ETV Bharat / sports

Durand Cup: যুবভারতীতে বিদ্যুৎ বিভ্রাট, মাঠে আলো জ্বালিয়ে ডুরান্ড ফাইনালে মহমেডান

যুবভারতীতে ফের বিদ্যুৎ বিভ্রাট ৷ সোমবার ডুরান্ড সেমিফাইনালে মহমেডান-বেঙ্গালুরু ম্যাচ যে কারণে শুরু হয় নির্ধারিত সময়ের 10 মিনিট পর ৷ ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন যুবভারতীয় স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো নিভে যাওয়া নতুন নয় ৷ এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ম্যাচ চলাকালীন যুবভারতীতে দেখা গিয়েছিল একই ছবি ৷

Durand Cup
'বিভ্রাট' কাটিয়ে ডুরান্ডের ফাইনালে মহমেডান
author img

By

Published : Sep 27, 2021, 10:42 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনালে মহমেডান স্পোর্টিং। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষচারের লড়াইয়ে বেঙ্গালেরু ইউনাইটেডকে 4-2 গোলে হারায় সাদাকালো শিবির। 120 মিনিটের লড়াইয়ে বাজিমাত সাদাকালো ব্রিগেডের। মহমেডানের পক্ষে গোল করেন মার্কাস, শেখ ফয়জাল, ব্রেন্ডন এবং নিকোলার।

তবে যুবভারতীতে ম্যাচ শুরুর আগেই দেখা দিয়েছিল বিদ্যুৎ বিভ্রাট ৷ প্রেস বক্সের ডানদিকে বাতিস্তম্ভের আলো নিভে যায় ৷ যে কারণে নির্ধারিত সময়ের 10 মিনিট পর খেলা শুরু হয় ৷ ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন যুবভারতীয় স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো নিভে যাওয়া নতুন নয় ৷ এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ম্যাচ চলাকালীন যুবভারতীতে একই ছবি দেখা গিয়েছিল ৷ কোভিডের গেরো কাটিয়ে এদিন ফের মাঠে ফেরেন দর্শকরা ৷ তবে শুরুতে স্টেডিয়ামে অন্ধকার থাকলেও ম্যাচে আলো জ্বালান সাদকালো ফুটবলারার ৷ শুরুতেই পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন মহমেডানের ৷

ম্যাচের প্রথম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া পেড্রো মাঞ্জির শটে এগিয়ে যায় বেঙ্গালেরু। কিন্তু পিছিয়ে পড়ে হতাশ না-হয়ে আট মিনিটের মধ্যে সমতায় ফেরে মহমেডান। গোলদাতা জোসেফ মার্কাস। এরপর দুই দল ম্যাচের রাশ পায়ে তুলে নিতে মরিয়া হয়ে ওঠে। আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। 38 মিনিটে মার্কাসের পাস থেকে মহমেডানকে এগিয়ে দেন শেখ ফয়জল।

বিরতির পরে মহমেডানকে চেপে ধরে বেঙ্গালুরু। একের পর এক আক্রমণে তারা সাদাকালো রক্ষণকে চাপে রাখে। কিন্তু ফিরতি আক্রমণে 78 মিনিটে সঞ্জু প্রধানের কর্নার থেকে বেঙ্গালুরুকে সমতায় ফেরান কিংশুক দেবনাথ। ম্যাচের অতিরিক্ত সময়ে পেড্রো মাঞ্জি লালকার্ড দেখেন। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে বেঙ্গালুরুকে দশ জনে খেলতে হয়।

আরও পড়ুন : চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ এবার লাল-হলুদে

