাকেন দীপেন্দু বিশ্বাসের ছেলেরা । চাংতের গোল সেই আক্রমণাত্মক ফুটবলের ফসল । চল্লিশ বছর পরে স্থানীয় দল হিসেবে হিমালয়ান FC ফাইনালে উঠেছিল । ফলে দর্শক ভর্তি স্টেডিয়ামের সমর্থন ছিল হিমালয়ান FC-র পক্ষে ।

ম্যাচের চার মিনিটে প্রথম গোল মহামেডানের ।

পিছিয়ে পরে সমতায় ফেরার জন্যে মরিয়া হয়ে ওঠে হিমালয়ান FC । এর আগে সিকিমের ক্লাব দলটির বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি মহামেডান । ফলে দ্রুত গোল পেয়ে যাওয়ায় আত্মতুষ্ট হওয়ার বদলে দীপেন্দুর ছেলেরা ম্যাচের রাশ আলগা হতে দেয়নি । বিরতির পরে উচ্চতাজনিত সমস্যায় আগের ম্যাচগুলোতে শ্লথ হয়ে পড়েছিল সাদা কালো শিবির । ফাইনালেও একইরকম শ্লথ হয়ে পড়লেও দ্রুত নিজেদের সামলে নেয় মহামেডান ।

65 মিনিটে ঘানার স্ট্রাইকার এগুয়েন নিমাকোর গোলে সমতায় ফেরে হিমালয়ান FC-র । কিন্তু ফের প্রাথমিক জড়তা কাটিয়ে খেলার রাশ তুলে নেয় মহামেডান । 75মিনিটে ফের গোল চাংতের ।

Intro:পাহাড়ে সাদা কালো সূর্যোদয়। হিমালয়ান এফসি কে হারিয়ে গভর্নস গোল্ডকাপে চ্যাম্পিয়ন মহমেডান। ম্যাচের ফল 2-1। মন্দ আবহাওয়ার জন্যে আধঘণ্টা দেরিতে খেলা শুরু হয়।
ম্যাচের চার মিনিটে প্রথম গোল মহমেডানের।প্রথম থেকেই আক্রমনাত্মক মেজাজে ফুটবল খেলতে থাকে দীপেন্দু বিশ্বাসের ছেলেরা। চাংতের গোল সেই আক্রমনাত্মক ফুটবলের ফসল।চল্লিশ বছর পরে স্থানীয় দল হিসেবে হিমালয়ান এফসি ফাইনালে উঠেছিল।ফলে দর্শক ভর্তি স্টেডিয়ামের সমর্থন ছিল হিমালয়ান এফসির পক্ষে। ফলে পিছিয়ে পরে সমতায় ফেরার জন্যে মরিয়া হয়ে ওঠে তারা। এর আগে সিকিমের ক্লাব দলটির বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি মহমেডান। ফলে দ্রুত গোল পেয়ে যাওয়ায় আত্মতুষ্ট হওয়ার বদলে দীপেন্দুর ছেলেরা ম্যাচের রাশ আলগা হতে দেয়নি।বিরতির পরে উচ্চতা জনিত সমস্যায় আগের ম্যাচ গুলোতে শ্লথ হয়ে পড়েছিল সাদা কালো শিবির। ফাইনালেও একইরকম শ্লথ হয়ে পড়লেও দ্রুত নিজেদের সামলে নেয় মহমেডান।65মিনিটে ঘানার স্ট্রাইকার এগুয়েন নিমাকোর গোলে সমতায় ফেরে হিমালয়ান এফসি। কিন্তু ফের প্রাথমিক জড়তা কাটিয়ে খেলার রাশ তুলে নেয় মহমেডান।75মিনিটে ফের গোল চাঙটের। চ্যাম্পিয়ন ট্রফি ছাড়া গোল্ডেন বল পেয়েছেন মাবিয়া।সোনার গ্লাভস মহমেডান গোলরক্ষক প্রিয়ন্ত সিং এর।


Body:চ্যাম্পিয়ন


Conclusion:
Last Updated : Nov 12, 2019, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.