ETV Bharat / sports

Calcutta Football League: সুব্রতর দুরন্ত গোল, মহমেডান-ইউনাইটেড ম্যাচ ড্র

সুব্রত মুর্মুকে এই মুর্হূতে বাংলার অন্যতম সেরা প্রতিভা বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ তাঁকে নিয়ে বিশেষজ্ঞদের ধারণা যে অমূলক নয়, প্রমাণ মিলল মহমেডানের বিরুদ্ধে এদিনের তাঁর দুরন্ত গোলে ৷ সুব্রতর গোলেই মহামেডানকে রুখে দিল ইউনাইটেড স্পোর্টস ৷

author img

By

Published : Sep 8, 2021, 7:32 PM IST

Calcutta Football League
মহমেডান-ইউনাইটেড ম্যাচ ড্র

কলকাতা, 8 সেপ্টেম্বর: থমকে গেল মহমেডান স্পোর্টিংয়ের স্বপ্নের দৌড় ৷ কলকাতা লিগে সাদাকালো শিবিরের বিজয় রথ থামিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস ৷ বুধবার মহমেডানকে রুখে দিল তারা ৷ ম্যাচের ফলাফল 2-2 ।

প্রথম থেকে দুই দলই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে । সাত মিনিটে প্রথম গোল পায় মহমেডান স্পোর্টিং ৷ জাসকারানপ্রীত সিং-এর জোরালো শট ইউনাইটেড স্পোর্টসের গোলরক্ষক রুখে দিলেও ফিরতি বল জালে পাঠান মার্কাস জোসেফ । পিছিয়ে পড়ে হারিয়ে যায়নি ইউনাইটেড স্পোর্টস । পাল্টা আক্রমণে খেলার রাশ নিজেদের হাতে নেয় সাদাকালো ব্রিগেড । ফলশ্রুতিতে 17 মিনিটে দুরন্ত গোল সুব্রত মুর্মুর । তাঁকে বাংলার অন্যতম সেরা প্রতিভা বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

সুব্রতকে নিয়ে বিশেষজ্ঞদের আশা যে অমূলক নয়, প্রমাণ মিলল মহমেডানের বিরুদ্ধে এদিনের গোল । 29 মিনিটে ফের এগিয়ে যায় মহমেডান । বাঁ-দিক থেকে জোসেফ মার্কাসের সেন্টারে মাথা ছুঁইয়ে গোল জাসকারানপ্রীত সিং-এর । এই সময় মনে হয়েছিল মহমেডান স্পোর্টিং খেলার রাশ তুলে নেবে । কিন্তু ইউনাইটেড স্পোর্টসের পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে । একের পর এক আক্রমণে সাদা কালো রক্ষণে চাপ বাড়াতে থাকে তারা ।

আরও পড়ুন: অলিম্পিকসে সোনা জয়ের 'পুরস্কার', এনডোর্সমেন্টে বিরাটকে ছুঁলেন নীরজ

44 মিনিটে বাঁ-দিক থেকে প্রহ্লাদ ওরাওয়ের পাস থেকে বাড়ানো বল ধরে গোল করেন জগন্নাথ ওরাও । দুই দল একাধিক সহজ সুযোগ নষ্ট করায় ম্যাচে মোট চার গোল হয় । মহমেডান বনাম ইউনাইটেড স্পোর্টসের প্রথমার্ধের ফুটবলযুদ্ধ উপভোগ্য হয়ে উঠেছিল । কিন্তু বিরতির পরে শেখ ফৈয়াজ, আজহারউদ্দিন, বলবিন্দর, সুশীলকে নামিয়ে মোট চারটি পরিবর্তনে দলের আক্রমণে ঝাঁজ বাড়াতে চেয়েছিল মহমেডান স্পোর্টিং।

সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি সাদা কালো শিবির । একইভাবে পাল্টা আক্রমণে রাশ দখলে নেওয়ার চেষ্টা করেছিল ইউনাইটেড স্পোর্টস । কিন্তু গোলমুখে সুযোগ কাজে লাগাতে তারাও ব্যর্থ হয় । ফলস্বরূপ উপভোগ্য প্রথমার্ধের রেশ বিরতির পরে সুযোগ নষ্টের প্রদর্শনী হয়ে দাঁড়ায় ।

কলকাতা, 8 সেপ্টেম্বর: থমকে গেল মহমেডান স্পোর্টিংয়ের স্বপ্নের দৌড় ৷ কলকাতা লিগে সাদাকালো শিবিরের বিজয় রথ থামিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস ৷ বুধবার মহমেডানকে রুখে দিল তারা ৷ ম্যাচের ফলাফল 2-2 ।

প্রথম থেকে দুই দলই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে । সাত মিনিটে প্রথম গোল পায় মহমেডান স্পোর্টিং ৷ জাসকারানপ্রীত সিং-এর জোরালো শট ইউনাইটেড স্পোর্টসের গোলরক্ষক রুখে দিলেও ফিরতি বল জালে পাঠান মার্কাস জোসেফ । পিছিয়ে পড়ে হারিয়ে যায়নি ইউনাইটেড স্পোর্টস । পাল্টা আক্রমণে খেলার রাশ নিজেদের হাতে নেয় সাদাকালো ব্রিগেড । ফলশ্রুতিতে 17 মিনিটে দুরন্ত গোল সুব্রত মুর্মুর । তাঁকে বাংলার অন্যতম সেরা প্রতিভা বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

সুব্রতকে নিয়ে বিশেষজ্ঞদের আশা যে অমূলক নয়, প্রমাণ মিলল মহমেডানের বিরুদ্ধে এদিনের গোল । 29 মিনিটে ফের এগিয়ে যায় মহমেডান । বাঁ-দিক থেকে জোসেফ মার্কাসের সেন্টারে মাথা ছুঁইয়ে গোল জাসকারানপ্রীত সিং-এর । এই সময় মনে হয়েছিল মহমেডান স্পোর্টিং খেলার রাশ তুলে নেবে । কিন্তু ইউনাইটেড স্পোর্টসের পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে । একের পর এক আক্রমণে সাদা কালো রক্ষণে চাপ বাড়াতে থাকে তারা ।

আরও পড়ুন: অলিম্পিকসে সোনা জয়ের 'পুরস্কার', এনডোর্সমেন্টে বিরাটকে ছুঁলেন নীরজ

44 মিনিটে বাঁ-দিক থেকে প্রহ্লাদ ওরাওয়ের পাস থেকে বাড়ানো বল ধরে গোল করেন জগন্নাথ ওরাও । দুই দল একাধিক সহজ সুযোগ নষ্ট করায় ম্যাচে মোট চার গোল হয় । মহমেডান বনাম ইউনাইটেড স্পোর্টসের প্রথমার্ধের ফুটবলযুদ্ধ উপভোগ্য হয়ে উঠেছিল । কিন্তু বিরতির পরে শেখ ফৈয়াজ, আজহারউদ্দিন, বলবিন্দর, সুশীলকে নামিয়ে মোট চারটি পরিবর্তনে দলের আক্রমণে ঝাঁজ বাড়াতে চেয়েছিল মহমেডান স্পোর্টিং।

সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি সাদা কালো শিবির । একইভাবে পাল্টা আক্রমণে রাশ দখলে নেওয়ার চেষ্টা করেছিল ইউনাইটেড স্পোর্টস । কিন্তু গোলমুখে সুযোগ কাজে লাগাতে তারাও ব্যর্থ হয় । ফলস্বরূপ উপভোগ্য প্রথমার্ধের রেশ বিরতির পরে সুযোগ নষ্টের প্রদর্শনী হয়ে দাঁড়ায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.