112 মিনিটে মহমেডানকে ফের এগিয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ব্রেন্ডন। শেষ মিনিটে ব্যবধান বাড়ান নিকোলা। প্রাথমিক পর্বে বেঙ্গালুরুর কাছে হেরে ছিল মহমেডান। সেমিফাইনালে সেই হারের বদলা নিল সাদাকালো শিবির। ট্রফি জয়ের স্বপ্নপূরণ থেকে মহমেডান মাত্র এক ধাপ দূরে। কোচ আন্দ্রেই বলেছেন, ছেলেদের হার না-মানা মনোভাবে খুশি তিনি। তবে আত্মতুষ্ট নন। তাই ফাইনালের লক্ষ্যে নিজেদের তৈরি করবেন। ট্রফি জয়ই পাখির চোখ সাদাকালো ফুটবলারদের ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর : ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনালে মহমেডান স্পোর্টিং। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষচারের লড়াইয়ে বেঙ্গালেরু ইউনাইটেডকে 4-2 গোলে হারায় সাদাকালো শিবির। 120 মিনিটের লড়াইয়ে বাজিমাত সাদাকালো ব্রিগেডের। মহমেডানের পক্ষে গোল করেন মার্কাস, শেখ ফয়জাল, ব্রেন্ডন এবং নিকোলার।

তবে যুবভারতীতে ম্যাচ শুরুর আগেই দেখা দিয়েছিল বিদ্যুৎ বিভ্রাট ৷ প্রেস বক্সের ডানদিকে বাতিস্তম্ভের আলো নিভে যায় ৷ যে কারণে নির্ধারিত সময়ের 10 মিনিট পর খেলা শুরু হয় ৷ ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন যুবভারতীয় স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো নিভে যাওয়া নতুন নয় ৷ এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ম্যাচ চলাকালীন যুবভারতীতে একই ছবি দেখা গিয়েছিল ৷ কোভিডের গেরো কাটিয়ে এদিন ফের মাঠে ফেরেন দর্শকরা ৷ তবে শুরুতে স্টেডিয়ামে অন্ধকার থাকলেও ম্যাচে আলো জ্বালান সাদকালো ফুটবলারার ৷ শুরুতেই পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন মহমেডানের ৷

ম্যাচের প্রথম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া পেড্রো মাঞ্জির শটে এগিয়ে যায় বেঙ্গালেরু। কিন্তু পিছিয়ে পড়ে হতাশ না-হয়ে আট মিনিটের মধ্যে সমতায় ফেরে মহমেডান। গোলদাতা জোসেফ মার্কাস। এরপর দুই দল ম্যাচের রাশ পায়ে তুলে নিতে মরিয়া হয়ে ওঠে। আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। 38 মিনিটে মার্কাসের পাস থেকে মহমেডানকে এগিয়ে দেন শেখ ফয়জল।

বিরতির পরে মহমেডানকে চেপে ধরে বেঙ্গালুরু। একের পর এক আক্রমণে তারা সাদাকালো রক্ষণকে চাপে রাখে। কিন্তু ফিরতি আক্রমণে 78 মিনিটে সঞ্জু প্রধানের কর্নার থেকে বেঙ্গালুরুকে সমতায় ফেরান কিংশুক দেবনাথ। ম্যাচের অতিরিক্ত সময়ে পেড্রো মাঞ্জি লালকার্ড দেখেন। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে বেঙ্গালুরুকে দশ জনে খেলতে হয়।

আরও পড়ুন : চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ এবার লাল-হলুদে

112 মিনিটে মহমেডানকে ফের এগিয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ব্রেন্ডন। শেষ মিনিটে ব্যবধান বাড়ান নিকোলা। প্রাথমিক পর্বে বেঙ্গালুরুর কাছে হেরে ছিল মহমেডান। সেমিফাইনালে সেই হারের বদলা নিল সাদাকালো শিবির। ট্রফি জয়ের স্বপ্নপূরণ থেকে মহমেডান মাত্র এক ধাপ দূরে। কোচ আন্দ্রেই বলেছেন, ছেলেদের হার না-মানা মনোভাবে খুশি তিনি। তবে আত্মতুষ্ট নন। তাই ফাইনালের লক্ষ্যে নিজেদের তৈরি করবেন। ট্রফি জয়ই পাখির চোখ সাদাকালো ফুটবলারদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.